এ হরি ! নায়রী নবীনা বালা। কামিনী মানায়বি করিয়া ছলা।। যখন যে মুখে দাঁড়ায়ে রাই। করবি মিনতি সেখানে যাই।। বিনয় বেভারে আনবি পাশ। মধুর বচনে দেয়বি হাস।। যে বেলে সরস দেখবি তায়। সে বেলে পরশ করবি গায়।। তাহাতে তাহার দেখবি সুখ। তবে সে চুম্বন করবি মুখ।। সে সব সকল সহিল যবে। পীন পয়োধর ধরবি তবে।। […] keyboard_arrow_right
এ হরি এ হরি জগভরি লাজ
এ হরি এ হরি জগভরি লাজ।। তোহে নাহি সমুঝিয়ে ঐছন কাজ।। রূপে গুণে কুলশীলে কলাবতী নারী। কাঞ্চন-কাঁতি বরণ ভেল কারি।। বুঝই না পারিয়ে বয়ানক বোল। কণ্ঠ গতাগতি জীবন ডোল।। কেহো কেহো রাইকে কোরে আগোর। কেহো জল দেই কেহো চামর ডোর।। কত পরবোধব মরম না জানি। লিখন লিখায় যৈছে পানিক পানি।। আর কত কত ধনি অবিরত […] keyboard_arrow_right
এ-কুল রাখি কি ও-কুল রাখি
এ-কুল রাখি কি ও-কুল রাখি। গৌর-রূপ হেরে আমার হল এ কি।। না দেখে রূপ ছিলাম ভাল, কেন রূপে নয়ন গেল, গৃহ-কুল আর গৌর-কুল যাই কোন দিকি।। আসতে কাটা যেতে কাটা গৌর হেরে, প্রাণ আমার যাবে দো-ধারে লালন এখন কারে বোলবে কি।। keyboard_arrow_right