ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সহন না যাএ দুঃখ, সহন না যাএ
    সহন না যাএ দুঃখ, সহন না যাএ। যৌবন চলিয়া গেল পিয়া না বোলাএ।। ধু সব নারী পিয়া সনে করে আনন্দিত। আমার মন্দিরে পিয়া কেন রে বঞ্চিত।। বদন (বেদন ?) হুতাশে দহে কিবা রাত্র দিন। হেরিতে পিয়ার পন্থ আঁখি হৈল ক্ষীণ। আজু কালুকা করি দিন গেল বইয়া । না ভজিলাম পিয়া মোর যৌবন ভেটিয়া।। এবাদোল্লা কহে […] keyboard_arrow_right
  • সহন না যায় দুঃখ আর বন্ধুর লাগি
    সহন না যায় দুঃখ আর বন্ধুর লাগি। ধু হাহা হরি কি করিলা , অবলারে ভুলাইলা, ভঙ্গিমা করিয়া প্রেম ছলে। নানাগীত যন্ত্র শুনি, কুলবধূ উদাসিনী, হইয়া পড়িনু তোর ভোলে।। তোমার কঠিন প্রাণি, ত্যজি ভজমন রাণী, ছাপাইলা কোন দোষ নাই। কামিনীর কান্ত বিনে, লক্ষ্য নাই ত্রিভুবনে, বেয়াকুল কানুরে হারাই।। হীন আলি রাজা গায়, ভজ রাণী রাঙ্গা পায়, […] keyboard_arrow_right
  • সহস রমনি সৌঁ ভরল তোহব হিয়
    সহস রমনি সৌঁ ভরল তোহর হিয় করু তনি পরসি ন ত্যাগে। সকল গোকুল জনি সে পুনমতি ধনি কি কহব তহ্নিক ভাগে।। পদজাবক হৃদয় ভিন অছ অরু করজ খত তাহে। জাহি জুবতি সঙ্গে রঅনি গমৌলহ ততহি পলটি বরু জাহে।। নয়নক কাজর অধরেঁ চোরাওল নয়ন অধরকহু রাগে। বদলল বসন নুকাওব কত খন তিলা এক কৈতব লাগে।। বড় […] keyboard_arrow_right
  • সহি হে মন্দ প্রেম-পরিনামা
    সহি হে মন্দ প্রেম-পরিনামা। বরাক জীবন কয়ল পরাধীন নাহি উপকার একঠামা।। ঝাঁপল কূপ লখই না পারল জাইত পড়লহুঁ ধাই। তখনক লঘু-গুরু কছু না বিচারলুঁ অব পাছু তরইতে চাই।। মধু সম বচন প্রেম সম মানুখ পহিলহুঁ জানন ন ভেলা। অপন চতুরপন পর হাতে সোঁপলু হৃদিসে গরব দূরে গেলা।। এত দিন আন ভানে হম আছলুঁ অব বুঝলু […] keyboard_arrow_right
  • সহিমু কথ বিরহ আগুনি
    সহিমু কথ বিরহ আগুনি। ধু জবে করি রোষ তবে হৈবে দোষ তে কারণে বসি শুনি। কহিলে এ হএ আনলে বাহিরে দএ পিছে লাগি আছে শনি।। মোহাম্মদ হাসিমে কহে গুরুজনের ভয়ে মুখে ন আইসএ বাণী। কহিলে এ কথা মনে লাগে বেথা অকীর্তি হইবে জানি।। keyboard_arrow_right
  • সাঁই আমার কখন খেলে কোন্‌ খেলা
    সাঁই আমার কখন খেলে কোন্‌ খেলা। জীবের কি সাধ্য আছে তাই বলা।। কখনো ধরে আকার, কখনো হয় নিরাকার। কেউ বলে সাকার, কেউ নিরাকার, অপার ভেবে হই ঘোলা।। অবতার অবতারী সে তো স্বভাবে তারি। দেখো জগৎ ভরি এক চাঁদে হয় উজলা।। ভাণ্ড বেভাণ্ড মাঝে সাঁইবিনে কি খেল আছে। লালন কয় নাম ধরেছে কৃষ্ণ করিম কালা।। keyboard_arrow_right
  • সাজ এ কুমারী পরম সুন্দরী
    সাজ এ কুমারী পরম সুন্দরী শ্যাম উদ্দেশে গমনা। সব সখী নাগরী কুমারীক বেঢ়ি করএ বিবিধ সাজনা। লইয়া চাচরি বিনি জটা ছিরি সঞ্জোগে ত্রিপ্যাঁচ গুণনা। মুক্তামালা ছড়া গুন্থিল লড়া লড়া বিনি ফাঁসে কৈল গোপনা। সিন্দূর প্রচুর যেন প্রাতঃ সূর স্থির-স্বর্ণ-প্রায় শোভনা। খাচামত বলি শাড়ি গঙ্গাজলি সুন্দরী করিলা ভূষণা। গাএত পঞ্চম শব্দ মনোরম নূপুর রুনু ঝনু বাজনা। keyboard_arrow_right
  • সাঁজ হৈল বেলা গেল প্রতিঘরে বাতি
    সাঁজ হৈল বেলা গেল প্রতি ঘরে বাতি তবুত না আইসে যাদু দিনান্তে উপাসী। ধু অপরূপ বিপরীত কি বলিমু কারে নানারূপে করে কেলি ভ্রমরা না ছাড়ে। জল নাহি কলসে যমুনা বহুদূর চলিতে না পারে রাধা চরণে নেপুর। ভিঙ্গারের জল দিয়া পাখাল দুই পাও শীতল বিজনী দিয়া করিমু তোমা বাও। বারে বারে কহি নন্দ বেচিয়া পেলাও ধেনু। […] keyboard_arrow_right
  • সাজনি অকথ কহি ন জাএ।
    সাজনি অকথ কহি ন জাএ। অবল অরুন সসিক মণ্ডল ভীতর রহ নুকাএ।। কদলি উপর কেসরি দেখল কেসরি মেরু চঢ়লা। তাহি উপর নিশাকর দেখল কির তা উপর বইসলা।। কীর উপর কুরঙ্গিনি দেখল চকিত ভমএ জনী। কীর কুরঙ্গিনি উপর দেখল ভমর উপর ফণী। এর অসম্ভব আওর দেখল। জল বিনা অরবিন্দা। বেবি সরোরুহ উপর দেখল জইসন দূতিঅ চন্দা।। […] keyboard_arrow_right
  • সাজনি নিহুরি ফূকূ আগি
    সাজনি নিহুরি ফূ্কূ আগি। তোহর কমল ভ্রমর দেখল মদন উঠল জাগি।। জৌঁ তোঁহ ভাবিনি ভবন জৈবহ ঐবহ কোনঁহু বেলা। জৌঁ ঈ সঙ্কট সৌঁ জী বাঁচত হোয়ত লোচন মেলা। ভন বিদ্যাপতি চাহথি জে বিধি করথি সে সে লীলা। রাজা সিবসিংঘ বন্ধন মোচন ভখন সুকবি জীলা।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ