হোর কি দেখি গো বড়াই কদম্বের তলে।
তড়িত জড়িত যৈছে নব জলধরে।।
শ্যামচান্দের উপরে ধবল চান্দের কলা।
তাহার উপরে শোভে তিমিরে মালা।।
তাহার উপরে কিবা ইন্দ্রধনু সাজে।
এমন অদ্ভুত রূপ কেবা দেখিয়াছে ।।
ইন্দ্রধনু জিনিয়া সে ভুরু-ধনু-ছটা।
গোবিন্দদাসের মন করে লটপটা।।