ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • আরে আমার গৌর কিশোর
    আরে আমার গৌর কিশোর । নাহি জানি দিবা নিশি কারণ বিহনে হাসি মনের ভরমে পহুঁ ভোর।। ক্ষণে উচ্চৈঃস্বরে গায় কারে পহুঁ কি সুধায় কোথায় আমার প্রাণনাথ। ক্ষণে শীতে অঙ্গ কম্প ক্ষণে ক্ষণে সেই লম্ফ কাহা পাঙ যাঙ কার সাথ।। ক্ষণে ঊর্দ্ধ্ব বাহু করি নাচি বোলে ফিরি ফিরি ক্ষণে ক্ষণে করয়ে বিলাপ। ক্ষণে আঁখি যুগ মুন্দে […] keyboard_arrow_right
  • আরে দুহুঁ কুঞ্জ ভবনে
    আরে দুহুঁ কুঞ্জ ভবনে। সৌদামিনী অঙ্গ সঁপিল নবঘনে।। হেমবরণি রাই কালিয়া নাগর। সোণার কমলে জনু মিলল ভ্রমর।। নব গোরোচনা গোরী শ্যাম ইন্দীবর। বিনোদিনী বিজুরি বিনোদ জলধর।। কাচ বেড়া কাঞ্চন রে কাঞ্চন বেড়া কাচে। রাই কানু দুহুঁ তনু একই হইয়াছে।। রাই সে প্রেমের নদী তরঙ্গ অপার। রসময় নাগর তাতে দিতেছে সাঁতার।। নিকুঞ্জের ঘর বেড়ি গুঞ্জরিছে অলি। […] keyboard_arrow_right
  • আরে বিধিবস নয়ন পসারল
    আরে বিধিবস নয়ন পসারল পসরল হরিক সিনেহ। গুরুজন গুরুতরে ডরে সখি উপজল জিবহু সন্দেহ।। দুরজন ভীম ভুজঙ্গম বম কুবচন বিসসার। তেঁই তীখেঁ বিসে জমি মাখল লাগ মরম কনিয়ার।। পরিজন পরিচয় পরিহরি হরি হরি পরিহর পাস। সগর নগর বড় পুরীজন ঘরে ঘরে কর উপহাস।। পহিলুক পেমক পরিভব দুসহ সকল জন জান। ধৈরজ ধনি ধর মনে গুনি […] keyboard_arrow_right
  • আরে ভরিয়া সুবর্ণের ভরা না রাখিলাম ধারে
    আরে ভরিয়া সুবর্ণের ভরা না রাখিলাম ধারে। লহরে মারিয়ারে নৌকা ঠেকাইল বালুচরে রে নাইহরের বন্ধু। আরে কালা ধলা দুইটারে পাখী এই সংসারে চরে। আপনার মন পরিচয় নাই বিবাদ ঘরে ঘরে।। আহাদ আছিল রে প্রভু মিম জন্মাইয়া। ত্রিভুবন সৃজিল রে প্রভু কুদরুতে কল্পিয়া।। সবে বোলে কালারে কালা আমি বলি শ্যাম। কালার ভিতরে লুকাই রে রৈছে মওলার […] keyboard_arrow_right
  • আরে ভাই বড়ই বিষম কলিকাল
    আরে ভাই বড়ই বিষম কলিকাল। গরলে কলস ভরি তার মুখে দুগ্ধ পুরি ঐছে দেখ সকলি বিটাল।। ভক্তের ভেক ধরে সাধুপথ নিন্দা করে গুরুদ্রোহী সে বড় পাপিষ্ঠ। গুরুপদে যার মতি খাট করায় তার রতি অপরাধী নহে গুরুনিষ্ঠ।। প্রাচীন প্রবীণ পথ তাহা দোষে অবিরত করে দুষ্ট কথার সঞ্চার। গঙ্গাজল যেন নিন্দে কূপজল যেন বন্দে সেই পাপী অধম […] keyboard_arrow_right
  • আরে মোর আচার্য্য ঠাকুর
    আরে মোর আচার্য্য ঠাকুর। দয়ার সাগরবর জগ ভরি বিথারল রাধাকৃষ্ণ লীলারস পূর।। গৌরাঙ্গ চাঁদের হেন নিরূপম গুণ গণ দ্বিজরাজ গৌড় ভুবনে । মল্লভূপতি আদি হরিরসে উনমাদি ভেল যার করুণা কিরণে।। যত্ন করিয়া অতি রস লীলা গ্রন্থ ততি বৃন্দাবন ভূমি সঞে আনি। রাধাকৃষ্ণ রসলীলা দেশে দেশে প্রচারিলা আস্বাদন করিয়া আপনি।। এমন দয়াল পহু চক্ষু ভরি না […] keyboard_arrow_right
  • আরে মোর আরে মোর গৌরাঙ্গ রায়
    আরে মোর আরে মোর গৌরাঙ্গ রায়। পূরব প্রেমভরে মৃদু চলি যায়।। অরুণ নয়ন মুখ বিরস হইয়া। কোপে কহয়ে পহুঁ গদ গদ হিয়া।। জানলুঁ তোহারে তোর কপট পিরীতি। যা সঙ্গে বঞ্চিলা নিশি তাহা কর গতি।। এত কহি গৌরাঙ্গের গর গর মন। ভাবের তরঙ্গে যেন নিশি জাগরণ।। কহে নরহরি রাধাভাবে হৈল হেন। পাই অশোয়াস বঞ্চিত হৈল যেন।। keyboard_arrow_right
  • আরে মোর আরে মোর গৌরাঙ্গরায়
    আরে মোর আরে মোর গৌরাঙ্গরায়। সুরধুনী মাঝে যাঞা নবীন নাবিক হৈঞা সহচর মিলিয়া খেলায় ।।ধ্রু।। প্রিয় গদাধর সঙ্গে পূরুর রভস রঙ্গে নৌকায় বসিয়া করে কেলি। ডুবু ডুবু করে লা বহয়ে বিষম বা দেখি হাসে গোরা বনমালী।। কেহ করে উতরোল ঘন ঘন হরিবোল দুকূলে নদীয়ার লোক দেখে। ভূবনমোহন নাইয়া দেখিয়া বিবশ হৈয়া যুবতী ভুলিল লাখে লাখে।। […] keyboard_arrow_right
  • আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়
    আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়। আপে নাচে আপে গায় চৈতন্য বলায়।। লম্ফে লম্ফে যায় নিতাই গৌরাঙ্গ আবেশে। পাপিয়া পাষণ্ড মতি না রাখিল দেশে।। পাটবসন পরে নিতাই মুকুতা শ্রবণে । ঝলমল ঝলমল নানা অভরণে।। সঙ্গে সঙ্গে যায় নিতাইর রামাই সুন্দর। গৌরীদাস আদি করি যত সহচর ।। চৌদিকে হরিদাস হরিবোল বলায়। জ্ঞানদাস নিশিদিশি নিতাইর গুণ গায়।। keyboard_arrow_right
  • আরে মোর আরে মোর সোনার বঁধুর
    আরে মোর আরে মোর সোনার বঁধুর। অধরে কাজর দিল কপালে সিন্দূর।। বদনকমলে কিবা তাম্বুল শোভিত। পায়ের নখের ঘায় হিয়া বিদারিত।। না এস না এস বঁধু আঙ্গিনার কাছে। তোমারে দেখিলে মোর ধরম যাবে পাছে।। শুনিয়া পরের মুখে নহে পরতীত। এবে সে দেখিনু তোমার এই সব রীত।। সাধিলা মনের সাধ যে ছিল তোমারি। দূরে রহু দূরে রহু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ