ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • রাধা বড় অভিমানী শুনিতে নারে তোমার বাণী
    রাধা বড় অভিমানী শুনিতে নারে তোমার বাণী ঢুঁড়ি আইলাম দেখি তার রঙ্গ। তাহার বচন শুনি বুঝিলাম অনুমানি না হবে না হবে তোমা সঙ্গ।। শুনিয়া সুবলের কথা মরমে পাইয়া বেথা কান্দে কানু করিয়া করুণা। হেদে রে সুবল ভাই আমি প্রাণে জীব নাই রাই মোরে করিল বঞ্চনা।। শ্রীমতীর কথা শুনি ভূমে পড়ে নীলমণি করের বংশী লোটায় ধরণী। […] keyboard_arrow_right
  • রাধা মাধব বিলসই কুঞ্জক মাঝ
    রাধা মাধব বিলসই কুঞ্জক মাঝ। তনু তনু সরস পরশ-রস পীবই কমলিনি মধুকর-রাজ।।ধ্রু।। সচকিতে নাগর কাঁপই থর থর শিথিল হোয়ল সব অঙ্গ। গদ গদ কহয়ে রাই ভেল অদরশ কবে হোয়ব তছু সঙ্গ।। সো ধনি-চাঁদ-বয়ন কিয়ে হেরব শুনব অমিয়াময় বোল। ইহ মঝু হৃদয় তাপ কিয়ে মেটব সোই করব কিয়ে কোল।। ঐছন কতহুঁ বিলাপই মাধব সহচরি দূরহি হাস। […] keyboard_arrow_right
  • রাধা রাধা বলি নাগর পড়ে ভূমিতলে
    রাধা রাধা বলি নাগর পড়ে ভূমিতলে বাহু পসারিয়ে সুবল শ্যাম নিল কোলে।। হায় আমি চাঁপার মালা কেন গলে দিলাম। চম্পক বরণী রাধা মনে পড়াইলাম।। ধীরে ধীরে রাধা নাম জপে কৃষ্ণ কানে। রাধা নাম শ্রবণেতে পাইল চেতনে।। রাধা আনি দিব আমি সুবল বলিল। যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িল।। keyboard_arrow_right
  • রাধা সখি জলকেলিষু নিপুণা
    রাধা সখি জলকেলিষু নিপুণা। খেলতি নিজকুণ্ডে মধুরিপুণা।।ধ্রু।। কুচ-পট-লুণ্ঠন-নির্ম্মিত-কলিনা। আয়ুধ-পদবী-যোজিত-নলিনা।। দৃঢ়-পরিরম্ভণ-চুম্বন-হঠিনা। হিম-জল-সেচন-কর্ম্মণি কঠিনা।। সুখ-ভর-শিথিল-সনাতন-মহসা। দয়িত-পরাজয়-লক্ষণ-সহসা।। keyboard_arrow_right
  • রাধা-বদন হেরি কানু আনন্দা
    রাধা-বদন হেরি কানু আনন্দা। জলনিধি উছলই হেরইতে চন্দা।। কতহুঁ মনোরথ কৌশল করি। কুসুম শরে রাই কানু অসম্বরি।। পুলকে পূরিল তনু হৃদয়ে উল্লাস। নয়ন ঢুলাঢুলি আধ আধ হাস।। দুহুঁ অতি বিদগধ অতুলন লেহা। রসের আবেশে বিছুরল নিজ দেহা।। হার টুটল পরিরম্ভন বেলি। মৃগমদ চন্দন সব দূরে গেলি। খসল কুসুম কেল দুহুঁ অতি ভোর। নীলমণি কাঞ্চন জড়িত […] keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণ প্রাণ মোর যূগল কিশোর
    রাধাকৃষ্ণ প্রাণ মোর যূগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর।। কালিন্দীর তীরে কেলি কদম্বের বন। রতন বেদীর পর বৈসে দুইজন।। শ্যামগৌরি অঙ্গে দিব চূয়া চন্দনের গন্ধ। চামর ঢুলাব কবে হেরি মুখচন্দ।। গাঁথিয়া মালতীর মালা দিব দোহাঁর গলে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে।। কৃষ্ণচৈতন্য প্রভুর দাস অনুদাস। নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ।। keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণ নিবেদন এই জন করে
    রাধাকৃষ্ণ নিবেদন এই জন করে। দুহে দুহা রসময় সকরুণ হৃদয় অবধান কর নাথ মোরে।। হে কৃষ্ণ গোকুলচন্দ্র গোপিজনবল্লভ হে কৃষ্ণ-প্রেয়সী-শিরোমণি। হেমগৌরি শ্যামগাএ শ্রবণে পরশ পায় গান শুনি জুড়ায় পরাণি।। অধম সুর্গতি জনে কেবল করুণা মনে ত্রিভুবনে এ যশ খিয়াতি। শুনিঞা সাধুর মুখে শরণ লইল সুখে উপেখিলে নাহি মোর গতি।। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে […] keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণ প্রেমরস জলনিধি দুর্গম
    রাধাকৃষ্ণ প্রেমরস জলনিধি দুর্গম অতিশয় গভির বিথার। অজভব ব্যাস শেষ শুক নারদ মুণিগণ না পাওল পার।। হরি হরি ইহ রস কো অবগাহ। যো রসে নিমগন সঘনে বৃন্দাবন আপে না বুঝল নাহ।। শ্রীজয়দেব বিদ্যাপতি কবিকুল রসিক ভকতগণ মেলি। পদপঙ্কজ মকরন্দে মাতাওল ভকত ভ্রমর মাতি গেলি।। রূপ স্বরূপ সনাতন ব্রজজন চরণ শরণ করু আশা। নটবর দাস কহে […] keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণ সেবঁ মুঞি জীবনে মরণে
    রাধাকৃষ্ণ সেবঁ মুঞি জীবনে মরণে। তাঁর স্থান তাঁর লীলা স্মরঁ রাত্রিদিনে ।। যেখানে যে লীলা করে যুগল কিশোর। সখীর সঙ্গিনী হঞা তাহে হব ভোর।। শ্রীরূপমঞ্জরী পদ সেবঁ নিরবধি। তাঁর পাদপদ্ম মোর মন্ত্র ঔষধি। শ্রীরূপমঞ্জরী সখি মোরে কর দয়া। অনুক্ষণ দেহ মোরে পাদপদ্ম ছায়া।। শ্রীরূপমঞ্জরী দেবি কর অবধান। অনুক্ষণ করোঁ তুয়া পাদপদ্ম ধ্যান।। বৃন্দাবনে নিত্য নিত্য […] keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণতনুমন উৎকণ্ঠাতে নিমগন
    রাধাকৃষ্ণতনুমন উৎকণ্ঠাতে নিমগন নানা যত্নে মিলন দোহাঁর। অন্যোন্য দরশনে বিবিধ বিকার গণে অঙ্গে পরে ভাব অলংকার।। বাম্য হর্ষ চপলতা নানা নর্ম্ম সুখকথা অঙ্গভঙ্গী ভ্রুনেত্র চালন। বংশী হৃতি ফাগু খেলা তবে কৈল দোলালীলা তবে মধুপান লীলাগণ।। তবে হৈল রতিলীলা তার পাছে অম্বুলীলা অঙ্গ বেশ ভোজন শয়ন। শুকপাঠ পাশা খেলা সূর্য্যপূজা আদি লীলা আনন্দসমুদ্রে নিমগন।। রাধাকৃষ্ণ সখী […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ