হরি হরি কি মোর করম অনুরত।
বিষয়ে কুটিল মতি সৎসঙ্গে না হৈল রতি
কিসে আর তরিবার পথ।।
স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ
লোকনাথ সিদ্ধান্ত-সাগর।
শুনিতাম সে-সব কথা ঘুচিত মনের ব্যথা
তবে ভাল হইত অন্তর।।
যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ
নদীয়া নগরে অবতার।
তখন না হৈল জন্ম এবে দেহে কিবা কর্ম
মিছা মাত্র বহি ফিরি ভার।।
হরিদাস-আদি বুলে মহোৎসব-আদি করে
না হেরিনু সে সুখ বিলাস।
কি মোর দুঃখের কথা জন্ম গোঙানু বৃথা
ধিক ধিক নরোত্তম দাস।।