ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • নিশি অবশেষে জাগি বরজেশ্বরি
    নিশি অবশেষে জাগি বরজেশ্বরি হেরই বালকমুখ চান্দে। কতহুঁ উল্লাস কহই না পারিয়ে উথলই হিয়া নাহি বান্ধে।। আনন্দ কো করু ওর। শুনি ধনি নন্দ গোপেশ্বর আয়ল শিশুমুখ হেরিয়া বিভোর।।ধ্রু।। চলতহিঁ খলত উঠত খেনে গীরত কহি সব গোকুল লোকে। আয়ল বন্দিগণ ব্রাহ্মণ সজ্জন করতহিঁ জাত বৈদিকে।। দধি ঘৃত নবনি হরিদ্রা হৈয়ঙ্গব ঢালত অঙ্গন মাঝে। কহ শিবরাম দাস […] keyboard_arrow_right
  • নিশি অবশেষে সকল সখীগণ
    নিশি অবশেষে সকল সখীগণ রাই কানু সঞে ভোর। নিরমল নয়ন-কমল বহি অবিরত গলতহি আনন্দ লোর।। দেখ দেখ অপরূপ কাজ। বিছুরল গেহ-গমন সভে বূরল মোহ-সরোবর মাঝ।।ধ্রু।। বৃন্দা-দেবি সঙ্কেত-বচন জানি ককুখটি হই উনমাদ। জটিলা-শবদ শুনায়ত উভরোলে শুনইতে ভেল পরমাদ।। সচকিত-লোচনে আন আন মুখ হেরি কুঞ্জসেঁ নিকসে বহার। দাস যদুনন্দন তুরিতহি লেয়ল তহিঁ যত ছিল উপচার।। keyboard_arrow_right
  • নিশি অবসান ভেল সহচরি দেখি
    নিশি অবসান ভেল সহচরি দেখি। জাগল সব জন তহিঁ পরতেকি।। সভে মেলি আওল দুহুঁজন পাশ। ঘূমে বিভোর দুহুঁ হেরি সখি হাস।। হৃদয়ে বেয়াকুল কছু নাহি বোলে। জাগল দুহুঁজন আভরণ রোলে।। উঠি বৈঠল নিজ শয়নক মাঝ। সম্বরু অম্বর পাইয়া লাজ।। সখিগণ দুহুঁজনে কয়ল নিদেশ। ইঙ্গিতে বুঝায়ল নিশি অবশেষ।। কাতর অন্তর দুহুঁমুখ হেরি। বদনহি বচন না নিকশয়ে […] keyboard_arrow_right
  • নিশি দিশি ভাবি ভবনে ধনী রহই।
    নিশি দিশি ভাবি ভবনে ধনী রহই। দারুণ মদন দহনে তনু দহই। সুন্দরী আকুল পরাণ। মরমহি দুঃখ কোই নাহি জান।। ঘন তনু কম্পই কম্পই কাম। মনে মনে সঘনে জপয়ে প্রিয় নাম।। কানু কমল তনু অতুল উজোর। স্মঙরিতে মনহি নয়নে বহ লোর।। সখীগণ পরসে সরস যদি হোই। মনমথ হৃদয়ে বিদারয়ে সোই।। রেণুপর পতই শুতই ক্ষিতি মাঝ। উঠিতে […] keyboard_arrow_right
  • নিশি পরভাত জানি যদুরাজ
    নিশি পরভাত জানি যদুরাজ। অক্রূর আনি কয়ল রথসাজ।। দাম শ্রীদাম সঙ্গে বলরাম। রথ আরোহণ করলহিঁ কান।। অক্রূর সারথি করু আগুসার। সঙ্গে চলল সব গোপ গোঁয়ার।। নন্দমহল কলবর উতরোল। শুনইতে দীনবন্ধু ভেল ভোর।। keyboard_arrow_right
  • নিশি পরভাতে ময়ূর নাহিঁ নাচত
    নিশি পরভাতে ময়ূর নাহিঁ নাচত রোয়ত শুক পিক সারি। নন্দ মহল কল- রব শুনি আকুল ধাওল ব্রজপুরনারী।। সুন্দরি মন্দির-বাহির ভেল। গুরু জনে এক নয়ন পথ-পাঁতরে অপর নয়ন ধনী দেল।। হেরি লই অক্রূর যাওত মধুপুর হেরি পড়ল পরমাদ। কুল-ভয় পরিহরি নাহ হৃদয়ে ধরি অন্তরে উপজএ সাধ।। হৃদয় জানি পুন আওব বলি হরি কর-সঙ্কেত করি গেল। দীনবন্ধু […] keyboard_arrow_right
  • নিশি প্রভাত হৈল পিয়া না আইল ভবনে
    নিশি প্রভাত হৈল পিয়া না আইল ভবনে। মালতীর মালা কেনে গাঁথিলাম যতনে ।। অগুরু চন্দন চুয়া দিব কার গায়। জরজর হৈল তনু নিশি না পোহায়।। কর্পূর চন্দন চুয়া দিব কার মুখে। রজনী বঞ্চিব হাম কারে লয়ে সুখে।। সে নাহ নিঠুর যদি না আইসে ইহা। যমুনার জলে সব দিব ভাসাইয়া।। কার লাগি রাখি ইহা সংযোগ করিয়া। […] keyboard_arrow_right
  • নিশি হৈল শেষ, রে প্রাণের বন্ধু নিশি হৈল শেষ
    নিশি হৈল শেষ, রে প্রাণের বন্ধু নিশি হৈল শেষ। ধু রাত্রি পোসাইয়া যায়, কোকিলে পঞ্চম গায়, নিদ্রাতে পাইয়াছে বড় সুখ। অভাগিনী বসিয়া রে, নিশি গোঞাইলুম, উঠ এবে দেখি চান্দ মুখ।। আমার মাথাটি খাও, উঠ এবে ঘরে যাও, কাকুতি করিয়া বোলি তোরে। রাত্রি প্রত্যুষ হৈলে, লোকে দেখিব তোরে, কলঙ্কিনী করিব আমারে।। কলঙ্ক রাখিলে মোর, ভাল না […] keyboard_arrow_right
  • নিশ্চিতে নি রইলায় রে বন্ধু মথুরা নগর
    নিশ্চিতে নি রইলায় রে বন্ধু মথুরা নগর। তোর মনে এই ছিল ভাব বধিতায় পরাণেরে।। ঘরে বৈরি ননদিনী তনু জর জর। কার ঠাই কহিমু দুঃখ ডাকি যে তোমারে।। কলঙ্কিনী হইলাম রাধে গোকুল নগরে। যৌবন হইল প্রাণের বৈরি দোষ দিমু কারে।। উড়িতে পক্ষ নাইরে রইতে না পারি ঘরে। তুই কালা কেমনে রইলে ছড়িয়া রাধারে।। নিরবধি ঝুরে গো […] keyboard_arrow_right
  • নিশ্বাস ছাড়িতে না দেয় ঘরের গৃহিণী
    নিশ্বাস ছাড়িতে না দেয় ঘরের গৃহিণী। বাহিরে বাতাসে ফাঁদ পাতে ননদিনী।। শুন শুন প্রাণ প্রিয় সই। তুমি সে আমার হও তেঁই তোমায় কই।। বিনি ছলে ছল করি সদাই ধরে চুরি। হেন মনে করি জলে প্রবেশিয়ে মরি।। সতী সাধে দাঁড়াই যদি সখীগণ সঙ্গে। পুলকে পূরয়ে তনু শ্যাম পরসঙ্গে।। পুলক ঢাকিতে নানা করি পরকার। নয়নের ধারা মোর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ