দয়াল হরি কৈ আমার । আমি পড়েছি ভবকারাগারে, আমায় কে করে উদ্ধার।। ষড় রিপুর জ্বালা প্রাণে সহ্য হয় না আর। শত দোষের দোষী বলে, জন্ম দিলে যবন কুলে, বিফলে গেল দিন আমার। আমি কুল ধর্মে পরম ধর্ম ভুলি কত কল্লেম কদাচার।। যদিও তুমি আল্লা খোদা, তুমি লক্ষ্মী তুমি সারদা, সত্ত্ব রজ ত্রিগুণের আধার। তবু হরে […]
keyboard_arrow_right