হাসি নিহারল পলটি হেরি লাজে কি বোলব সাঁঝক বেরি।
হরখেঁ আরতি হরল চীর, সূন পয়োধর, কাঁপ সরীর।।
সখি কি কহব কহইতে লাজ গোরু চিন্থএ গোপক কাজ।
নিবি নিরাসলি, ফুজলি আস, ততেও দেখি ন আবএ পাস।।
অও কত কহব মধুর বানি, কাজর দুধেঁ পখালল জানি।।
সখি বুঝাবএ ধরিএ হাথ গোপ বোলাবথি গোপী সাথ।।
তোহেঁ ন চিন্তহ রসক ভাব বড়ে পুণে পুণমতি পাব।
ভন বিদ্যাপতি সুন তঅেঁ নারি পহুক দূষণ দিঅ বিচারি।
রাজা রূপনরাএন জান সিবসিংহ লখিম দেবি-রমান।।