কালা মনোহর বন্ধু রস গুণনিধি, এত রূপ গুণ দিয়া সৃজিয়াছে বিধি। ধু এ মেঘ আন্ধার রাত্রি বন্ধু কেহ নাহি সাথে, একেলা আসিছ বন্ধু প্রাণিলই হাতে। এ মেঘ আন্ধার রাত্রি বন্ধু বিজলির ছটা, ধীরে ধীরে বাড়াও পাও পিছল হৈছে ঘাটা। এ মেঘ আন্ধার রাত্রি বন্ধুভুজঙ্গম চরে, এত রাত্রি আইলা বন্ধু লইয়া যাও মোরে। ঘরখানি ভাঙ্গা-চোড়া দুয়ার […]
keyboard_arrow_right