ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • জৌঁ হম জনিতহুঁ ভোলা ভেলা ঠকনা
    জৌঁ হম জনিতহুঁ ভোলা ভেলা ঠকনা হোইতহুঁ রাম গুলাম গে মাঈ। ভাই বিভীখন বড় তাপ কৈলহ্নি জপলক রাম কা নাম, গে মাঈ।। পুরূব পছিম একো নহি গেলা অচল ভেলা যহি ঠাম, গে মাঈ। বীস ভুজা দস মাথ চঢ়াওলি ভাঁগ দিহল ভর গাল, গে মাঈ।। এক লাখ পূত সবা লাখ নাতী কোটী সোবরনক দান, গে মাঈ। […] keyboard_arrow_right
  • জ্বলিয়াছে বিচ্ছেদের অনল হারা হইলাম বুদ্ধিবল
    জ্বলিয়াছে বিচ্ছেদের অনল, হারা হইলাম বুদ্ধিবল। বল বল বন্ধুয়ার কথা বল।। প্রাণের বন্ধু যারে বলি, সেত আমায় প্রাণে মাইল। এ গো তবু তারে না দেখিলে ঝুরে আংখি টলমল।। কি করিম কোন লাজে, যাব আমি যোগীর সাজে। এ গো যথা গেলে বন্ধু মিলে তথায় যাব চল চল।। কেহ যদি দেখে শুনে, বলিয়া থাকে ঘরের কোণে। এ […] keyboard_arrow_right
  • জ্বলিল জ্বলিল জ্বলিয়া উঠিল প্রেমেরি আগুনি লেগেছে গায়
    জ্বলিল জ্বলিল জ্বলিয়া উঠিল প্রেমেরি আগুনি লেগেছে গায়। জ্বলিল অঙ্গ জ্বলিল প্রত্যঙ্গ জ্বলে পুড়ে সাঙ্গ হায় হায় হায়।। হৃদয় জ্বলিয়া হয়েছে আলীয়া প্রাণনাথ কালিয়া রহিল কোথায়। ডাকি বারে বারে না চাহিল ফিরে কঠিন কি হয় রে হৃদয় তার।। ধারে নাহি আসে কাছে নাহি বসে ভাল নাহি বাসে সে গো আমায়। বন্ধু শ্যামরায় যার পানে চায় […] keyboard_arrow_right
  • জ্বলে অঙ্গ জ্বলে গো বিষে
    জ্বলে অঙ্গ জ্বলে গো বিষে। কামড় মাইল প্রেম সাপে। কোন সে নাগে, মাইল গো কামড় গুণিন কি তার আছে। ডান অঙ্গে কৈল ভর, বামে বিকাশ জ্বর, জলদি করি নেও মোরে, শ্যাম শ্মশানে যদি পরাণ পচে। ওগো ভোগ বৈদ্য সব দিতে আছি গয়না ঘাটির সব বেচে। যখন অসহ্য হয় প্রেম জ্বালা, জুড়াই শূন্য কসলীর গলা। কোথায় […] keyboard_arrow_right
  • জ্বালার উপর জ্বালা সই
    জ্বালার উপর জ্বালা সই জ্বালার উপর জ্বালা। জলকে যাই পথ না পাই বসন টানে কালা।। সরম কর‍্যা ভরম কর‍্যা বসন দিলাম মাথে। সকল সখীর মাঝে কালা ধরে আমার হাতে।। রস করিতে জানে যদি তবে সে মনের সুখ। গোপত কথা বেকত করে এই সে বড় দুখ।। চলমল্যাকে চতুর বলি হেটমুড়্যাকে জপু। রস জানিলে রসিক বলি নৈলে […] keyboard_arrow_right
  • জ্যৈষ্ঠে প্রচণ্ড তাপ তপত সিকতা
    জ্যৈষ্ঠে প্রচণ্ড তাপ তপত সিকতা। কেমনে বঞ্চিবে প্রভু পদাম্বুজ রাতা।। সোঙরি সোঙরি প্রাণ কান্দে নিশি দিন। ছটফট করে যেন জল বিনে মীন।। ও গৌরাঙ্গ প্রভু হে তোমার নিদারুণ হিয়া। অনলে প্রবেশ করি মরিবে বিষ্ণুপ্রিয়া।। keyboard_arrow_right
  • ঝ. অর্থের ইঙ্গিত
    পদাবলীর কোন পদের অর্থবোধগত উপভোগ একদিনে সমাপ্ত হয় না ৷ জীবনের দশা, প্রকৃতি ও গতি-পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাঠক একটি পদের নব নব সার্থকতা আবিষ্কার করতে পারবেন ৷ ঘষতে ঘষতে যেমন চন্দনের গন্ধের বিস্তার হয়, তেমনি প্রত্যেক উৎকৃষ্ট পদ ধীরে ধীরে পাঠকের মনে নব নব অর্থের বিস্তার করবে ৷ জীবনের অপরাহ্নে যখন জীবন ও ভুবন গেরুয়া […] keyboard_arrow_right
  • ঝ. বড়ু চণ্ডীদাস
    বড়ু চণ্ডীদাসের কৃষ্ণকীর্তন শ্রীচৈতন্যের সময়ে এবং তৎপরবর্তী কালে অপরিচিত ছিল না৷ এই পুস্তকে দানখণ্ড, নৌকাখণ্ড ইত্যাদির পদগুলি অমার্জিত ও রসাভাসদুষ্ট হলেও পদকর্তাদের বিষয়বস্তু ও রচনাভঙ্গী যুগিয়েছিল, এটা বলতে পারা যায় ৷ বিশেষতঃ কৃষ্ণকীর্তনের রাধা-বিরহেই বঙ্গভাষায় পদরচনার সূত্রপাত্র হয়েছে বলতে হবে৷ বড়ু চণ্ডীদাসের ‘কে না বাঁশী বায় বড়ায়ি কালিনী নই কূলে’ ‘যে কাহ্ন লাগিয়া মো আন […] keyboard_arrow_right
  • ঝলক নাচে মোর রঙ্গ শ্যাম
    ঝলক নাচে মোর রঙ্গ শ্যাম। ধু চৌদিকে দেয়ালি দিয়া করতালি রসবতী আনন্দ বিভোর। রূপে ঝলমল নয়ানে কাজল পিষ্টে দোলে পাটকি ডোর। চূড়াটি বানাইয়া বামে টালাইয়া ধেনু চরাইতে যায়। যতেক গোপিনী কাম তরঙ্গিনী সঙ্গে রঙ্গে গীত গায়। কহে ফতে খানী যো হি পাইল ধনি সোহি পুরুখ বর জান। পূরল মনোরথ সকল কলাবত শ্রীআলাওল খান। keyboard_arrow_right
  • ঝাঁপল কনয় ধরাধর জলধর
    ঝাঁপল কনয় ধরাধর জলধর দামিনী জলদ আগোর। নিজ চঞ্চল গুণ জলদে সোঁপি পুন তছু ধৈরয করু চোর।। দেখ সখি অপরূপ বাদর ভেল। নিজপদ পরিহরি দিনমণি সঞ্চারি গিরিবর সান্ধিম গেল।।ধ্রু।। সশবদ ঘনঘন বহই সমীরণ থরকয়ে মোরক পাখ। ভয়ে আকুল ফণী ধরণী ছোড়ি মণি বেড়ি রহল পাঁচশাখ।। ভণ ঘনশ্যামর দাস পুন হেরই সবহুঁ ভেল বিপরীত। উলটল ভূধর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ