হাহা রে যৌবন, কি ফল জীবন, স্বামী যাকে নাহি চায়।
যত সুখ ভোগ, সব বিষ রোগ, বিফলে কাল গোঁয়ায়।। ধু
কমল যে তনু, রূপে নব ভানু, বদন পূর্ণক শশী।
সে রূপে মোহিত, হৈল মোর চিত, সে কেনে না চাহে দাসী।।
ভুরু শরাসন, নয়ান খঞ্জন, বিম্বাধর জিনি রঙ্গ।
ত্রিলোক মোহিতা, ভুজ হেমলতা, মুনি মন দেখি ভঙ্গ।।
আলি রাজা ভণে, নাহি ত্রিভুবনে, সে রূপ তুলনা আর।
পীন রূপ মূলে, বাঞ্ছি তিন কূলে, সিদ্ধি মূলে পূর্ণসার।।