কি খেনে হেরিলাম শ্যামরায়। মল্লিকাকলিকা কানে রহই ত্রিভঙ্গ ঠামে করে ধরি মুরলী বাজায়।। মুরলীতে নখ পাঁতি জিনিয়া চাঁদের জ্যোতি বাঁশী রন্ধ্রে কত সুধা ঝরে। গগন হইতে চাঁদ বাঁশীতে নামিয়াছে মুখ-সুধা লইবার তরে।। নবীন নীরদ অঙ্গ আর তাহে রস ঢঙ্গ প্রেম-চাতুরী করু তায়। গোবিন্দদাসের বাণী শুন রাধে বিনোদিনী ভজ গিয়া সেই শ্যামের পায়।।
keyboard_arrow_right