হরি নিজ আঁচরে রাই-মুখ মোছই
কুঙ্কুমে বর তনু মাজি।
অলক তিলক দেই সীথি বনায়ই
চিকুরে কবরি পুন সাজি।।
সিন্দুর দেয়ল সীথে।
কতহুঁ যতন করি উরপর লেখই
মৃগমদ-চিত্রক পাতে।।
মণিময় মঞ্জির চরণে পরায়লি
উর পর দেওল হার।
কর্পূর তাম্বুল বদন ভরি দেয়ল
নীছই তনু আপনার।।
নয়নহি অঞ্জন করল সুরঞ্জন
চিবুকহি মৃগমদ-বিন্দে।
চরণকমলতলে যাবক লেখই
কি কহব দাস গোবিন্দে।।