হেন বেলে শিঙ্গা বেণু বাজাইয়া
রাখাল আসিছে পথে।
কৃষ্ণ বলরাম মাঝারে করিয়া
ধেনুপাল লয়ে যতে।।
হৈ হৈ রবে প্রবেশ করল
গোকুল নগর পুরে।
নিজ গৃহে গৃহে গেলা ব্রজবালা
লইয়া ধেনুর পালে।।
নিজ গৃহে গেলা কৃষ্ণ বলরাম
যশোদা আনন্দ বড়ি।
ধেনুগণ যত সব সমাধিয়া
সঘনে নিশ্বাস ছাড়ি।।
কোলে লয়ে কানু এ ক্ষীর নবনী
পিয়ায় মনের সুখে।
বিবিধ শাকর চিনি ছেনা সর
দিছেন ও চাঁদ-মুখে।।
কানাই পুছল শুন গো জননি
দ্বারে বা কিসের রথ।
কহেন যশোদা কানাই গোচর
বড় হল অনুরথ।।
কহ কহ শুনি যশোদা জননি
হাসিয়া মায়ের কোলে।
কিসের কারণে কহ গো জননি
শুনি কি তাহার বোলে।।
কংস পাঠাইয়ে অক্রূর আসিয়ে
কৃষ্ণ বলরাম নিতে।
ধনুর্ন্ময় যজ্ঞ করে নরপতি
সেই সে তাহার চিতে।।
হাসি যদুনাথ বচন ভারতী
কহেন মায়ের পাশে।
তার কি বা ভয় না কর সংশয়
কহেন এ চণ্ডীদাসে।।