হিম হিমকর পেখি কাঁপয়ে খন খন
অনুখন ঝরয়ে নয়ান।
হরি হরি বোলি ধরণি ধরি লুঠই
সখি-বোধে ন পাতয়ে কাণ।।
মাধব পেখলুঁ তৈছন রাই।
সবিষম খর-শরে অঙ্গ ভেল জরজর
কহইতে কো পাতিয়াই।।
বিগলিত কেশ শাস বহে খরতর
না রহে নীবি-নিবন্ধ।
কম্বুকন্ধর ধরই না পার
টুটল পঞ্জর-বন্ধ।।
নব কিশলয় রচি শয়নে শুতায়ই
অধিক ভেল জনু আগি।
কিয়ে ঘর বাহির পড়য়ে নিরন্তর
অহনিশি খেপায় জাগি।।
ভনহুঁ বিদ্যাপতি শুনহ রসিকবর
তুরিতে মিলহ ধনি-পাশে।
সকল সখীগণ হেরত বিনদিনি
দশমি দশা পরকাশে।।