কিশোর বয়স মণি কাঞ্চন আভরণ ভালে চূড়া চিকণ-বয়ান। হেরইতে রস- সায়রে মন ডুবল বহু ভাগ্যে রহল পরাণ।। সখি রে শ্যামবন্ধু পন্থকি মাঝ। একে হাম অবলা, একেলা জলে যাইতে বিসরল সব গৃহকাজ।। নয়ান-সন্ধান-বাণ, তনু মোর জড়জড় কাহ্ন বিনি অবলম্বে। বসন খসয়ে ঘন পুলকে পূরল মন পানি না পুরিনু কুণ্ডে।। ঘরে নহে ঘোর সম নিশির স্বপন হেন […]
keyboard_arrow_right