ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • প্রেম করে হারালেম কুলমান
    প্রেম করে হারালেম কুলমান। প্রেম করিলে কাঁদিতে হয় এই হল প্রেমের বিধান। প্রেম না করে ছিলাম গো ভালা, প্রেম করে ঘটালে জ্বালা। সোনার অঙ্গ হইল কালা, গোকুলেতে অপমান। না জাইনে করে পিরিতি, ঘটাইলে কেন দুর্গতি। নিষ্ঠুর প্রেমের কঠিন রীতি, নিদয়া শক্ত পাষাণ। যৌবনের কলি ফুটিলে, ভ্রমর আসে গন্ধ পাইলে। যৌবন কলি শুকাইল, ভ্রমরায় ছাড়ে বাগান। […] keyboard_arrow_right
  • প্রেম দিয়া নিলায়নি ত্যেজিয়া রে বন্ধু কালিয়া
    প্রেম দিয়া নিলায়নি ত্যেজিয়া রে বন্ধু কালিয়া, হায়রে, জানি না বন্ধু কি দোষ লাগিয়া। ধু। তোর লাগি কুল মান গেল জগতে কলঙ্ক রইল, গো হায়রে, তাপিনীরে নিলায়নি বধিয়া, প্রেম করি হইলে ছাড়া, পুরুষ নাই নারীর জোড়া গো হায়রে, প্রাণ থাকিতে জীবনেতে মরা রে বন্ধু । শিশুর হাতে দিয়া কলা বাড়াইলায় পিরিতে জ্বালা, গো হায়রে, কাড়ি […] keyboard_arrow_right
  • প্রেম না জেনে প্রেমের হাটের বুলবুলা
    প্রেম না জেনে প্রেমের হাটের বুলবুলা। ও তার কথায় দেখি ব্রহ্ম-আলাপ, মনে গলদ ষোলকলা।। খাঁদা বাঁধা ভূত-ছাড়ানি সেইটে বড় ভালো জানি। ও তোর সাধুর হাটের ঘুসঘুসানি মিছে সে আলাপনা।। বেশ করে সে বোষ্টমগিরি, রস নাই তার গুমর ভারী। মুখে হরিনামে ডুবায় তরী, তিলক নেয় আর জপের মালা।। তার মন মেতেছে মদন-রসে, সদায় থাকে সেই আবেশে। […] keyboard_arrow_right
  • প্রেমক অঙ্কুর জাত আত ভেল
    প্রেমক অঙ্কুর জাত আত ভেল ন ভেল জুগল পলাসা। প্রতিপদ চাঁদ উদয় জৈসে জামিনী সুখ-লব ভৈ গেল নিরাসা।। সখি হে অব মোহে নিঠুর মধাই অবধি রহল বিসরাই।। কে জানে চাঁদ চকোরিনী বঞ্চব মাধবি মুধপ সুজান। অনুভবি কানু পিরীতি অনুমানিএ বিঘটিত বিহি নিরমান।। পাপ পরান আন নহি জানত কাহ্ন কাহ্ন করি ঝুর। বিদ্যাপতি কহ নিকরুন মাধব […] keyboard_arrow_right
  • প্রেমক অঙ্কুর তুঁহু দেব দেল
    প্রেমক অঙ্কুর তুঁহু দেব দেল। দিনে দিনে বাঢ়ল মহাতরু ভেল।। সো তরুবর অব গিরিফল দেল। তহিঁ তলে মন্মথ এবে করু কেল।। মাধব তুঁহু কি বিসরি বরনারী। বড়ে পরিহরে গুণ দোষ বিচারি।। সরসিজ নয়নে সঘনে বহু নীর। কাজরে পন্থ বিপথ ভরু চীর।। তেঁ কুচ যুগ ধরু কালিম বেশ। মৃগমদে পূজল কনক মহেশ।। keyboard_arrow_right
  • প্রেমক গুন কহই সবকোই
    প্রেমক গুন কহই সবকোই। যে প্রেমে কুলবতি কুলটা হোই।। হম জদি জানিএ পিরীতি দুরন্ত। তব কিএ জাওব পাপক অন্ত।। অব সব বিসসম লাগএ মোই। হরি হরি পিরীতি করএ জনু কোই।। বিদ্যাপতি কহ সুন বরনারি। পানি পিয়ে পিছে জাতি বিচারি।। keyboard_arrow_right
  • প্রেমক গুন কহই সব কোই
    প্রেমক গুন কহই সব কোই। যে প্রেমে কুলবতি কুলটা হোই।। হম জদি জানিএ পিরীতি দুরন্ত। তব কিএ জাওব পাপক অন্ত।। অব সব বিসসম লাগএ মোই। হরি হরি পিরীতি করএ জনি কোই।। বিদ্যাপতি কহ সুন বরনারি। পানি পিয়ে পিছে জাতি বিচারি।। keyboard_arrow_right
  • প্রেমক পুঞ্জরি শুন গুণমঞ্জরি
    প্রেমক পুঞ্জরি শুন গুণমঞ্জরি তুহুঁ সে সকল শুভ-দাই। তোহারি গুণগণ চিন্তই অনুখণ মঝু মন রহল বিকাই। হরিহরি কবে মোর শুভদিন হোয়। কিশোর-কিশোরী পদ সেবন সম্পদ তুয়া সনে মিলব মোয়।। হেরই কাতর জন কুরু কৃপা-নিরখণ নিজ গুণে পূরবি আশে। তুহুঁ নব ঘন বিনু বিন্দু বরিখণে পুনু কো পুরব পিপিয় পিয়াসে।। তুহুঁ সে অগতি-গতি নিশ্চয় নিশ্চয় অতি […] keyboard_arrow_right
  • প্রেমজ্বালা সইব কতদিন
    প্রেমজ্বালা সইব কতদিন। প্রেম করিয়া নিষ্ঠুর কালা ঘটাইয়া গেল দুর্দিন।। কেন বা করিলে দোষী অবলারে ভালবাসি গো। জগতে রহিল হাসি দুঃখিনীর কলঙ্কের চিন।। গলে দিয়া প্রেম ফাঁসি কেন তুই হলে বিদেশী গো। একা একা কাঁদি বসি জল ছাড়া, কি বাঁচে মীন।। জ্বলে মরি প্রেম আগুনে, সহেনা জ্বালা কোমল প্রাণে গো । কে যাবে ঔষধের জন্য […] keyboard_arrow_right
  • প্রেমানল দিয়া হায় রে বন্ধু ছাড়িয়া গেলায়
    প্রেমানল দিয়া হায় রে বন্ধু ছাড়িয়া গেলায় মোরে রে, হায় রে বন্ধু কি বলিমু তোরে। মনে বড় সাধ করি রে হায় রে বন্ধুরে যদি পাই ; চরণে ভকতি দিয়া হায় রে অন্তরে লাগাই। আমি অভাগিনী ডাকি রে বন্ধু হইয়া কাতর, আংখির কাছে থাকি হায় রে বন্ধু না দেও উত্তর, একই ঘরে থাকিয়া হায় রে বন্ধু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ