হরি হরি দারুণ জৈঠহি মাসে।
মাঝ গগনে আসি দিন-পতি বৈঠল
দশ দিশি কিরণ বিকাসে।।
ধূপক ভয়ে ঘরে সব জন বৈঠল
দ্বারহি দেওল কপাট।
চামর-বীজন সব জন সেবই
পথিক না চলতহি বাট।।
ঐছন সময়ে রাই অভিসারল
কানু-মিলন প্রতিআশে।
দেহ-মরিযাদ কিছুই না রাখল
ছুটল হরি-অভিলাষে।।
আগুনি-অধিক রেণূ পর চলইতে
দগধল পদ-অরবিন্দ।
চন্দ্রশেখর কহে মিলল কলাবতি
কুঞ্জে শ্যামরচন্দ।।