হের দেখসিয়া নয়ান ভরিয়া
কি আর পুছসি আনে।
নদিয়া নগরে শচীর মন্দিরে
চান্দের উদয় দিনে।।
কিয়ে লাখবাণ কষিল কাঞ্চন
রূপের নিছনি গোরা।
শচীর উদর জলদে নিকসিল
থীর বিজুরি পারা।।
কত বিধুবর বদন উজোর
নিশিদিশি সম শোভে।
নয়ানভ্রমর শ্রুতিসরোরুহে
ধায় মকরন্দলোভে।।
আজানুলম্বিত ভুজ সুবলিত
নাভি হেমসরোবর।
কটি করিঅরি উর হেমগিরি
এ লোচন মনোহর।।