ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • দয়াল হরি কৈ আমার
    দয়াল হরি কৈ আমার । আমি পড়েছি ভবকারাগারে, আমায় কে করে উদ্ধার।। ষড় রিপুর জ্বালা প্রাণে সহ্য হয় না আর। শত দোষের দোষী বলে, জন্ম দিলে যবন কুলে, বিফলে গেল দিন আমার। আমি কুল ধর্মে পরম ধর্ম ভুলি কত কল্লেম কদাচার।। যদিও তুমি আল্লা খোদা, তুমি লক্ষ্মী তুমি সারদা, সত্ত্ব রজ ত্রিগুণের আধার। তবু হরে […] keyboard_arrow_right
  • দরশন দেহ সুন্দরী রাই
    দরশন দেহ সুন্দরী রাই। তুয়া বিচ্ছেদে দারুণ দুখ পাই।। আকুল বিকল প্রাণ কি হইল শরীরে। কি করি বসিয়া বৃথা কালিন্দীর তীরে।। কি করিব কোথা যাব নাহিক উপায়। রাধার বিহনে মনে আন নাহি ভায়।। দশ দিশ শূন্য দেখি সুমুখী বিহনে। কি কাজ রাখিয়া মোর বিফল জীবনে।। কি ভেলি কোথা গেলি রসবতী গোরি। দেখা দিযা প্রাণ রাখ […] keyboard_arrow_right
  • দরশনে নয়নে নয়নে বহে লোর
    দরশনে নয়নে নয়নে বহে লোর। আপাদ মস্তক দুহুঁ পুলকে আগোর।। সজনী হোর দেখ প্রেম-তরঙ্গ। কত কত ভাবে থকিত ভেল অঙ্গ।।ধ্রু।। দুহুঁকর দেহে ঘাম বহি যাত। গদ গদ কাহুঁ না নিকসয়ে বাত।। দুহুঁজন-কম্প হেরি লাগে ধন্দ। রাধামোহন হেরি পরম আনন্দ।। keyboard_arrow_right
  • দরসনে সসিমুখি মধুর হাস
    দরসনে সসিমুখি মধুর হাস দেখি হেরইতে হরএ গেআনে। করে ধরি কেসপাস পিঅই অধর রস কতএ মলিনি জন মানে। সুন্দরি তোকেঁ বোলও জতন করহ জনু মঅে ন জাএব তা পিআ পাসে। ন দইন দখিন মান, ন মোহ মমত জান। ন রমএ মনোরথ রাখি সূন সঙ্কেত ন দীপ অচেতন কে রব তখুনক সাখি। প্রমোদ কপোতরব কুচকুম্ভ পরিভব […] keyboard_arrow_right
  • দশদিশ নিরমল ভেল পরকাশ
    দশদিশ নিরমল ভেল পরকাশ। সখীগণ মনে ঘন উঠল তরাস।। আম্রে কোকিল ডাকে কদম্বে মউর। দাড়িম্বে বসিয়া কীর বোলয়ে মধুর ।। দ্রাক্ষাডালে বসি ডাকে কপোত কপোতী। তারাগণ সহিতে লুকায় তারাপতি।। কুমুদিনী বদন তেজল মধুকর। পদুমিনী নিকটহু চলল সত্বর।। শারী কহে রাই জাগ চল নিজ ঘর। জাগল সকল লোক নাহি মান ডর।। শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া। […] keyboard_arrow_right
  • দশমি-দশায় বিলাপয়ে বিরহিণি
    দশমি-দশায় বিলাপয়ে বিরহিণি শুনইতে আকুল হোই। কানুক নিকটে চলত তব সো সখি লখই না পারই কোই।। আওল মথুরা নগর যাহাঁ শ্যামর মীলল নিরজন জানি। রাইক শেষ দশা দোতি কহইতে কহই না পারই বাণী।। শুন শুন সুকঠিন শ্যাম। মীলবি নিলজ বরজ-কুল-নাগরি পুছইতে আওলুঁ হাম।। তোহারি বচনে অব কো পাতিয়াওব নিচয়ে কহবি একবোল। সো বর-বিরহিণী কণ্ঠহি জীবন […] keyboard_arrow_right
  • দহএ বুলিএ বলি ভমরি করুনা কর
    দহএ বুলিএ বলি ভমরি করুনা কর আহা দই আই কী ভেল। কোর সুতল পিয়া আন্তরো ন দেঅ হিয়া কে জান কওন দিগ গেল।। অরে কৈসে জীউব মঞেরে সুমরি বালভু নব নেহ।। একহি মন্দির বসি পিয়া ন পুছএ হসি মোরে লেখে সমুদক পার। ই দুই জৌবনা তরুন লাখ লহ সে আবে পরস গমার।। পট সুতি বুনি […] keyboard_arrow_right
  • দহে শ্রীরাধিকার প্রাণ অ শ্যাম কানুর লাগিআ
    দহে শ্রীরাধিকার প্রাণ অ শ্যাম কানুর লাগিআ। ধু এই কুঞ্জবৃন্দাবনে কদমডালে বসি। রাধা রাধা বলিআ সদাএ বাজাএ কানুর বাঁশী। বাঁশীর স্বরে রাধার প্রাণ নিল হরিআ।। মথুরাএ হইয়াছে রাজা শ্রীনন্দের কানাই। কালিন্দীতে প্রেম কর‍্যাছে তাহে মনে নাই। পাইআছে কুবুজা রাণী রৈছে তুলিআ।। গোকুলনগরে ঘোষে রাধা কলঙ্কিনী। ছাড়্যা গেল প্রাণনাথে কৈর‍্যা অনাথিনী। জাতির কুল মান মোর গেল […] keyboard_arrow_right
  • দহে শ্রীরাধিকার প্রাণ, অ সই
    দহে শ্রীরাধিকার প্রাণ, অ সই তোমরা নি দেখেছ নন্দ্যার চান।।ধু ধড়া চূড়া মোহন মুরড়ি তাহাতে, গলে বনমালা চূড়া শুভ্যাছে মাথে।। সোনা মুখে বাজায়ে বাঁশী সদাএ লইআ রাধার নাম।। শূন্য হৈছে ব্রজপুর শূন্য সিংহাসন, সব শূন্য লাগে আমার রসের বৃন্দাবন।। সোনার মন্দির শূন্য দেখি কথ সএ অবলার প্রাণ।। এই দুঃখের দুঃখিনী শ্যামে কৈরাছে মোরে, কাঙ্গালিনীর মত […] keyboard_arrow_right
  • দাঁড়া কানাই একবার দেখি
    দাঁড়া কানাই একবার দেখি। কে তোরে করিল বে-হাল হলি রে কোন্‌ দুখের দুখী।। পরণে ছিল পীত ধড়া, মাথায় ছিল মোহন চূড়া, সে বেশ হইলি ছাড়া বে-হাল বেশ নিলি কোন্‌ সুখী।। ধেনু রাখতে মোদের সাথে আবা আবা ধ্বনি দিতে এখন এসে নদীয়াতে হরির ধ্বনি দেও এ ভাবে কি।। ভুল বুঝি পড়েছে ভাই তোর, আমি সেই ছিদাম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ