হরি হরি আর কবে হেন দশা হব।
ছাড়িয়া পুরুষ দেহ কবে প্রকৃতি দেহ হব
দোহাঁ অঙ্গে চন্দন পরাব ।।
টানিঞা বান্ধিব চুড়া নবগুঞ্জা তাহে বেড়া
নানাফুলে গাঁথি দিব হার।
পীত বসন অঙ্গে পরাইব সখি সঙ্গে
বদনে তাম্বুল দিব আর।।
দুহুঁ রূপ মনোহারি দেখিব নয়ান ভরি
এই করি মনে অভিলাষ।
জয় রূপ সনাতন দেহ মোরে এই ধন
নিবেদএ নরোত্তম দাস।।