ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • নমিত অলকে বেঢ়লা
    নমিত অলকে বেঢ়লা মুখকমল সোভে। রাহু ক বাহু পরসলা সসিমণ্ডল লোভে।। মদন সরে মুরছলী চির চেতন বালা। দেখিল সে ধনি হে বাসি মালাতি মালা।। কলস কুচ লোটাইলী ঘন সামরি বেনী। কনয় পবয় সূতলী জনি কারি নাগিনী।। ভনে বিদ্যাপতি ভাবিনী থির থাক ন মনে। রাজাহুঁ সিবসিংহ রূপনরাএন লখিমা দেই রমনে।। keyboard_arrow_right
  • নয়ন ছলাছলি লহু লহু হাস
    নয়ন ছলাছলি লহু লহু হাস। অঙ্গ হেরি হেরি গদ গদ ভাষ।। মদন মদালসে নাগর ভোর। শশিমুখী হাসি হাসি করু কোর।। রসবতী নাগরী রসিক বরকান। হেরইতে চুম্বই নাহ বয়ান।। দুহু পুন মাতল দুহু রসহান। বিদ্যাপতি করু সো রস গান।। keyboard_arrow_right
  • নয়ন নোর ঘর বাহর পীছর
    নয়ন নোর ঘর বাহর পীছর সবহু সখী দিঠি নোরে। পিছরি পিছরি খস তৈও সুমুখি ধস মিলন আস মন তোরে।। কি হোইতি হুনি কে জানে। হমর বচন মন ধরিঅ সুজন জন করিঅ ভবন পরখানে।। এত দিন জে ধনি তোহর নাম সুনি পুলকে নিবেদ পরানে।। খনে খনে সুবদনি তথিহু সিথিল জনি নোর ভাসঅ অনুমানে।। মনে মনে বুঝিকহু […] keyboard_arrow_right
  • নয়ন-পুতলী রাধা মোর
    নয়ন-পুতলী রাধা মোর। হৃদি মাঝে রাধিকা উজোর।। মোর সরবস সুবদনী। অব কাহে হইল মানিনী।। আমারে তেজিল কি লাগিয়া। না দেখিয়া ফাটি যায় হিয়া।। যে মোরে তিলেক না দেখিলে। কত যুগ না দেখিলুঁ বোলে।। যে মোর হিয়ার মাঝে থাকি। সদা উঠে চমকি চমকি।। সে ধনী কি মোরে উপেখিল। সে কেমনে পরাণ ধরিল।। এত বিলপয়ে যব কান। […] keyboard_arrow_right
  • নয়নক নীর থির নাহি বান্ধই
    নয়নক নীর থির নাহি বান্ধই ঘন ঘন মেটসি তাই। সচকিত লোচনে জলদ নেহারসি চান্দসি হাত বাঢ়াই।। খেনে ঘর বাহির করসি নিরন্তর খেনে খেনে দশ দিশ হেরি। ময়ূর ময়ূরী সনে হাসি সম্ভাষসি কণ্ঠ হেরসি ফেরি ফেরি।। কেলিকদম্ব পুনহিঁ পুন হেরসি ঘন ঘন তেজসি শ্বাস। কালিন্দী নামে রোই উতরোলসি ভণ ঘনশ্যামর দাস।। keyboard_arrow_right
  • নয়ানে লাগল যারে তারে ভুলা যায় কেমনে
    নয়ানে লাগল যারে তারে ভুলা যায় কেমনে। মন হইয়াছে উন্‌মাদিনী উদাসিনী যার কারণে।। সখি রে, যে যার ডাকাতি করে সে কি তার দরদ জানে, দরদিয়ায় দরদ জানে।। সখি রে, জালে বন্ধি মীনের মত দহে প্রাণি অবরত ঠেকিয়াছি তার প্রেমফাদে।। সখি রে, বনপুড়া বনে হরিণী মনপুড়া আমি রমণী অভিলাষী কালার প্রেমে । সখি রে, ছাওয়াল শা […] keyboard_arrow_right
  • নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ
    (নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ। অনুগত জনেরে না দিহ এত দুখ।।) তুয়া রূপ নিরখিতে আঁখি ভেল ভোর। নয়ন-অঞ্জন তুয়া পরতিত চোর।। প্রতি অঙ্গে অনুখণ রঙ্গ-সুধানিধি। না জানি কি লাগি পরসন্ন নহে বিধি। অলপ অধিক-সঙ্গে হয় বহু-মূল। কাঞ্চন সঞে কাচ মরকত-তূল।। এত অনুনয় করি আমি নিজ-জনা। দুরদিন হয় যদি চান্দে হরে কণা।। রূপে গুণে যৌবনে ভুবনে […] keyboard_arrow_right
  • না কর না কর ধনি এত অপমান
    না কর না কর ধনি এত অপমান। তরুণী হইয়া কেনে একে দেখ আন।। বংশী পরশি আমি শপতি করিয়ে। তোমা বিনা দিবা নিশি কিছু না জানিয়ে।। ফাগুবিন্দু দেখিয়া সিন্দূর বিন্দু কহ। কন্টকে কঙ্কণদাগ মিছাই ভাবহ।। এত কহি বিনোদ নাগর চলিতে চায় ঘর। চণ্ডীদাস কহে রাই কাঁপে থর থর।। keyboard_arrow_right
  • না কহ না কহ সখি না কহিও আর
    না কহ না কহ সখি না কহিও আর। সকল ছাড়িয়া যারে সার করিয়াছি গো সে ত না হইল আপনার ।।ধ্রু।। কুল শীল তেয়াগিয়া যার নাম ধেয়াইয়া জাগি নিশি বসিয়া কাননে। সে জন আমারে ছাড়ি আনে বিলসয়ে গো এত কিয়ে সহয়ে পরাণে।। আমি ত অবলা জাতি আর তাহে কুলবতী আমরা কি প্রেম অনুরাগী। কত প্রেমবতী সনে […] keyboard_arrow_right
  • না জানি ওরে গুণনিধি তুয়া বিনে
    না জানি ওরে গুণনিধি তুয়া বিনে আর নাহি জানি। ধু (কানু) মাঠে থাকে ধেনু রাখে গলে দোলে মালা। তুমি ত সুন্দর রাধে কানু কেনে কালা। হাতে শঙ্খ কানে সোনা পরি মোহন শাড়ী। * * * বলিও বন্ধুর আগে জীবন উপায় চান্দমুখ দরশনে নয়ান জুড়ায়। সৈয়দ মর্তুজা কহে অকূল পাথার। নদীয়া কিনারে থাকি বন্ধু না জানম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ