ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • তোমার মনের কালী দূর করি
    তোমার মনের কালী দূর করি, কমল পদে রাখ শ্রীহরি। দু নূতন রসে পিরীত করি, ছাড়লে কেনে ও কালা চান্দ, প্রেম আদরি। দয়া মনে নাই কেনে, কোথায় রৈলা পাসরি।। সাধনেতে হৈয়াছে মিলন, দয়া কর ও কালাচান্দ না হইও বিমন । আইস সঙ্গে, মনোরঙ্গে একবার মধুপান করি।। তুমি কালা প্রেম-সখা আমার এ ধন যৌবন কালাচান্দ সকলি তোমার। […] keyboard_arrow_right
  • তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়
    তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়। তোমা বিনে মোর চিতে কিছুই না ভায়।। শয়নে স্বপনে আমি তোমার রূপ দেখি। ভরমে তোমার নাম ধরণীতে লেখি।। গুরুজন মাঝে যদি থাকিয়ে বসিয়া। পরসঙ্গে নাম শুনি দরবয়ে হিয়া।। পুলকে পূরয়ে অঙ্গ আঁখে ঝরে জল। তাহা নিবারিতে আমি হই যে বিকল।। নিশি দিশি বঁধু তোমায় পাসরিতে নারি। চণ্ডীদাস কহে […] keyboard_arrow_right
  • তোমার বদন আমার জীবন
    তোমার বদন আমার জীবন সরবস ধন তুমি। তোমা ধরি চিতে খুঁজিতে খুঁজিতে আসিয়া পাইলাম আমি।। রাই হে কি মোর করম ভাগি। ব্রজের জীবন সবাকার ধন আসিয়া পাইলাম লাগি।। দরিদ্রের মত ফিরিয়ে জগতে চণক মুঠির আশে। তার মাঝে যেন হেম বরিষণ বিধি মিলাওল পাশে।। এত দিনে মোর আশ পূরল ভাঙ্গল মনের ধন্দ। কহে নটবর এ হেন […] keyboard_arrow_right
  • তোমার বাড়ী আইবা নি গো তাইন
    তোমার বাড়ী আইবা নি গো তাইন ললিতার মা সোনা দিদি তোমার বাড়ী আইবা নি গো তাইন। আর তোমার বাড়ী আইতে যাইতে যদি পন্থে পাই, চরণে ধরিয়া দুঃখ কইমু বন্ধের ঠাই। নিতাই খুড়ীর কেটকেটানি জানে নাহি সয়, জলের ঘাটে গেলে মোরে মন্দ সন্দ কয়। ডাকাডাকির কাম নাই দিদি লোকে লাখে শুনে, আসনে বসিয়া রূপ দেখিও ধিয়ানে। […] keyboard_arrow_right
  • তোমার মহিমা সিন্ধু কি বুঝিতে পারি
    তোমার মহিমা সিন্ধু কি বুঝিতে পারি, মাঠে থাক ধেনু রাখ বাজাও মুররী। গগনের সূর শশী রূপের সাগর, সমস্ত নগরে হরি প্রতি ঘরে ঘর।। অতুল মহিমা মাধুরী পূরই মূররী, আলাপনে গৃহ ছাড়ে কুলবতী নারী।। ষোলশত গোপিনী সাজিয়া একবারে, মাঠে গিয়া ভক্তিমনে পূজিল হরিরে। আলিরাজা গাহে প্রেম রস ভক্তি-ভাষ, মাঝে হরি করি গোপী নাচে চারি পাশ।। keyboard_arrow_right
  • তোমার লাগিয়া বন্ধু যত দুখ পাই
    তোমার লাগিয়া বন্ধু যত দুখ পাই। তাহা কি কহিতে আমি পারি ভব ঠাঞি।। একে প্রেম-জ্বালা তাহে গুরুর গঞ্জন। নিরবধি প্রাণ মোর করে উচাটন।। পতি দুরমতি তাহে সদা দেয় গালি। ভাবিতে ভাবিতে তনু ক্ষীণ অতিকালী।। এসব দুখেতে আমি দুখ নাহি গণি। তোমা না দেখিতে পাই বিদরে পরাণি।। শুনিয়া নাগর কহে করি নিজ কোরে। বুক ভাসিয়া গেল […] keyboard_arrow_right
  • তোমারা আর আমায় কালার
    তোমারা আর আমায় কালার কথা ব’লো না। ঠেকে শিখলাম গো কালোরূপ আর হেরব না।। পরলাম কলঙ্কের হার তবু ত ও কালার মন তো পেলাম না।। যেমন রূপ কালো তেয়নি উহার মন কালো প্রেমের কি এই শিক্ষে বেড়ায় ব্যঞ্জন চেখে লজ্জা গণে না। ঘৃণায় মরে যাই, এমন প্রেম আর ক’রবো না।। যেমন চন্দ্রাবলী তেমন রাখাল অলি […] keyboard_arrow_right
  • তোমারে কহিয়ে সখি স্বপন কাহিনী
    তোমারে কহিয়ে সখি স্বপন কাহিনী। পাছে লোকে মাঝে মোর হয় জানাজানি।। শাওন মাসের দে রিমিঝিমি বরিখে নিন্দে তনু নাহিক বসন। শ্যাম বরন এক– পুরুষ আসিয়া মোর মুখ ধরি করয়ে চুম্বন।। বলি সুমধুর বোল– পুন পুন দেই কোল লাজে মুখ রহিলুঁ মোড়াই। আপনা করয়ে পণ সবে মাগে প্রেমধন বলে কিন যাচিয়া বিকাই।। চমকি উঠিয়া জাগি কাঁপিতে […] keyboard_arrow_right
  • তোমারে বুঝাই বন্ধু তোমারে বুঝাই
    তোমারে বুঝাই বন্ধু তোমারে বুঝাই। ডাকিয়া সুধায় মোরে হেন জন নাই।। অনুক্ষণ গৃহে মোরে গঞ্জয়ে সকলে। নিশ্চয় জানিও মুঞি ভখিমু গরলে।। এ ছার পরাণে আর কিবা আছে সুখ। মোর আগে দাঁড়াও তোমার দেখি চাঁদমুখ।। খাইতে সোয়াস্তি নাই নাহি টুটে ভুখ। কে মোর ব্যথিত আছে কারে কব দুখ।। চণ্ডীদাস কহে রাই ইহা না জুয়ায়। পরের বোলে […] keyboard_arrow_right
  • তোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মা
    তোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মা। আমরা চিনেছি তারে বলি মা তোরে, তুই ভাবিস না।। কার্য দ্বারা জ্ঞান হয়েছে অমন চাঁদ নেবেছে ব্রজে, নইলে বিষম কালিদয় বিষের জ্বালায় বাঁচিতে না।। যে ধন বাঞ্ছিত সদায় তোর ঘরে মা সে দয়াময় নইলে কি গো তার বাঁশী-স্বরে ধার ফেরে গঙ্গা।। যেমন ছেলে গোপাল তোমার অমন ছেলে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ