ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • আপন শপতি করি হাত দিয়া মাথে
    আপন শপতি করি হাত দিয়া মাথে। সুধুই শরীর মোর প্রাণ তোমার হাতে।। বন্ধু হে তোমারে বুঝাই। সভাই বলে আমি তোমার তেঞি জীতে চাই।। নিরবধি তোমা লাগি দগধে পরাণ। তিলেক দাঁড়াও কাছে জুড়াকু নয়ান।। কি লাগি দারুণ চিত কাঁদে দিন রাতি। কহে বলরাম বড় বিষম পিরিতি।। keyboard_arrow_right
  • আপন শির হাম আপন হাতে কাটিনু
    আপন শির হাম আপন হাতে কাটিনু কাহে করিনু হেন মান। শ্যাম সুনাগর নটবর শেখর কাঁহা সখি করল পয়ান।। তর বরত কত করি দিন যামিনী যে কানু কো নাহি পায়। হেন অমূল্য ধন মঝু পদে গড়ায়ল কোপে মুঁই ঠেলিনু পায়।। আরে সই,কি হবে উপায় । কহিতে বিদরে হিয়া ছাড়িনু সেহেন পিয়া অতি ছার মানের দায়।। জনম […] keyboard_arrow_right
  • আপন শির হাম আপন হাতে কাটিনু
    আপন শির হাম আপন হাতে কাটিনু কাহে করিনু হেন মান। শ্যাম সুনাগর নটবর-শেখর কাঁহা সখি করল পয়ান।। তপ বরত কত করি দিন-যামিনী যো কানু কো নাহি পায়। হেন অমূল্য ধন মঝু পদে গড়ায়ল কোপে মুঁই ঠেলিনু পায়।। আরে সই, কি হবে উপায়। কহিতে বিদরে হিয়া ছাড়িনু সেহেন পিয়া অতি ছার মানেরই দায়।। জনম অবধি মোর […] keyboard_arrow_right
  • আপনা খাইলুঁ সোনা কিনি[তে] দিলুঁ
    আপনা খাইলুঁ সোনা কিনি[তে] দিলুঁ ভূষণে ভূষিব দেহ। সোনা সে নহিল পিতল হইল এমতি কানুর লেহ । সই, মদন-সোনার না চিনে সোনা। সোনা যে বলিয়া পিতল আনিয়া গড়ি দিল যে গহনা ।।ধ্রু।। পীরিতি ভাঙ্গিতে ঝলকে দেখিতে হাসয়ে সকল লোকে। ধন সব গেল কাজ না হইল শেল যে লাগিল বুকে।। যেমতি যে মতি তেমতি সে গতি […] keyboard_arrow_right
  • আপনা আপনি দিবস রজনী
    আপনা আপনি দিবস রজনী ভাবিয়ে কতেক দুখ। যদি পাখা পাই পাখী হয়ে যাই না দেখাই এ পাপ-মুখ।। সই, বিধি দিল মোরে শোকে। পীরিতি করিয়া আশা না পূরল কলঙ্ক ঘোষিল লোকে।। হাম অভাগিনী তাতে একাকিনী নহিল দোসর জনা। অভাগিয়া লোকে যত বলে মোকে তাহাও না যায় শোনা।। যদি বিধি শুনিত মরণ হইত ঘুচিত সকল দুখ। চণ্ডীদাসে […] keyboard_arrow_right
  • আপনা আপনি ভাবিছি রজনী
    আপনা আপনি ভাবিছি রজনী কতনা উঠিছে দুঃখ। যদি পাখা পাই পাখী হয়ে যাই না দেখাই এ পাপা মুখ।। সই, কানু দিল মোরে শোকে। পীরিতি করিয়া আশা না পূরিল কলঙ্ক ঘোষিল লোকে।। একে অভাগিনী হাম একাকিনী নহিল দোসর জনা। অভাগিয়া লোকে যত বলে মোকে তাহাত না যায় শোনা।। বিধি যদি শুনিত মরণ হইত ঘুচিত সকল দুখ। […] keyboard_arrow_right
  • আপনা খাইনু সোনা যে কিনিনু
    আপনা খাইনু সোনা যে কিনিনু ভূষণে ভুষিব দেহ। সোনা যে নহিল পিতল হইল এমতি কানুর লেহ।। সই,মদন সোনারে না চিনে সোনা। সোনা যে বলিয়া পিতল আনিয়া গড়ি দিল যে গহনা।। পরিতে অঙ্গেতে ঝলকে দেখিতে হাসয়ে সকল লোকে। ধন যে গেল কাজ না হইল শেল রহি গেল বুকে।। যেমত মতি তেমত গতি ভাবিয়া দেখিনু চিতে। খলের […] keyboard_arrow_right
  • আপনা বুঝিয়া সুজন দেখিয়া
    আপনা বুঝিয়া সুজন দেখিয়া পীরিতি করিব তায়। পীরিতি রতন করিব যতন যদি সমানে সমানে হয়।। সখি হে, পীরিতি বিষম বড়। যদি পরাণে পরাণে মিশাইতে পারে তবে সে পীরিতি দঢ়।। ভ্রমরা সমান আছে কত জন মধুলোভে করে প্রীত। মধু পান করি উড়িয়ে পলায় এমতি তাহার রীত।। বিধুর সহিত কুমুদ পীরিতি বসতি অনেক দূরে। সুজনে সুজনে পীরিতি […] keyboard_arrow_right
  • আপনার গুণ শুনি আপনা পাসরে
    আপনার গুণ শুনি আপনা পাসরে। অরুণ অম্বর খসে তাহা না সম্বরে।। নাহি দিগ বিদিগ নাহি নিজ পর। ধরিয়া ধরিয়া কান্দে পতিত পামর।। শ্রীপাদ বলিয়া পহু কান্দে উচ্চ স্বরে। কত শত ধারা বহে নয়ন-কমলে।। কান্দিয়া কান্দিয়া পহু মাগে পদ-ধূলি। ভূমে পড়ি কান্দে নিতাই ভাইয়া ভাইয়া বলি।। প্রিয় গদাধর কান্দে রায় রামানন্দে। দেখিয়া গৌরাঙ্গ-মুখ থির নাহি বান্ধে।। […] keyboard_arrow_right
  • আবিরে অরুণ সব বৃন্দাবন
    আবিরে অরুণ সব বৃন্দাবন উড়িয়া গগন ছায়। বন্ধুয়া আমার হিয়ার মাঝারে কেহু না দেখিতে পায়।। চপল নয়ন পিচকারি যেন নিরখে নয়ন মোর। নব অনুরাগ- ফাগু ভরল তনু মন করি জোর।। শুধুই শ্যামল অঙ্গ-পরিমল চন্দন চুয়াক ভাতি। মোর নাসা জনু ভ্রমরী উমতি ততহিঁ পড়ল মাতি।। নয়নে নয়নে বয়নে বয়নে হৃদয়ে হৃদয়ে মেলি। দুই কলেবর অরুণ অম্বর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ