ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সাম মোর বন্ধুআ নারে
    সাম মোর বন্ধুআ নারে। ধু পাখা এ চড়াইলু খির প্রাণি মোর নহে স্থির বিভোল দুগ্ধেতে দিলু পানি নারে। জেখনে পিরীতি কৈলা রাত্রিদিনে আইলা গেলা কারবোলে তুহ্মি নিষ্ঠুর হৈলা। জাহাতে মজিল মন কিবা হাড়ি কিবা ডোম জাউক জাতি রহুক পিরীতি। মুই কেনে জবুনা আইলুং পাই নিধি হারাইলুং হারাইলুং মুঞি রসের নাগর। সৈয়দ মর্তুজার বাণী সুন রাধে […] keyboard_arrow_right
  • সামান্যে কি অধর চাঁদ পাবে
    সামান্যে কি অধর চাঁদ পাবে। যার লেগে হল যোগী দেবের দেব মহাদেবে।। ভাব জেনে ভাব না দিলে তখন বৃথা যাবে সে ভক্তি ভজন বাঞ্ছা যদি হয় সে চরণ ভাব দে না সে ভাবে।। যে ভাবে সব গোপিনীরা হয়েছিল পাগলপারা চরণ চিনে তেমনি ধারা ভাব দিতে (তায়) হবে।। নি-হেতু ভজ গোপিকার; তাইতে সদায় বাঁধা নটবর লালন […] keyboard_arrow_right
  • সামান্যে কি তার মর্ম জানা যায়
    সামান্যে কি তার মর্ম জানা যায়। যে ভাবে অটল হরি এলো নদীয়ায়।। জীব তরান অংশ হইতে, বাঞ্ছা তার নিজে আসিতে। আর বাঞ্ছা হ’লো অদ্বৈতের বাঞ্ছায়।। শুনে অদ্বৈতের হুহুঙ্কারি এলেন কৃষ্ণ নদে পুরী। বেদেরো অগোচর তারি, সেই লীলে হয়।। ধন্য রে গৌর-অবতার, কলিকালে হ’লো প্রচার। কলির জীব পাইল নিস্তার, লালন গোল বাধায়।। keyboard_arrow_right
  • সামান্যে কি সে ধন পাবে
    সামান্যে কি সে ধন পাবে। দীনের অধীন হয়ে সাধিতে হবে।। সাধন-পথে কি না হলো বাদশারা বাদশাই ছাড়িল । কুলবতীর কুল গেল কালারে ভেবে।। কত কত মুনি-ঋষি যুগ-যুগান্তর বনবাসী। পাব বলে কালশশী বসিয়ে তপে।। গুরুপদে কত জনা বিনামূল্যে হ’য়ে কেনা। করে গুরুর দাস্যপনা সে ধনের লোভে।। চরণ-ধনের যারো আশা অন্য ধনের না লালসা। লালন ভেড়ের বুদ্ধিনাশা […] keyboard_arrow_right
  • সামান্যে কি সে প্রেম হবে
    সামান্যে কি সে প্রেম হবে। গুরু পরশিলে আপনি প্রেম উদয় দিবে।। যে প্রেমে রাই হরে কৃষ্ণের মন, অকৈতব সে প্রেমেরি কারণ, যোগ্য অনুসর মর্ম জানে তার অযোগ্য পাত্রে কি সে ভাব সম্ভবে।। বলবো কি সেই প্রেমের বাণী, কামে থেকে হয় নিষ্কামী। সে যে শুদ্ধ সহজ রস করিয়ে বিশ্বাস, দোঁহার মন করে দোঁহার ভাবে।। কমলিনী প্রফুল্ল-বদন, […] keyboard_arrow_right
  • সারথী লইয়ে তোর নাগর গেল বনে
    সারথী লইয়ে তোর নাগর গেল বনে, ওলো দূতী, আজি ভাল না দেখিল গতি। ধু কানাই ঠাকুর বনে গেল হরষিত চিত, নগরের নাগরী যত গাইতে রৈল গীত। (ওলো দূতী) খেমটা খেয়াল চৌপা ধামাল দেয় শত শত, সারথী করিল তারা অপনার মত। (ওলো দূতী) কেহ হাতে কাঙ্কন দেয়, কেহ আনে শাড়ি, বধূরে সাজায়ে তারা ফিরে বাড়ী বাড়ী […] keyboard_arrow_right
  • সারি সারি পাল পিছেতে রাখাল
    সারি সারি পাল পিছেতে রাখাল সকলে সাজিয়া যায়। যমুনার তীরে ফিরিয়া ফিরিয়া দেখে নটবর-রায়।। একি আচম্বিতে দেখি বিপরীতে গোকুল মজিল পারা। এত দিন বাস ঘুচিল সে আশ না দেখি এমন ধারা।। এক শিঙ্গা মাতে বলাইর হাতে আমার আছয়ে বাঁশী।। এই দুই বিনে না শুনি কখনে কোথা হইতে বাজে বাঁশী।। জয় কলরব ঘন ঘন রব দেখি […] keyboard_arrow_right
  • সাসু জরাতুলি ভেলী
    সাসু জরাতুলি ভেলী। ননদী ছলি সেও সাসুর গেলী।। তৈসন ন দেখিঅ কোই রঅনি জগায় সঁভাসন হোই।। এহিপুর এহি বেবহারে। কাহুক কেও নহি করয় পুছারে।। প্রাননাথ কে কহবা। হম একসরি ধনি কতদিন রহবা।। পথুক কহব মঝু কন্তা। হম সনি রমনি ন তেজ রসমন্তা।। ভনই বিদ্যাপতি গাবে। ভমি ভমি বিরহিনি পথুক বুঝাবে।। keyboard_arrow_right
  • সাহর মজর ভরম গুজর
    সাহর মজর ভরম গুজর কোকিল পঞ্চম গাব। দখিন পবন বিরহ বেদন নিঠুর কন্ত ন আব।। সাজনি রচহ সেহে উপাএ। মধু মাস জঞো মাধব আবএ বিরহ বেদন জাএ।। অছল অঙ্গজ ভেল অনঙ্গজ ধনু রিবাড়ল হাথ। নাহ নিরদয় তেজি পড়াএল ওড়ল হমর মাথ।। এক বেরি হরে ভসম কএলাহে দুসহ লোচন আগী। পুনু অহির কুল জনম লেলহ বিরহি […] keyboard_arrow_right
  • সাহর সউরভ গগন ভরে
    সাহর সউরভ গগন ভরে। ভমরি ভমর দুহু বাদ করে।। লোভক সন্ত্রম সঙ্গক দন্দ। বহুল পিয়াসল থোর মকরন্দ।। সে দেখি রিতুপতি আএল চলী জাকর মো মন সঙ্কা ছলী।। কোমল মাজরি কোকিল খাএ। মানিনি মান পিবি ও ন অঘাএ।। জাবে ন ওঙ্গ তরুনত ভেল। তাবে সে কন্ত দিগন্তর গেল।। পরহিত অহিত সদা বিহি বাম। দুই অভিমত ন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ