ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সৈসব জৌবন দরসন ভেল
    সৈসব জৌবন দরসন ভেল। দুহু দলবলে ধনি দন্দ পড়ি গেল।। কবহু বান্ধয়ে কচ কবহু বিথারি। কবহু ঝাঁপয় অঙ্গ কবহু উঘারি।। থির নয়ান অথির কছু ভেল। উরজ উদয় থল লালিম দেল।। চঞ্চল চরন, চিত চঞ্চল ভান। জাগল মনসিজ মুদিত নয়ান।। বিদ্যাপতি কহে সুন বর কান। ধৈরজ ধরহ মিলায়ব আন। keyboard_arrow_right
  • সৈসব জৌবন দুহু মিলি গেল
    সৈসব জৌবন দুহু মিলি গেল। স্রবনক পথ দুহু লোচন লেল।। বচনক চাতুরি লহু লহু হাস। ধরনিয়ে চাঁদ কএল পরগাস।। মুকুর লঈ অব করঈ সিঙ্গার। সখি এ পূছই কইসে সুরত বিহার।। নিরজন উরজ হেরই কত বেরি। হসই সে অপন পয়োধর হেরি।। পাহিল বদরিসম পুন নবরঙ্গ। দিন দিন অনঙ্গ অগোরল অঙ্গ।। মাধব পেখল অপুরুব বালা। সৈসব জৌবন […] keyboard_arrow_right
  • সৈসব সময় পেলি পিওলাসি মধুর মাএক ক্ষীর
    সৈসব সময় পেলি পিওলাসি মধুর মাএক ক্ষীর। দধী দুধ ঘৃত ভরি ভুঞ্জওলাসি কোমল কাঞ্চ সরির।। চানন চোর চবাএ চিহ্নওলাসি অপনপর সমাজ। ভমর জও ফুল ছুঁইতেঁ ছাড়সি নিলজ তোহি ন লাজ।। বএস কতএ তেজীএ গেলা। তোহি সেবইতে জনম খেপল তও ন অপন ভেলা।। জীবন দসাঁ খোজী খোঅওলাসি কাঞ্চ(ণ) কর্পূর তমোব। দুহ সিরিফল ছাহ সোঅওলাসি কোমল কামিনী […] keyboard_arrow_right
  • সো পুন নাহ গরব-ভরে গরগর
    সো পুন নাহ গরব-ভরে গরগর ইহ বেদন নহি জানি। সো মঝু সঙ্গি রঙ্গি সব সহচরি সমুঝি না বোলত বাণি।। সতি সতি কুলবতি-মতি অতি মন্দ। প্রেম-তরঙ্গে অঙ্গ মঝু জরজর কো কর অছু অনুবন্ধ।।ধ্রু।। মানে যতন করি প্রাণ খোয়ায়লুঁ জ্ঞান সকলি ভেল চূর। অদরশে তাক রহই নাহি পারই সো কপট শঠ নট ক্রূর।। নয়নক বারি ঢারি মহি […] keyboard_arrow_right
  • সো বর নাগররাজ
    সো বর নাগররাজ। তপনতনয়া তটে নীপতরু নিকটে হীলন নটবর সাজ।।ধ্রু।। মকরতরতন মুকুর জিনি লাবণি প্রতিতনু পিরিতি পসার। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল কুণ্ডল শ্রবণে বিথার।। নাচত ভাঙ মদনধনু ভঙ্গিম দিঠিখঞ্জন নটজোড়। বান্ধুলিঅধরে মুরলিরব মাধুরি উমতায়ল মন মোর।। ঊড়ত চূড়ে চারু শিখিচন্দ্রক মন্দপবন সঞে মেল। কহে যদুনন্দন শ্রুতি আঁখি রসায়ন তনু মন সব হরি নেল।। keyboard_arrow_right
  • সোই যমুনা জলে
    সোই যমুনা জলে। গোপ গোপী নাহি বুলে।। রোদতি পিঞ্জর শুকে । ধেনু ধাবই মাথুর মুখে।। হরি কি মথুরাপুর গেল। আজ গোকুল সূন ভেল।। সাগরে তেজিব পরাণ। আন জনমে হেরব কান।। কাহ্ন হোয়ব যব রাধা। তব জানব বিরহক বাধা।। বিদ্যাপতি কহ নীত। রোদন নহ সমুচিত।। keyboard_arrow_right
  • সোই জনক ব্রজরাজ
    সোই জনক ব্রজরাজ। না যায়ত ধেনুসমাজ।। বসিয়া রহয়ে নিশিদিন। তিলে তিলে হোয়ত ক্ষীণ।। কাহুঁক না কহ কিছু বাত। অবনত করি রহুঁ মাথ।। ব্রজ বালকগণ যাই। কত পরবোধয়ে তাই।। বহুত যতনে ব্রজনাথ। ফুকরি কহয়ে কছু বাত।। কহ কহ রে ব্রজবাল। কাহাঁ মঝু প্রাণ গোপাল।। সহচর ভিন কাহে ভেল। লালন কাহাঁ মঝু গেল।। শুনি বালকগণ রোয়। সো […] keyboard_arrow_right
  • সোনা বন্ধুর কি হৈল বেয়াধি
    সোনা বন্ধুর কি হৈল বেয়াধি । তাহার ঔষধ তোমরা কেহ জান যাদি।। ধু আমি তে অবলানারী কিছুত নাহি জানি। হৃদের অন্তরে আছে প্রেমের আগুনি।। ধন্বন্তরীর পাশে যাই চাহ জিজ্ঞাসিয়া। তারা নি পারিব বিষ নামাইতে ঝাড়িয়া। সৈয়দ মর্তুজা কহে শুনরে কামিনী তোমারে দংশিয়া আছে প্রেমের আগুনি।। keyboard_arrow_right
  • সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল
    সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল। দেওয়ানা বানাইল মোরে, পাগল করিল।। আর না জানি কি মন্ত্র পড়িয়ে, যাদু করিল।। কিবা ক্ষেণে হইল আমার, তার সঙ্গে দেখা। অংশীদার নাইরে তার সে ত হয় একা।। রূপের ঝলক দেখিয়ে তার, আমি হইলাম ফানা। সে অবধি লাগল আমার, শ্যাম পিরীতের টানা।। হাছন রাজা হইল পাগল, লোকের হইল জানা। নাচে নাচে, […] keyboard_arrow_right
  • সোনা বন্ধু আও আও রে
    সোনা বন্ধু, আও আও রে, মুই অভাগী জানিয়া; আরে বাড়াইয়া প্রেমের পিরিত ও তুমি না যাইও ছাড়িয়া। আর না জানি পিরিতের ভাও না জানি তার কল। হায় রে কেবলমাত্র মুরশিদের দোওয়া মুই বেয়াকল।। আর পিরিতি করিলাম আমি হইয়া ছাবাল। ওরে, অল্প বয়সের পিরিতখানি ও তুমি রাখিয়ো বহাল।। আর জানিবা গোকুলের লোকে পিরিতে আছি আমি। ওরে, […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ