হরি বলব আর মদনমোহন হেরব গো।
এইরূপে ব্রজের পথে চলব গো।। ধ্রু।।
যাব গো ব্রজেন্দ্রপুর হব গো গোপিকার নূপুর
তাদের চরণে মধুর মধুর বাজব গো।
বিপিনে বিনোদখেলা সঙ্গেতে রাখালের মেলা
তাঁদের চরণের ধুলা মাখব গো।।
রাধাকৃষ্ণের রূপ মাধুরী হেরব দুনয়ন ভরি
নিকুঞ্জের দ্বারে দ্বারী রইব গো।
ব্রজবাসী ! তোমরা সবে এই অভিলাষ পুরাও এবে
আর কবে শ্রীকৃষ্ণের বাঁশী শুনব গো।।
এই দেহ অন্তিম কালে রাখব শ্রীযমুনার জলে
জয় রাধা গোবিন্দ বলে ভাসব গো।
কহে নরোত্তম দাস না পূরিল অভিলাষ
আর কবে ব্রজবাস করব গো।।