হসইতে আয়লুঁ তুহুঁ ভেলি রোই।
বড় মুঞি বেদনী হেরইতে তোই।।
রূপকলারসে তুহুঁ ভেলি ভোরি।
পিয়া অনুরূপ বিহি না দিল তোরি।।
তুহুঁ যে সুচেতনি বুঝ সব কাজ।
মধুকর বিনু নহি মালতী সাজ।।
কহইতে চাহি বচন নাহি আর।
মৌনকে যাই সো অনুতাপ সার।।
ভাল মন্দ বুঝিতে না বুঝি তোর রীত।
সো পুন পাছে মিঠ আগে পুন তীত।।
অতএ যো মনোরথ কহবি নিচয়।
জ্ঞানদাস কহ সমুচিত হয়।।