হরি হরি আর কি এমন দশা হব।
ছাড়িয়া পুরুষদেহ প্রকৃতি হইব।।
টানিয়া বান্ধিব চূড়া নবগুঞ্জা তাহে বেড়া
নানা ফুলে গাঁথি দিব হার।
পীতবসন অঙ্গে পরাইব সখী সঙ্গে
বদনে তাম্বূল দিব আর।।
দুহুঁ রূপ মনোহারী দেখিব নয়ান ভরি
নীলাম্বরে রাইকে সাজাইয়া।
নবরত্ন জাদ আনি বান্ধিব বিচিত্র বেণী
তাহে ফুল মালতী গাঁথিয়া।।
সে না রূপমাধুরী দেখিব নয়ান ভরি
এই করি মনে অভিলাষ।
জয় রূপ সনাতন দেহ মোরে এই ধন
নিবেদিয়ে নরোত্তম দাস।।