ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • অপরূপ রাধামাধব নেহা
    অপরূপ রাধামাধব নেহা। রসবতী বেশ বনাইতে রসময় অবশ ভৈগল দেহা।। পুনহুঁ সম্ভারি নাগরী সাজাইতে ঘন ঘন কর করূ কম্প। কুচযুগ পরশে অবশল তনু মন লোরে নয়ন রহু ঝম্প।। কত অনুবন্ধ করত নব নাগর নাগরী কোরে বসাই। চরণ কমলপর নূপুর পরাইতে গলে গজমোতি খসাই।। ভরমে ভরল তনু চমকি রহল কানু বিনোদিনী বদন নেহারি। যুবতি যতন করি […] keyboard_arrow_right
  • অপরূপ গোরা নটরাজ
    অপরূপ গোরা নটরাজ। প্রকট প্রেম বিনোদ নব নাগর বিহরে নবদ্বীপ মাঝ।। কুটিল কুন্তল গন্ধ পরিমল চন্দন তিলক ললাট। হেরি কুলবতী লাজক মন্দির দুয়ারে দেয়ল কবাট।। করিবর কর জিনি বাহুর সুবলনী দোসরী গজমতি হারা। সুমেরু শিখর যৈছন ঝাঁপিয়া বহই সুরধুনী ধারা।। রাতুল অতুল চরণ যুগল নখমণি বিধু উজোর। ভকত ভ্রমরা সৌরভে আকুল বাসুদেব দত্ত রহু ভোর।। keyboard_arrow_right
  • অপরূপ গোরাচান্দে
    অপরূপ গোরাচান্দে। বিভোর হইয়া রাধার প্রেমে তার গুণ কহি কান্দে।। নয়নে গলয়ে প্রেমের ধারা পুলকে পূরল অঙ্গ। খেনে গরজয়ে খেনে সে কাঁপয়ে উথলে ভাব-তরঙ্গ।। পারিষদ গণে কহয়ে যতনে রাধার প্রেমের কথা। জ্ঞানদাস কহে গৌরাঙ্গ নাগর যে লাগি আইলা এথা।। keyboard_arrow_right
  • অপরূপ গৌরাঙ্গের লীলা
    অপরূপ গৌরাঙ্গের লীলা। সুরধুনী-সিনানে চলিলা।। রাধিকার ভাব হইল মনে। ঘন চাহে কাল জল পানে।। নিজ প্রতিবিম্ব দেখি জলে। কোপিত অন্তরে কিছু বলে।। ঢীট নাগর শ্যাম রায়। আন জন সহিতে খেলায়।। কোপ করি চলে নিজ বাসে। কহে কিছু হরিরাম দাসে।। keyboard_arrow_right
  • অপরূপ চাঁদ উদয় নদীয়াপুরে
    অপরূপ চাঁদ উদয় নদীয়াপুরে তিমির না রহে ত্রিভুবনে। অবনীতে অখিল জীবের শোক নাশল নিগমনিগূঢ় প্রেমদানে।। (আরে মোর) গৌরাঙ্গ সুন্দর রায়। ভকত-হৃদয়- কুমুদ পরকাশল অকিঞ্চন জীবের উপায়।।ধ্রু।। শেষ শঙ্কর নারদ চতুরানন নিরবধি যাঁর গুণ গায়। সো পহুঁ নিরুপম নিজগুণ শুনাইতে আনন্দে ধরণী লোটায়।। অরুণ নয়ান কিয়ে বরুণ-আলয় হেন বরিষয়ে প্রেমসুধা-জল। যদুনাথ দাস বলে জীবের করমফলে প্রসবে […] keyboard_arrow_right
  • অপরূপ দিনহি কুঞ্জ-মণি-মণ্ডপে
    অপরূপ দিনহি কুঞ্জ-মণি-মণ্ডপে শিতল পবন বহ মন্দ। দ্বিজ-কুল-নাদ সুবাদন যৈজন মনমথ–যন্ত্রক ছন্দ।। জয় রাধামাধব মেলি। দুহুঁক প্রেম-লব কো করু অনুভব যবহুঁ সুরত-রস-কেলি।।ধ্রু।। তহিঁ পুন অতিশয় নাগরি আগরি অতয়ে সে নিমিলিত আঁখি। আনন্দ-সিন্ধু-নিবেশহি মোহিত দেয়ই প্রতিঅঙ্গ সাখি।। তহিঁ অতি সুশিতল আনন্দ-নিরঝর পুলক ভরল সব অঙ্গ। চীত-পুতলি জনু কাঁপয়ে ঘন ঘন অদভূত পুন সর-ভঙ্গ।। অনধিন দেহ-দণ্ড পরি […] keyboard_arrow_right
  • অপরূপ পেখলুঁ কানন ওর
    অপরূপ পেখলুঁ কানন ওর। কনকলতায় ধয়ল কিয়ে জোর।। চল চল মাধব করহ পয়ান। দেওল ফল বিহি তোহারি মনমান।। অজানুক রূখ ফলদ্বয় ভেল। কেহো কহে দাড়িম্ব কেহো কহে বেল।। কেহো কহে মাকন্দ ফলল অকাল। কেহো কহে পাকল মনমথ তাল।। গোপাল দাস কহে তহু রসে ভোর। জানলুঁ ফল নহে কনক কটোর।। keyboard_arrow_right
  • অপরূপ ভোজন রঙ্গ
    অপরূপ ভোজন রঙ্গ। ক্ষির সর ছেনা নবনি ঘৃত মোদক খাওত সহচর সঙ্গ।। দাম শ্রীদাম সুবল মধুমঙ্গল অংশুমান অর্জ্জুন নাম। কিংকিণি ভদ্র- সেন বল উজ্জ্বল তোককৃষ্ণ বসুদাম।। কবলিত আধ আধ পুন রাখত অতিশয় সুমধুর জানি। ধর ধর লেহ লেহ বলি বালক বদনে যোগাওত আনি।। শ্যামর অধরে দেই পুন সহচর অধরামৃত করু পান। শ্যামর সঙ্গ রঙ্গরস কৌতুক […] keyboard_arrow_right
  • অপরূপ রথ আগে
    অপরূপ রথ আগে। নাচে গোরারায় সবে মিলি গায় যত যত মহাভাগে।।ধ্রু।। ভাবেতে অবশ কি রাতি দিবস আবেশে কিছু না জানে। জগন্নাথমুখ দেখি মহাসুখ প্রেমেতে মাতিল গানে।। খোল করতাল কীর্ত্তন রসাল ঘন ঘন হরিবোল। জয় জয় ধ্বনি সুর নরমণি গগনে উঠয়ে রোল।। নীলাচলবাসী আর নানা দেশী লোকের উথলে হিয়া। প্রেমের পাথারে সবাই সাঁতারে দুখী যদু অভাগিয়া।। keyboard_arrow_right
  • অপূর্ব কৌশলে খেলা খেলিতেছে শ্যামরায়
    অপূর্ব কৌশলে খেলা খেলিতেছে শ্যামরায়। ধু ধিয়ানে দুর্বিণের কলে নিকুঞ্জে বসিয়া চাইলে। বহুরূপ খেলিতেছে নিমিষেতে দেখা যায়।। কত যে ভঙ্গিমা করে কতরঙ্গে রূপ ধরে। কখন উন্মাদ হইয়া হাসে কান্দে নাচে গায়।। আদালত আসনে বসি আপন গলে দিয়ে ফাসী। কখন গোদারাঘাটে মাঝিরূপে তরী বায়।। থাকে বন্ধু ছিরীপুরে সে দেশ অনেক দূরে। ভাবেতে বিভোর হইলে নিকটেতে পাওয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ