ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সজনি কি আর লোকের ভয়
    সজনি, কি আর লোকের ভয়। ও চাঁদ বদনে, নয়ন ভুলিল, আর মনে নাহি লয়।। অপযশ ঘোষণা যাক দেশে দেশে, সে মোর চন্দন চূয়া।। শ্যামের রাঙা পায় এ তনু সঁপেছি, তিল তুলসীদল দিয়া।। কি মোর সরম, ঘর ব্যবহার তিলেক না সহে গায়। জ্ঞানদাস কহে, এ তনু নিছিনু শ্যামের ও রাঙা পায়।। keyboard_arrow_right
  • সজনি অদভুত প্রেমক রীত
    সজনি অদভুত প্রেমক রীত। তিরযক জঙ্গম ইহ নাহি জানত কহতহিঁ কত বিপরীত।। তুহুঁ অতি নিরমল অন্তর কোমল পরম-হংস দয়াশীল। হাম সব দুখিনী তাহে অবলা গণি পিয়ক বিরহ হৃদি কীল।। যো হরি গোপিগণ বিসরি রহল পুন মথুরা নগরহিঁ ভোর। এ সব আধি- পয়োধি-বর তো বিনু কো জন অব করু ওর।। যো কিছু বচন হৃদয়ে অবধারণ করি […] keyboard_arrow_right
  • সজনি ও কে নাগর তরুমূলে
    সজনি ও কে নাগর তরুমূলে। এতদিন নাহি জানি লোকমুখে নাহি শুনি হেন জন আছয়ে গোকুলে।।ধ্রু।। মুরলীর আলাপনে পবন রহিয়া শুনে যমুনায় বহয়ে উজান। না চলে রবির রথ বাজী নাহি পায় পথ দরবয়ে দারু পাষাণ।। রমণীরমণবর গতি মদমন্থর মনোহরের মনোহর বেশ। মৃগমদ চন্দন তনু ঘন লেপন পরিমলে ভুলায়ল দেশে।। শুনিয়া মুরলীধ্বনি ধ্যান ছাড়ে যত মুনি জপ […] keyboard_arrow_right
  • সজনি ও না মোর কে
    সজনি ও না মোর কে ? ক্ষেণেক দাঁড়ায়ে শুনিঞা যাও বাঁশী কেনে দুখ দে।। কানুর বাঁশীটি দুপুরিয়া ডাকাতি সরবস হরি নিলে। হিয়া ধকধকি পরাণ পাগলী কে মোরে এমতি কৈলে।। এমতি বেভার না বুঝি তাহার পিরীতি যাহার সনে। বেকতি করিয়া কেনে না বুঝিলে এমতি করিলে কেনে।। দোষ পরিহর বাঁশীটি সম্বর মুই হব তব দাসী। চণ্ডীদাস বোলে […] keyboard_arrow_right
  • সজনি ও বড় বিষম প্রেমজ্বালা
    সজনি ও বড় বিষম প্রেমজ্বালা। তা সনে না কৈয় কথা যার বরণ কালা।।ধ্রু।। যদি বা কহিবে কথা পাষাণে বান্ধ হিয়া। তিলে তিলে দণ্ডে দণ্ডে মরিবে ঝুরিয়া।। যে না জানে পিরীতি সে জন আছে ভাল। হাসিয়া পিরীতি করি কান্দি জনম গেল।। যদুনাথ দাসে কহে এই বোল বটে। কুলের অঙ্গার প্রেম ছুঁলে জ্বলি উঠে।। keyboard_arrow_right
  • সজনি কি কব মনের দুখ
    সজনি কি কব মনের দুখ। পিয়া পরবাসে গেল দূর দেশে সোঙরি বিদরে বুক।।ধ্রু।। মদন দুরন্ত সময় বসন্ত থির নহে মঝু হিয়া। কি করি রহিব চিত নিবারিব পাসরিয়া সেই পিয়া। পল গুণি গুণি না যায় দিবস যামিনী হইল কাল। ভুজঙ্গ সমান হায়-আভরণ দংশয়ে মালতী-মাল।। রাইয়ের বচন শুনি সখীগণ পরাণ বিকল করে। নিমানন্দ ভোরা চলিব মথুরা আনিতে […] keyboard_arrow_right
  • সজনি কি হেরলুঁ নাগর কান
    সজনি কি হেরলুঁ নাগর কান। কানড় কুসুমতুল নীলমণি ঢল ঢল বরণ চিকণ অনুপাম।। নবীন নীরধর কিয়ে মরকত বর কি মোহন দরপণ ভান। লাখ লাখ যুবতি দিবস নিশি আরতি হেরই নহ পরিমাণ।। চরণ কমল ছবি লজ্জিত শশী রবি নিরুপম ও মুখচাঁদ । কনক জড়িত মণি- কুণ্ডল শ্রুতি বনি তিলক তরুণীমন ফাঁন্দ।। কুসুম রচিত কেশ মোহন চূড়ার […] keyboard_arrow_right
  • সজনি কি হেরিনু যমুনার কূলে
    সজনি, কি হেরিনু যমুনার কূলে। ব্রজ-কুল-নন্দন হরিল আমার মন ত্রিভঙ্গ দাঁড়াঞা তরুমূলে।। গোকুল নগরমাঝে আর যত নারী আছে তাহে কোন না পড়িল বাধা। নিরমল কুলখানি যতনে রেখেছি আমি বাঁশী কেনে বলে রাধা রাধা।। মল্লিকা-চম্পক-দামে চূড়ার টালনী বামে তাহে শোভে ময়ূরের পাখে। আশেপাশে ধেয়ে ধেয়ে সুন্দর সৌরভ পেয়ে অলি উড়ি পড়ে লাখে লাখে।। সে শিরে চূড়ার […] keyboard_arrow_right
  • সজনি কি হেরিলুঁ ও মুখশোভা
    সজনি কি হেরিলুঁ ও মুখশোভা। অতুল কমল সৌরভ শীতল তরুণীনয়ন অলিলোভা।।ধ্রু।। প্রফুল্লিত ইন্দী- বর বরসুন্দর মুকুরকান্তি মনমোহা। রূপ বরণিব কত ভাবিতে থকিত চিত কিয়ে নিরমল ছবি শোহা।। বরিহা বকুলফুল অলিকুল আকুল চূড়া হেরি জুড়ায় পরাণ। অধর বান্ধুলীফুল শ্রুতি মণিকুণ্ডল প্রিয় অবতংস বনান।। হাসিখানি তাহে ভায় অপাঙ্গ ইঙ্গিত চায় বিদগধ মোহন রায়। মুরলীতে কিবা গায় শুনি […] keyboard_arrow_right
  • সজনি কুদিন সুদিন অব ভেল
    সজনি কুদিন সুদিন অব ভেল। চির দিনে মাধব মন্দিরে আওল চিরদুখ অব দুর গেল।। ব্রজভূমে যত তরু তারা সব মঞ্জরু কুসুম হউক বিকশিত। লইঞা কমল-গন্ধ পবন বহুক মন্দ মদন হউক উপনীত।। কোকিল কল কল গীত সুমঙ্গল শুক কুর পঞ্চম গান। ময়ূর ময়ূরীগণ অব করু নর্ত্তন অলি চলু কমলিনী ঠান।। তড়িত–জড়িতে ঘন করু অব বরিষণ গগনে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ