ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • রাইক নবিন প্রেম সুনি দুতি মুখে
    রাইক নবিন প্রেম সুনি দুতি মুখে মনহি উলসিত কান। মনোরথ কতহি হৃদয় পরিপূরল আনন্দে হরল গেআন।। সজনি বিহি কি পুরায়ব সাধা। কত কত জনমক পুন ফলে মীলব সে হেন গুণবতী রাধা।। এক কহি মাধব তুরিত গমন করু পথ বিপথ নাহি মান। সুন্দরি মনে করি দূতি বদন হেরি মনমথে জরজর প্রান।। ঐছন কুঞ্জে মিলল নব নাগর […] keyboard_arrow_right
  • রাইক নরপতি-বেশ বনায়ত
    রাইক নরপতি- বেশ বনায়ত কুসুম-বিপিনে হরি-রায়। কাঞ্চন-ছত্র দণ্ড তারে দেওল নিজ-করে চামর ঢুলায়।। সখি হে দেখ দেখ রাইক ভাগি। করি অভিষেক যমুনা-জল সুশীতল চলিতহি অনুমতি মাগি।।ধ্রু।। নব নব যৌবনি রঙ্গিনি রসকিনি সারি সারি করিয়া রসায়। কুঞ্জ-সহরে হরি করে নিশান ধরি রাইক দোহাই ফিরায়।। যৌবন-রতন পসার পসারল নব নব নাগরি-ঠাট। চন্দ্রশেখর কহে ওহি গ্রাহক যোহি পাতাওল […] keyboard_arrow_right
  • রাইক পিরীতিবচনে কানু উলসিত
    রাইক পিরীতিবচনে কানু উলসিত লোচনে আনন্দ বারি। শ্রবণে মনোরথ পুলকে পুরল তনু পুন পুন কহে বলিহারি।। রীঝি রীঝি হিয়ে হিয়ায় মিলায়ই কত যে সাধ তছু মরমে। রসভরে মুখে মুখ নিবেশিয়া নাগর রহে রসনারসমিলনে।। অঙ্গহি অঙ্গ মিশাইয়া এক হয়ে প্রেমভরে কছু নাহি জানে। এমন পিরীতি আর কথিহু না পেখিয়ে দুহুঁ এক শকতি বিধানে।। হব গিরিজা জনু […] keyboard_arrow_right
  • রাইক প্রেম হৃদয়ে করি মাধব
    রাইক প্রেম হৃদয়ে করি মাধব ধরণি পড়ল পহুঁ ভোর। উছলি প্রেমজল কণ্ঠরোধ ভেল কহতহিঁ গদ গদ বোল।। সজনী মঝু মনে দারুণ বাধা। গমন-বিলম্ব হেরি করি সংশয় পাছে তনু তেজই রাধা।। এক সখি যাই রাই পরবোধহ শপথ করিএ তুয়া আগে। তেজলুঁ মধুপুর যাওব গোকুল রসবতি পিরীতি সোহাগে।। শুনি সহচরি মা- ধব ব্রজমণ্ডল গমন করল পরতীত। চাতক […] keyboard_arrow_right
  • রাইক বয়স বরণ বেশ সমতুল
    রাইক বয় বরণ বেশ সমতুল সুবল বিনোদিনী সাজ। রন্ধন পরিবেশন গৃহ লেপন অবধি কয়ল সব কাজ।। সুবল রসময় চতুর সুজান। যমুনা-জল-অব- গাহন ছল করি কুঞ্জে করল পয়ান।। গাগরি বারি ঢারি ভরি মোদক পুরি ঝুরি বিবিধ মিঠাই। তাম্বুল কর্পূর লেই চলু খরতর গুরুজন নয়ন ছাপাই।। চঞ্চল বাম নয়ন ঘন চাহনি বাম চরণ গতি মন্দ। ও পদ-পঙ্কজ- […] keyboard_arrow_right
  • রাইক ব্যাধি শুনহ বর কান
    রাইক ব্যাধি শুনহ বর কান। যাহা শুনি গলি যায় দারু পাষাণ।। উঠিছে কম্পের ঘটা বাজিছে দশন। কণ্ঠ ঘড় ঘড় ভেল কি আর ভাবন।। কন্টকীর ফল যেন পুলক-মণ্ডলী। ফুটিয়া পড়ল সব মুকুতার গুলি।। নয়ানের জলে বহে নদী শতধারা। পাণ্ডুর বরণ দেহ জড়িমার পারা।। তুয়া নাম শ্রবণে ডাকিছে কোন সখী। শূনিতে বিকল হিয়া না মেলয়ে আঁখি।। ক্ষীণ […] keyboard_arrow_right
  • রাইক যতনে লেই নিজ অঙ্কে
    রাইক যতনে লেই নিজ অঙ্কে। বৈঠল কানু ললিত পরিযঙ্কে।। অপরূপ দুহুঁকর পহিল বিলাস। হেরইতে সহচরী পরম উলাস।। প্রফুল্লিত তরুকুল বল্লি উজোর। উনমত ভ্রমর ভ্রমই চহুঁ ওর।। নাচত শিখী পিকু কুহরত কীর। মঙ্গলময় ভেল কুঞ্জকুটীর।। নরহরি ঐছে সময়ে সখীপাশ। হেরি পূরব কিয়ে হিয় অভিলাষ।। keyboard_arrow_right
  • রাইক শেষ দশা মধুমঙ্গল
    রাইক শেষ দশা মধুমঙ্গল হেরি কহে সুবলক পাশে। শুনইতে অবহি মুরছি পড়ু ভূতলে রাইক বিরহ হুতাশে।। হরি হরি কিয়ে ইহ দারুণ বাধা। সুবলক শ্রবণে ততহি মধুমঙ্গল ফুকরই রাধা রাধা।। ঐছন শবদ শ্রবণে যব পৈঠল তৈখনে চেতন পাই। দুহুঁ দুহুঁ কণ্ঠ ধরি রোয়ত কো পরবোধক তাই।। কতি খণে ধৈরজ ধরি দুহুঁ আওল মুরছিত বিরহিণি পাশ। হেরইতে […] keyboard_arrow_right
  • রাইক শেষ দশা শুনি গদগদ
    রাইক শেষ দশা শুনি গদগদ নাগর ভেল বিভোর। কহইতে কণ্ঠ- শবদ নাহি নিকসই ঝর ঝর লোচনলোর।। সজনি তুরিতহি করহ পয়াণ। কাতরে নাগর এতহিঁ নিদেশল সঘনে ঝরয়ে দু নয়ান।। এতহুঁ বচন যব সো সখি শুনল তৈখনে করল পয়াণ। মুরছিত রাই কুঞ্জে যাহাঁ লূঠয়ে যাই মিলল সোই ঠাম।। উঠ উঠ সুন্দরি বিরহ দূরে করি কানু মিলত তুয়া […] keyboard_arrow_right
  • রাইকো নবিন প্রেম সুনি দুতি মুখে
    রাইকো নবিন প্রেম সুনি দুতি মুখে মনহি উলসিত কান। মনোরথ কতহি হদয় পরিপূরল আনন্দে হরল গেআন।। সজনি বিহি কি পুরায়ব সাধা। কত কত জনমক পুন ফলে মিলব সে হেন গুণবতী রাধা।। এত কহি মাধব তুড়িত গমন করু পথ বিপথ নাহি মান। সুন্দরি মনে করি দূতি বদন হেরি মনমথে জর জর প্রান।। ঐছন কুঞ্জে মিলন নব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ