হেদেরে পামর মন করো এই নিবেদন
সাধুসঙ্গ কর ভাল হৈআ।
এ ভব তরিয়া যাবে মহানন্দ সুখ পাবে
নিতাই চৈতন্য গুণ গায়্যা।।
মাকালের ফল লাল দেখিতে সুন্দর ভাল
ভাঙ্গিলে সে দেই ফেলাইআ।
মালা মুদ্রা করি বেশ ভজনের নাহি লেশ
ফিরে মাত্র লোক দেখাইআ।।
নরোত্তম দাস বলে পড়িনু অসত ভোলে
মোর হবে কেমন উপায়।
গুরুতে নহিল রতি বৈষ্ণবে না হৈল মতি
মোর জন্ম হইল বৃথায়।।