ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • শুন বর নাগর চতুরহি কান
    শুন বর নাগর চতুরহি কান। তোহারি বচন হাম কিছুই না জান।। পর ধন দেখিয়া যো হোয়ত লোভী। তাকর বচন তুহুঁ মোহে কহবি।। যাকর সম্বল নাহি বট দুই । ত্রিভুবন দান করল পরে সোই।। নিশ্চয় বুঝায়বি এহি বচন। রসিক জন কাহে কাক বরণ।। রোহিণীনন্দন কহে শুনহ মুরারি। ছন্দবন্ধে তুহুঁ ধনীকে না পারি।। keyboard_arrow_right
  • শুন মাধব কি কহব রাইক তাপ
    শুন মাধব কি কহব রাইক তাপ। কত বেরি মুরছই কত বেরি বিলপই কতবিধ করত প্রলাপ।। খেণে অছু কহই দেখ ইহ শ্যামর মথুরা-নাগর ধূত। উঠি বেগে বান্ধহ ললিত-মুকুতা-পাশে নাহি যায় করিয়া আকূত।। ঐছন কতবিধ করু তুয়া অনুভব প্রেমহি কত উনমাদ। হেরইতে ঐছন কান্দয়ে সখিগণ কত কত করত বিষাদ।। এ সব বিপতি সময় ব্রজনন্দন যাই সকল করু […] keyboard_arrow_right
  • শুন রসময় সদয় হৃদয়
    শুন রসময় সদয় হৃদয় আমি সুকঠিন বামা। বিরহ পাবক মাঝারে ধাবক হইলুঁ ফেলিলুঁ তোমা।। আমি মরি মরি মূঢ় সে পামরী দিয়েছি অসুখ নানা। মোর শিরে হাত দিয়ে প্রাণনাথ সকলি করহ ক্ষেমা। শুন তুহুঁ যদি লাখ কুলবতী বিলাসে পাওসি সুখ। মোর সুখ তাতে কোটি গুণ হৈতে নাহি নাহি কিছু দুখ।। এক ভিখ মাগি সরলে কহবি না […] keyboard_arrow_right
  • শুন লো বড়াই বুড়ি তুমি সে নাটের গুঁড়ি
    শুন লো বড়াই বুড়ি তুমি সে নাটের গুঁড়ি আনিয়া করিলি পরমাদ। মোর মনে যত ছিল সকলি বিফল হৈল দূরে গেল ঘর যাবার সাধ।। দু কূলে বহিছে বায় কাঁপিছে রাধার গায় নন্দ-সুত নবীন কাণ্ডারী। তরণী নবীন নয় ভার দিতে করি ভয় ভাঙ্গা নায় বসিতে না পারি। হাসি বলে গোবিন্দাই পার হবে ভয় নাই অশ্ব গজ কত […] keyboard_arrow_right
  • শুন শুন প্রেমবিনোদিনী সাই।
    শুন শুন প্রেমবিনোদিনী সাই। কানু রসিক যৈছে কি কহব তুয়া আগে ঐছন দেখি শুনি নাই।।ধ্রু।। কপূর বাসিত তাম্বুল লেই নিজ করে যতনে দেই মঝু বয়ানে। সো শেষ লেই শির হৃদয়ে বুলাওই পানি ভরল দুহুঁ নয়ানে।। গদগদ বচন পুলক ভেল সব তনু যুগল চরণমম পরশে। খণে কম্পই খণে ঝম্পই পুনপুন কি কহব আরতি বিশেষে।। খণে কহে […] keyboard_arrow_right
  • শুন শুন মাধব বিদগধ রাজ
    শুন শুন মাধব বিদগধ রাজ। ধনি যদি দেখবি না সহে বেয়াজ।। নব কিশলয় দলে সুতলি বর নারি। বিষম কুসুম শর সহই না পারি।। হিম কর চন্দন পবন ভেল আগি। জীউ ধরয়ে তুয়া দরশন লাগি।। কতহু যতনে কহে আখর আধ। না জানিয়ে আজু কি ভেল পরমাদ।। নরোত্তম দাস-পহুঁ নাগর কান। রসিক কলাগুরু তুহুঁ সব জান।। keyboard_arrow_right
  • শুন শুন এ মনোমোহন কান
    শুন শুন এ মনোমোহন কান সো বিধুবদনী চকিতে তুয় মাধুরি হেরইতে হরল গেয়ান।। বিগলিত বেশ বসন নাহি সম্বরু পুলকবলিত প্রতি অঙ্গ। সখী সহ আন বচন নাহি অনুখণ কহই তুয়া পরসঙ্গ।। ধরই ধিয়ানে প্রাণ নিরমঞ্ছই বিঘটল কুলভয় লাজ। খণে কত বেরি করই ঘর বাহির বিসরিত গুরজন কাজ।। খঞ্জন নয়ন ঝরই দিন যামিনী উপজল নিরুপম নেহ। নরহরি […] keyboard_arrow_right
  • শুন শুন ওগো পরাণ সজনি
    শুন শুন ওগো পরাণ সজনি বলিয়ে মরম বেথা। রাখিবে গোপনে না কহিবে আনে এ অতি লাজের কথা।। অলপ রজনী কি জানি কি খেণে শুতিলু অলস দে। কিবা অপরূপ স্বপনে দেখিলুঁ না জানি নাগর কে।। কিশোর বয়েস রসময় বপু জলদ জিনিয়া রূপ। চাঁদমুখে হাসি খসয়ে অমিয়া কি নব মদন ভূপ।। বরিষয়ে খর- তর শর অতি চঞ্চল […] keyboard_arrow_right
  • শুন শুন ওগো সই
    শুন শুন ওগো সই দণ্ড দুইচাইর রাইতে। দাদা ঘর নাই—গেলাম বউয়ের কাছে শুইতে।। প্রদীপ লৈয়া ঘর ঢুকিলাম (সুধাইলাম) তোর কোলে কে। ঢাক করিয়া বোলে তোমার দাদা আস্যাছে।। দাদা আমার শুইয়া আছে আমি মরি ডাক্যা। বুকের ভিতর কর‍্যা রাখ্ছে‌ বসন দিয়া ঢাক্যা।। বসন খুল্যা দেখ্‌লাম যদি নন্দের ঘরের কানু। ধরব বল্‌তে দৌড়া পলায় কাড়্যা রাখ্যাছি বেণু।। […] keyboard_arrow_right
  • শুন শুন গুণবতি রঙ্গিণি রাই
    শুন শুন গুণবতি রঙ্গিণি রাই। তোহে হেরি হিয় বিকল মাধাই।। তুহুঁ কি কহলি দিঠি অঞ্চলে তায়। তবধরি আন স্বপনে নাহি ভায়।। তুয়া তনু অনুখণ করই ধিয়ান। সো সুপুরুষবর হরল গেয়ান।। কহইতে উনমত তুয়া পরসঙ্গ। কাঁপই ঘনঘন ঘন যিনি অঙ্গ।। তেজই নিশাস না নিসরই বাত। লোচন ছলছল জল বহি যাত।। নরহরি নিছনি ঐছে অনুরাগি। পেখহ যাই […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ