সে নারী মরুক জলে ঝাঁপ দিয়া
যে করে পরের প্রেম।
পরিণামে পায় এত পরাভব
যেমত পঙ্কজ হেম।।
তাহে কি বলিব সকল জানহ
যার লাগি যেবা জীয়ে।
সে কেনে নিদয়া নিঠুর হইয়া
এতেক যাতনা দিয়ে।।
তোমার মুরলী ডাকিল সুস্বরে
আইনু ধাইয়া বনে।
তাহে হেন কর ওহে বাঁশীধর
ফিরিয়া না চাহ কেনে।।
তোমা হেন নিধি মিলাইল বিধি
পুন তা হইল বাধা।
এ সব বচন কহিতে কহিতে
শোকেতে মরিবে রাধা।।
তোমার কারণে এ ঘর দুয়ার
বেঁধেছি অনেক দুখে।
তাহা ভাঙ্গাইতে এ নহে মহিমা
আর সে বলিব কাকে।।
চণ্ডীদাস দেখি বড়ই দুঃখিত
মুখে না নিঃস্বরে বাণী।
চিতে বেয়াকুল হইল আকুল
যতেক ব্রজের ধনী।।