প্রেম করিলে প্রেমানলে সর্বথা জ্বলিতে হয়, প্রেম করা মুখের কথা নয়।। প্রেম করিছে যারা, জী’তে সেই মরা; সুখ-ভোগ-ক্ষিদা-নিদ্রা তেয়াগিছে তারা। কোথায় প্রিয়সী পাব, এই খেদে রয়।। কায়েস নামেতে ছিল এ জগতে, মজনু আশিক হইলা লায়লীর উপরেতে, লোহার শিকল পরে রাজার তনয়।। জোলেখা সুন্দরী ইছুফের পিয়ারী, ধনমান সব দিলা ইছুফের প্রেমে, হারে, রাজার কুমারী হইয়া সন্ন্যাসিনী […]
keyboard_arrow_right