আপনা বুঝিয়া সুজন দেখিয়া পীরিতি করিব তায়। পীরিতি রতন করিব যতন যদি সমানে সমানে হয়।। সখি হে, পীরিতি বিষম বড়। যদি পরাণে পরাণে মিশাইতে পারে তবে সে পীরিতি দঢ়।। ভ্রমরা সমান আছে কত জন মধুলোভে করে প্রীত। মধু পান করি উড়িয়ে পলায় এমতি তাহার রীত।। বিধুর সহিত কুমুদ পীরিতি বসতি অনেক দূরে। সুজনে সুজনে পীরিতি […]
keyboard_arrow_right