ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • কারে কি বলিমু দেখ হৃদয় চিরিয়া
    কারে কি বলিমু দেখ হৃদয় চিরিয়া গো আমার মনের জ্বালা।। প্রেম বনে নিয়া আমায় বাঁশীর ললিত সুরে । ছাড়িয়া গেলায় অনিল বলে আমাকে একেলা।। বন পোড়া হরিণীর মত ঘুরিয়া ঘুরিয়া ফিরি। অন্তর জ্বলিয়া ছার অঙ্গ হল কালা।। বিদ্যা বুদ্ধি হারাইয়া পাগলের বেশে। ঘুরিয়া ফিরি গলে দিয়া কলঙ্কের মালা।। আর না পারি সহিবারে বিরহের জ্বালা। কালার […] keyboard_arrow_right
  • কার্ত্তিকে হিমের জন্ম হিমালয়ের বা
    কার্ত্তিকে হিমের জন্ম হিমালয়ের বা। কেমনে কৌপীন বস্ত্রে আচ্ছাদিবে গা।। কত ভাগ্য করি তোমার হৈয়াছিলাম দাসী। এবে অভাগিনী মুঞি হেন পাপরাশি।। ও গৌরাঙ্গ প্রভু হে তুমি অন্তরযামিনী। তোমার চরণে মুঞি কি বলিতে জানি।। keyboard_arrow_right
  • কাল কুসুম করে পরশ না করি ডরে
    কাল কুসুম করে পরশ না করি ডরে এ বড় মনের মনোব্যাথা। যেখানে সেখানে যাই সকল লোকের ঠাঁই কানাকানি শুনি এই কথা।। (সই) লোকে বলে কালা পরিবাদ। কালার ভরমে হাম জলদে না হেরি গো তেজিয়াছি কাজরের সাধ।। যমুনা সিনানে যাই আঁখি মেলি নাহি চাই তরুয়া কদম্ব তলা পানে। যথা তথা বসে থাকি বাঁশীটি শুনিয়ে যদি দুটি […] keyboard_arrow_right
  • কাল ননদী তুমি মর গো
    কাল ননদী তুমি মর গো, একদিন বন্ধুয়ার রূপ দেখি। ধু ও তারে দেখবার আশে রইলাম বসে এ জীবনের আর নাই বাকী গো।। কাল যৌবনে বসন ঠেলে ডোর ধন্যি মানে না। এগো দিবানিশি চমকে যৌবন কাচা কেমিকেল সোনা।। জলের ছলে কদম তলে রূপ দেখিতে যাই। ননদীর কি ভরা মাইলাম সঙ্গে থাকে তাই গো।। আমি এখান প্রেম […] keyboard_arrow_right
  • কাল-জল চালিতে সই কালা পড়ে মনে
    কাল-জল চালিতে সই কালা পড়ে মনে। নিরবধি দেখি কালা শয়নে স্বপনে।। কাল কেশ এলাইয়া বেশ নাহি করি। কাল অঞ্জন আমি নয়ানে না পরি।। আলো আলো সই মুঞি গণিলুঁ নিদান। বিনোদ বঁধুয়া বিনে না রহে পরাণ।। মনের দুঃখের কথা মনে সে রহিল। ফুটিল সে শ্যাম শেল বাহির নহিল।। চণ্ডীদাস কহে রূপ শেলের সমান। নাহি বাহিরায় শেল […] keyboard_arrow_right
  • কালা বইলে দিন ফুরাইল ডুবে আইল
    কালা বইলে দিন ফুরাইল ডুবে আইল বেলা সদায় বলো কালা। কালা কালা বইলে কেনে হইয়াছ উতালা গোপনে সে গাঁথে মালা প্রকাশিলে জ্বালা। ঐ কালা কালা নয় ঐ কালাতে কিবা হয় কৃষ্ণ কালা বলে কেন ভুলে রইছ, ও ভোলা–সে কালা। সে কালা তো জন্ম নেয় নাই দৈবকিনীর ঘরে, ষোলশত গোপিনীর সঙ্গে খেলা না রে করে। থাকে […] keyboard_arrow_right
  • কালা মনোহর বন্ধু রস গুণনিধি
    কালা মনোহর বন্ধু রস গুণনিধি, এত রূপ গুণ দিয়া সৃজিয়াছে বিধি। ধু এ মেঘ আন্ধার রাত্রি বন্ধু কেহ নাহি সাথে, একেলা আসিছ বন্ধু প্রাণিলই হাতে। এ মেঘ আন্ধার রাত্রি বন্ধু বিজলির ছটা, ধীরে ধীরে বাড়াও পাও পিছল হৈছে ঘাটা। এ মেঘ আন্ধার রাত্রি বন্ধুভুজঙ্গম চরে, এত রাত্রি আইলা বন্ধু লইয়া যাও মোরে। ঘরখানি ভাঙ্গা-চোড়া দুয়ার […] keyboard_arrow_right
  • কালা আয়রে আয় কুঞ্জে আয়
    কালা ! আয়রে আয় কুঞ্জে আয় প্রাণী কান্দে তোমার দায়। সুখের রজনী গইয়া যায়।।ধু সাজাইয়া ফুলেরি সয্যা, কুঞ্জবাসী হইল রে। আইল না মোর প্রাণবন্ধু, দিলাম না ফুল রাঙ্গা পায়।। প্রাণনাথের প্রেমে মন, উদাস হইল রে। হীনহীন হাছন বলে, লাগল না প্রেম আমার গায়।। সুখের রজনী গইয়া যায়। keyboard_arrow_right
  • কালা কলেবর কাম-কুসুম-শর
    কালা কলেবর কাম-কুসুম-শর হানিয়াছে মরম-সন্ধানে। কিবা মোহনী দিয়া কিরূপে বান্ধল হিয়া সেই হৈতে আন না লয় মনে।। কিবা সে চূড়ায় ছাঁদ উপরে উদিত চাঁদ একই কালে কত চাঁদ সাজে। দিঠি মোর পরশিতে ও হাসি অলখিতে শেল রহল হিয়া মাঝে।। ঘরে মোর গুরুজন সদা বলে কুবচন আর দুখ না যায় সহনে। দো-কুলে কলঙ্ক হয় আর কত […] keyboard_arrow_right
  • কালা গরলের জ্বালা আর তাহে অবলা
    কালা গরলের জ্বালা আর তাহে অবলা তাহে মুঞি কুলের বৌহারী। অন্তরে মরম ব্যথা কাহারে কহিব কথা গুপতে সে গুমরিয়া মরি।। সখি হে বংশী দংশিল মোর কানে। ডাকিয়া চেতন হরে পরাণ না রহে ধড়ে তন্ত্র মন্ত্র কিছুই না মানে।। মুরলী সরল হয়ে বাঁকার মুখেতে রয়ে শিখিয়াছে বাঁকার স্বভাব। দ্বিজ চণ্ডীদাস কয় সঙ্গদোষে কি না হয় রাহু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ