ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • কিয়ে গুরু গরবিত না মানে পাপ চিত
    কিয়ে গুরু গরবিত না মানে পাপ চিত আন না শুনে কান বিন্ধে । ও নব নাগর সব গুণে আগোর তায়ে সে পরাণ কান্দে।। সজনি ! ও বোল বল জনি আর। কি যশ অপযশ না ভাওয়ে গৃহবাস হইনু কুলের অঙ্গার ।। ধ্রু।। কি জানি কিবা হৈল কি খেণে পরশিল সে রস-পরশ-মণি। জাতি কুলশীল আপন ইচ্ছায় করিনু […] keyboard_arrow_right
  • কিয়ে কান্তি দৈবত তারুণ্য-সারামৃত
    কিয়ে কান্তি দৈবত তারুণ্য-সারামৃত কি মাধুর্য্য স্বয়ং মূর্ত্তিমতি। কিবা সে লাবণ্য সার তনু কৈল অঙ্গীকার সর্ব্বগুণ কিবা গুণবতী।। কিয়ে হেরি অদভূত-রূপ। মধুর মধুর প্রীত কিবা হৈল উপনীত কিবা এই রসময় কূপ।। কি আনন্দ-তরঙ্গিণী কিবা সুধা-সুরধনী প্রকট হইলা সুখময়। এ নেত্র-চকোর-চন্দ নাসা-ভঙ্গ-পদ্মবৃন্দ জিহবা-কোকিল-আম্রচয়।। ফলিল মোর ভাগ্য সখি তেঞি সে প্রত্যক্ষ দেখি সর্ব্বেন্দ্রিয়-প্রাণের দয়িতা। এ রাধামোহন কহে […] keyboard_arrow_right
  • কিয়ে মঝুরূপ, কলারস চাতুরী
    কিয়ে মঝুরূপ, কলারস চাতুরী সব ভেল চুরে। গুরুজন বৈরি, দ্বিগুণ ভেল ধাতা, ডর সঞে কয়ল বিদূরে।। সজনি হাম জীয়ব কতি লাগি। একে মঝু অন্তর, দগধ নিরন্তর, নাহ অধিক অনুরাগী।। বৈদগধি বিধি সকল লুকায়ল, দুহু ভেল পন্থক চোর। যবহুঁ দৈব দোষে দরশ করায়ল, কেহ না কহে এ বোল।। অবিরত চিতে কত, কাঁদি গোঙায়ব, কাহে করব বিশোয়াসে […] keyboard_arrow_right
  • কিয়ে সখি চম্পক-দাম বনায়সি
    কিয়ে সখি চম্পক-দাম বনায়সি করইতে রভস-বিহার। সো বর নাগর যাওব মধুপুর ব্রজ-পুর করি প্রিয়তম দাম শ্রীদাম আর হলধর এ সব সহচর সাথ। শুনইতে মুরছি পড়ল সোই কামিনি কুলিশ পড়ল জনু মাথ।। খেনে খেনে উঠত খেনে খেনে বৈঠত অবশ কলেবর কাঁপি। ভণ যদুনন্দন শুনইতে ঐছন লোরে নয়নযুগ ঝাঁপি।। keyboard_arrow_right
  • কিরূপ দেখিলুম আজু গোপ শিরোমণি
    কিরূপ দেখিলুম আজু গোপ শিরোমণি। শত কোটি চাঁদ পড়ে সে মুখ নিছনি।। কমল নয়ান যেন ভুরু শরাসন। ধু। হেরিতে হরএ যুবতীর মন।। ললাটে ফাগুর ফোঁটা যেন দিবাকর। কত কত চান্দ দোলে চূড়ার উপর।। শ্রবণে কুণ্ডল শোভে চরণে নেপুর। অধরে মুরলী পূরে মাধুরী মধুর।। কহে নাসির মোহাম্মদে শুন রে যুবতী। শ্যাম রূপ দরশনে পূরিব আরতি।। keyboard_arrow_right
  • কিরূপে ধরাইমু প্রাণ প্রিয়া নাহি ঘরে
    কিরূপে ধরাইমু প্রাণ প্রিয়া নাহি ঘরে । বৃন্দাবনে ভৃঙ্গ নাচে মলয়া সমীরে।। ধু ডালে ডালে কীরকে ফুকরে ঘন ঘন। তা শুনি অবলার মন করে উচাটন ।। পিক নাদে ঝি ঝি ঝাঁঝি উঠে ঝনকার। নব যৌবনীর নব যৌবন বিকার।। কহে আইনুদ্দিনে সখী না চিন্তিও আর। রজনী গঞিলে সাজ প্রিয়া ভেটিবার।। keyboard_arrow_right
  • কিরূপে পাইব সেবা মুই দুরাচার
    কিরূপে পাইব সেবা মুই দুরাচার। শ্রীগুরু বৈষ্ণবে রতি না হৈল আমার।। অশেষ মায়াতে মন মগন হইল। বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল।। বিষয়ে ভুলিয়া অন্ধ হৈনু দিবানিশি। গলে ফাঁস দিতে ফিরে মায়া পিশাচী।। ইহারে করিয়া জয় ছাড়ান না যায়। সাধু-কৃপা বিনে আর নাহিক উপায়।। অদোষ-দরশি প্রভু পতিত উদ্ধার। এইবার নরোত্তম করহ নিস্তার।। keyboard_arrow_right
  • কিরূপে যাইমু বোল ঘরে নিলাজ কালা
    কিরূপে যাইমু বোল ঘরে নিলাজ কালা। ধু রাজপন্থে ধরি মোরে, বাটোয়ারী কৈল চোরে, লুটাল নবীন বাগ ফল।। দধি লুটি নিল হাটে, কেলি কলা কৈল ঘাটে, শ্যাম কলঙ্কিনী মহীতল। কাঞ্চুলী কবরী মেলি, উরে উরে দিয়া মিলি, হর শিরে দিলা হরি কর। অধরে অধর জড়ি, পূর্ণ সুধাপান করি, লোক দোষী কৈল জন্ম ভর। আর শুনি বাঁশীর স্বর, […] keyboard_arrow_right
  • কিরে শ্যাম এমন উচিত নহে তোমার
    কিরে শ্যাম, এমন উচিত নহে তোমার। ধু অঘোর সাঁঝুয়া বেলা, কিবোল বলিয়া গেলা, সাঁচা যদি না আছিল মনে। এক কহ আর হয়, এমন উচিত নয়, এদুঃখ না সহে পরাণে। যখন পিরীতি কৈলা, দিবারাত্রি আইলা গেলা, ভিন্ন ভাব না আছিল মনে। সাধিয়া আপন কাজ, কুলেতে রাখিলা লাজ, ফিরিয়া না চাহ আঁখি কোণে। তুই বন্ধের কঠিন হিয়া, […] keyboard_arrow_right
  • কিশলয় শয়নে শুতলি ধনি গোরি
    কিশলয় শয়নে শুতলি ধনি গোরি। নাগর-শেখর শুতল ধনি-কোরি।। চন্দন চরচিত দহুঁ জন অঙ্গ। দুহুঁ গলে ফুলহার লম্বিত জঙ্ঘ।। বদনে বদন দোঁহার চরণে চরণ। প্রিয় নর্মসখীগণে করয়ে সেবন।। পূরল দুহুঁ জন মন-অভিলাষ। দুহুঁ গান গাওত নরোত্তম দাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ