ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • বিষয়ে সকলে মত্ত নাহি কৃষ্ণনাম-তত্ত্ব
    বিষয়ে সকলে মত্ত নাহি কৃষ্ণনাম-তত্ত্ব ভক্তিশূন্য হইল অবনী। কলিকাল-সর্প-বিষে দগ্ধ জীব মিথ্যারসে না জানয়ে কেবা সে আপনি।। নিজকন্যা-পুত্রোৎসবে ধন-ব্যয় করে সভে নাহি অন্য শুভ কর্ম্মলেশ। যক্ষ পূজে মদ্য মাংসে নানা মতে জীব হিংসে এই মত হৈল সর্ব্বদেশ।। দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি অবতীর্ণ হৈলা গৌড় দেশে। ব্রজরাজ-কুমার সাঙ্গোপাঙ্গে অবতার করাইব এই অভিলাষে।। সর্ব্ব-আগে আগুয়ান […] keyboard_arrow_right
  • বিষেতে জিনিল সর্ব্ব গা
    বিষেতে জিনিল সর্ব্ব গা। গা মোর কেমন করে নাহি চলে পা। প্রেম নহে পিরীতি নহে বাদিয়ার তন্ত্র । কাল সাপে খেদাইলে নাহি শুনে মন্ত্র ।। কোথায় গরল তার কোথা তার বিষে। প্রতি অঙ্গে গরল ভরা জীয়াইবে কিসে।। সৎ ঔষধ তার কদম্বের তলা। জীয়াইতে থাকে সাধ তথা নিয়া পেলা।। জ্ঞানদাসেতে কয় তারে ভাল জানি। জীয়াইতে পারে […] keyboard_arrow_right
  • বিহরতি সহ রাধিকয়া রঙ্গী
    বিহরতি সহ রাধিকয়া রঙ্গী। মধু-মধুরে বৃন্দাবন-রোধসি হরিরিহ হর্ষ-তরঙ্গী।।ধ্রু।। বিকিরতি যন্ত্রেরিত মঘবৈরিণি রাধাকুঙ্কুম-পঙ্কম্। দয়িতাময়মপি সিঞ্চতি মৃগমদ রস-রাশিভিরবিশঙ্কম্।। ক্ষিপতি মিথো যুব- মিথুনমিদং নব- মরুণতরং পটবাসম্। জিতিমিতি জিতিমিতি মহুরভিজল্পতি কল্পয়দতনু-বিলাসম্।। সুবলো রণয়তি ঘন-করতালীং জিতবানিতি বনমালী। ললিতা বদতি সনাতন-বল্লভ- মজয়ত পশ্য মমালী।। keyboard_arrow_right
  • বিহানে উঠিঞা যেই ডাঁড়াইলাম পথে
    বিহানে উঠিঞা যেই ডাঁড়াইলাম পথে। আসি এক গোয়ালিনী ধরিলেক হাথে।। হাসিঞা গোপিনী সব কাল কাল বল্যা। অপমান কর‍্যা কত গাএ দিলে ধূলা।। ঢাকিঞা ক্ষীরের নাড়ু রাখিঞা আঁচলে। বারে বারে দেখাইঞা ধর ধর বলে।। ক্ষীর সর নবনী যাচাঞা দিঞা মোরে। চোর বল্যা কেহো কেহো বান্ধে দুটি করে।। মা বল্যা ডাকিতে চাহি মনে ভয় পাঞা। খরতর ধরে […] keyboard_arrow_right
  • বিহির কি রীতি পিরীতি আরতি
    বিহির কি রীতি পিরীতি আরতি গোরারূপে উপজিল। যাহার এ পতি সেই পুণবতী আনে সে ঝুরিয়া মৈল।। সজনি কাহারে কহিব কথা। নিরবধি গোরা- বদন দেখিয়া ঘুচাব মনের বেথা।।ধ্রু।। সে গোরাগায় কিরণ ছটায় নিন্দয়ে কতেক চাঁদে। গলার রঙ্গণ- কলিকার মালা নারীমনবান্ধা ফান্দে।। বাহু্র বলনি অঙ্গের হেলনি মন্থর চলনিছান্দে। আছুক আনের কাজ কি মদন বিনায়ে বিনায়ে কান্দে।। শ্রবণে […] keyboard_arrow_right
  • বুঝল মোহে হরি বহুত অকার
    বুঝল মোহে হরি বহুত অকার। হিয়া মোর ধস ধস তুহু সে গোআর।। ধিরে ধিরে রমহ টুটুঅ জনু হার। চোরি রভস নহি কর পরচার।। ন দিহ কুচে নখরেখঘাত। কইসে নুকায়ব কালি পরভাত।। ন কর বিঘাতন অধরহি দসনে। লাজ ভয় দুহু নহি তুঅ থানে।। ন ধর কেস ন কর ঢিঠপন। অলপে অলপে করহ নিধুবন।। তোমারে সোঁপলি তনু […] keyboard_arrow_right
  • বুঝলুম কানুক আগমন-সঙ্কেত
    বুঝলুম কানুক আগমন-সঙ্কেত পাশ ভই বান্ধল পরাণ। দুখ দিতে ঐছন দবিহি বড় দারুণ কিয়ে করু ইহ নিরমাণ।। সজনি হোর দেখ দারুণ বিষাদ। আপন মরণ পুন তছু পায় মাগিয়ে হেরইতে রাই উনমাদ।। খেণে উচ রোয়ই খেণে খেণে হোয়ই প্রলপই দীঘ নিশাস।। এ বাড়বানল লাখ অধিক ভেল কত সহুঁ ইহ সুকুমারি। অতুল প্রেম-রিতি ঐছন পরতিতি রাধামোহন বলিহারি।। keyboard_arrow_right
  • বুঝিনু ভাবিনীর ভাব নহে দৈত্য দানো
    বুঝিনু ভাবিনীর ভাব নহে দৈত্য দানো। কদম্বতরুয়াবাসী দেবে কিছু মানো।। সব দেব হাঁকারিয়া কহি শ্রুতিপুটে। কালিয়া কোঙর নামে কাঁপি ঝাঁপি উঠে।। কালিয়া কোঙর সেই বৈসে কদম ডালে। সুকুমারী দেখিয়া পাঞাছে শিশুকালে।। মনে কিছু না ভাবিহ প্রাণে না মারিবে। নিজ পূজা পাইলে আপন ঘরে যাইবে।। নিরবধি কালোছায়া ফিরে সাথে সাথে। কি করিবে মণি মন্ত্র কালা অপঘাতে।। […] keyboard_arrow_right
  • বুঝিয়া তরণী লৈয়া তীরে আইলা শ্যাম
    বুঝিয়া তরণী লৈয়া তীরে আইলা শ্যাম। সফল করিল বিধি পূরল কাম।। নবনী মাখন ছানা যে ছিল পসারে। সকল দিলেন শ্যামনাগরের করে ।। অঞ্জলি অঞ্জলি শ্যাম করেন ভোজন। ভোজন সমাপি শ্যাম কৈল আচমন।। সখীগণ সঙ্গে তবে রসবতী রাই। সেহ লেই ভোজন করু সবে তাই।। ভোজন সমাপি আচমন করু তাই । করযোড়ে শ্যাম আগে কহে ধনী রাই।। […] keyboard_arrow_right
  • বুঢ়ু হু বএস হর বেসন ন ছড়লে
    বুঢ়ু হু বএস হর বেসন ন ছড়লে কী ফল বসহ ধবাই।। ভাগ ভেল সিব চোট ন লগলে কে জান কি হোই আই।। বসহ পড়াএল কে জান কতএ গেল হাড় মাল কী ভেলা।। ফুটি গেল ডামরু ভসম ছিড়িআএল অপথে সঁপতি দুর গেলা।। হমর হটল সিব তোঁহহি ন মানহ অপনা হঠ বেবহারে। সগরা জগত সবহুকাঁএ সুনিঅ ঘরনিক […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ