বাঁশী বাজলে কি আয়রে শশী, বংশী ধ্বনি শুনলে আসে হয়ে মন উদাসী। বাঁশীর মূলে হৃদয় খুলে, কান পাতিল যে জনা, শুনে ধ্বনি মাবুদ্ গণি, কেবলমাত্র শূন্যে বসি। ডাকে বাঁশী শূন্যে বসি, জগজ্জনে বেরিয়ে, প্রাণটি খুলে উত্তর দিলে, গলে লাগে তার ফাঁসি। মন-চোরা দিবে ধরা, ঐ মোহন বাঁশী রবে, বাঁশীর গতি হয়ে পান্থি, উলট কর কালনিশি। […]
keyboard_arrow_right