হরি হরি হেন দশা হইব আমার।
দুহু মুখ নিরখিব দুহু অঙ্গ পরশিব
সেবন করিব দোহাঁকার।।
ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে
মালা গাঁথি দিব নানা ফুলে।
কনক সম্পূট করি কর্পূর তাম্বুল পূরি
যোগাইব বদন যুগলে।।
রাধাকৃষ্ণ বৃন্দাবন সেই মোর প্রাণধন
সেই মোর জীবন উপায়।
জয় পতিত পাবন দেহ মোরে এই ধন
তোমা বিনে অন্য নাহি ভায়।।
শ্রীগুরু করুণাসিন্ধু অধম জনার বন্ধু
লোকনাথ লোকের জীবন।
হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া
নরোত্তম লইল শরণ।।