ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • জতনহু ও রে জতেও ন নিরবহ
    জতনহু ও রে জতেও ন নিরবহ। এ কহ্নু ততেও অঙ্গিরলহ।। সে সবে বিসরু তোঁহে ও রে বিনু হেতু। মরএ মধথহি মকরকেতু।। কপট কইয়ে কত ও রে কহু হিত। বড় বোল ছড় বড় অনুচিত।। মোঞে অবলা বরু ও রে দয় জিব। তরব দুসহ নরি সিব সিব।। ভনই বিদ্যাপতি ও রে সহি লেহ। সুপুরুস বচন পসান রেহ।। keyboard_arrow_right
  • জতনে আয়লি ধনি সয়নক সীম
    জতনে আয়লি ধনি সয়নক সীম। পাওর লিখি খিতি নত রহু গীম।। সখি হে, পিয়া পাস বৈঠহ রাই। কুটিল ভৌঁহ করি হেরইছি কাই।। নবি বর নারি পহিল পিয়া মেলি। অনুনয় করইতে রাত আধ গেলি। কর ধরি বালমু বৈসায়ল কোর। এক পএ কহে ধনি নহি নহি বোর।। কোরে করইতে মোড়ঈ সব অঙ্গ। প্রবোধ ন মানে জনু বাল […] keyboard_arrow_right
  • জতি জতি ধমিঅ অনল
    জতি জতি ধমিঅ অনল অধিক বিমল হেম। রভস কোপ কোপ কএকহু নাগর অধিক করএ পেম।। সাজনি মনে ন করিঅ রোস। আরতি জে কিছু বোলএ বালভু তঁ নহি তহ্নিক দোস।। কত ন তুঅ অনাইতি দরসি কত কএ নহি দীব। ও নহি অনঙ্গ অথিক ভুজঙ্গ পবন পীবি জে জীব।। সরস কবি বিদ্যাপতি গাওল রস নহি অবসান। রাজা […] keyboard_arrow_right
  • জননী অসন বাহন কে ভাসা
    জননী অসন বাহন কে ভাসা সারগ অরি কর সাদে। তে দুহু মিলিত নাম এক দুরজন তেঁ মোহি পরম বিসাদে।। সখি হে রমন ভবন পরবাসী। ঋতুপতি রাএ আএ সংপ্রাপত তেঁ ভউ পরম উদাসী।। সুর অরি গুরু বাহন রিপু তা রিপু তা রিপু অনুখনে তাবে। হরি কপট নপতি তাসু অনুজ হিত সে মোহি অবহু ন আবে।। keyboard_arrow_right
  • জননী দেহি নবমীতম্
    জননী দেহি নবমীতম্। জঠরানল উপ- দহতি কলেবর মনুপালয় সুত পীতম্।। মম নীরস-মুখ- মচিরমপাকুরু দধি বিতরয় নিজডিম্ভে। চলয়তি মৃদু-পর নোহপি তনুং মম ভোজন সময় বিলম্বে।। দশন-বসন-রস- নে নচ রস ইহ জীবয় নিজপরিবারং। সুতমপি লঘুতর- ময়ি মনুষে কিল ধনমতি গুরু দধিসারম্।। অয়ি কঠিনে ময়ি করুণা লবমপি নহি কুরুষে যদি তোকে। সহচর-দীন- বন্ধুরপযশ ইতি- সদসি বদিষ্যতি লোকে।। keyboard_arrow_right
  • জননীরে প্রবোধ বচন কহি পুন
    জননীরে প্রবোধ বচন কহি পুন। নিত্যানন্দ করে তার চরণ বন্দন।। শ্রীবাসাদি সহচরে মিলিলা নিতাই। শ্রীগৌরাঙ্গের কথা শুনি আকুল সভাই।। মুরারি মুকুন্দ দত্ত পণ্ডিত রামাই। একে একে সভা সনে মিলিলা নিতাই।। সকল ভকত মেলি নিতাই লইয়া। গোরাগুণকথা শুনি থির করে হিয়া।। প্রেমদাস বলে মুঞি কি বলিতে জানি। গলায় গাঁথিয়া লই নিতাইচরণখানি।। keyboard_arrow_right
  • জনম গোঙানু দুখে কত বা সহিব বুকে
    জনম গোঙানু দুখে কত বা সহিব বুকে কার আশে নিশি পোহাইব। অন্তরে রহিল ব্যথা কুলশীল গেল কোথা কানু লাগি গরল ভখিব।। ছাড়িনু গৃহের সাধ কানু কৈল পরিবাদ তাহার উচিত ফল পাইনু।। অবলা না গণে কিছু এমতি হইবে পিছু তবে কি এমন প্রেম করে। ভাল মন্দ নাহি জানে পর মুখে যেবা শুনে তেঞি ত অনলে পুড়ি […] keyboard_arrow_right
  • জনমহি গৌরক গরবে গোঙায়লুঁ
    জনমহি গৌরক গরবে গোঙায়লুঁ সো কিয়ে এত দুঃখ সহই। উর বিনু শেজ পরশ নহি জানত সো তনু অব মহি লুঠই।। বদনমণ্ডল চাঁদ ঝলমল সো অতি অপরূপ শোহে। রাহু ভয়ে শশী ভূমে পড়ল খসি ঐছন উপজল মোহে।। পদঅঙ্গুলি দেই খিতি পর লেখই যৈছন বাউরি পারা। ঘন ঘন নয়নে নিঝরে বারি ঝরু যৈছন শাঙনধারা।। খেণে মুখ গোই […] keyboard_arrow_right
  • জনি হুতবহ হবি আনি মেরাওল
    জনি হুতবহ হবি আনি মেরাওল তা সম ভেল বিকার। দুঅও নয়ন তোর বিসম মদন সর শালয় হৃদয় হমার। হরি হরি কাঁ লাগি সুমুখি বিহুসি হসি হেরলহ জীবন পরল সন্দেহ।। পীন পয়োধর অপরুব সুন্দর উপর মোতিম হার। জনি কনকাচল উপর বিমল জল দুই বহু সুরসরি ধার।। ভনই বিদ্যাপতি সুন বর নাগর সবহু হোএত পরকার। রাজা সিবসিংঘ […] keyboard_arrow_right
  • জপ মন অনুক্ষণ গুরুবাক্য প্রেম ধন
    জপ মন অনুক্ষণ গুরুবাক্য প্রেম ধন, হিয়া কুঞ্জে রাখিয়া স্মরণ । প্রেম সায়র প্রেম সিন্ধু, সাঁতারে কর লঙ্ঘন। এ গো মদন তরঙ্গে বসি দিবে আসি দরশন। নিকুঞ্জে বেহার হৈলে বিপিনে করে ভ্রমণ। এ গো বিরহিনী হৈয়া করে স্বরূপের অন্বেষণ। রসিক মহন্ত যেই সাধে সেই রূপ সাধন। এ গো প্রেম ভাবে জপে নাম শ্রীগুরুর সুবচন। শিতালং […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ