সে অতি নাগর গোকুল কাহ্ন।
নগরহু নাগরি তোহি সবে জান।।
কত বেরি সাজনি কী কহব বুঝাএ।
কএলে ধন্ধে ধরম দুর জাএ।।
সুন্দরি রূপগুনহু সভা সার।
আদি অন্ত নহি মহঘ পসার।।
সরূপ নিরূপি বুঝউলিসি তোহি।
জনু পরতারি পঠাবসি মোহি।।
বিদ্যাপতি কহ যুঝ রসমন্ত।
সিরি সিবসিংঘ লখিমা দেবি কন্ত।।