হিমঋতু হিমকর হিমময় বাত।
তাহে বিরহজরে থর থর গাত।।
এ হরি কত সহুঁ অবলা নারি।
বিরহক বেদন সহই না পারি।।
দীঘল রজনি তুরিতে না পোহায়।
ছট ফট করি নিশি জাগিয়া গোঙায়।।
পুরুবরভস মনে হয় উপনীত।
উচস্বরে তবহি রোয়ে বিপরীত।।
জীবন ধরয়ে তুয়া প্রতিআশে।
তোহারি চরণে কহ উদ্ধবদাসে।।