ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • হা হরি হা হরি হরি হরি হরি
    হা হরি হা হরি হরি হরি হরি হব সে হুতাশে সারা। হরি কি হিয়ায়ে হানি বাণ সব হরি বা কেমন পারা।। হের দেখি হরি হরষ পরশ তেজহ কিসের লাগি। হিয়াতে হুতাশ হয় নহে হরি বিদারি দেখহ আগি।। হাস পরিহাস রভস হারাস হরি নিদারুণ হও। হরষে গোপিনী যমুনাতে গিয়ে মরিলে তবে সে যেও।। হরিণী যেমন হাণে […] keyboard_arrow_right
  • হা হরি হা হরি হরি হরি হরি
    হা হরি হা হরি হরি হরি হরি হব সে হুতাশে সারা। হরি কি হিয়ায়ে হানি বাণ সব হরি বা কেমনপারা।। হের দেখি হরি হরষ পরশ তেজহ কিসের লাগি। হিয়াতে হুতাশ হয় নহে হরি বিদারি দেখহ আগি।। হাস পরিহাস রভস হারাস হরি নিদারুণ হও। হরষে গোপিনী যমুনাতে গিয়ে মরিলে তবে সে যেও।। হরিণী যেমন হানে ব্যাধগণ […] keyboard_arrow_right
  • হাত দিয়া দেখ বড়াই মোর কলেবর
    হাত দিয়া দেখ বড়াই মোর কলেবর। ধান দিলে খৈ হয়, বিরহ অনল।। জিতা খণ্ড খণ্ড হল রাধা রাধা বলি। তাহার বিচ্ছেদে মোর বুক হৈল সলি।। আমি মৈলে মরিব বড়াই তার নাহি দায়। রাধা বিনে মোর মনে আন নাহি তায়।। মরিলে পোড়াইও বড়াই যমুনার কূলে। সে ঘাটে আসিবে রাধা জল অনিবারে।। মরিবার বেলে রাধা সোঁওয়াও রাধা। […] keyboard_arrow_right
  • হাত দিয়া দেখ বাড়াই মোর কলেবরে
    হাত দিয়া দেখ বাড়াই মোর কলেবরে। ধান দিলে খৈ হয় বিরহ-অনলে।। জিভা খণ্ড খণ্ড হৈল রাধা রাধা বলি। তাহার বিচ্ছেদে মোর বুকে হৈল সলি।। আমি মৈলে মরিব বড়াই তার নাহি দায়। রাধা বিনে মোর মনে আন নাহি ভায়।। মরিলে পোড়াইও বড়াই যমুনার কূলে। সে ঘাটে আসিবে রাধা জল আনিবারে।। মরিবার বেলে রাধা সোঙারাইও রাধা। জনমে […] keyboard_arrow_right
  • হাতে হইতে পিছলিআ কুথারে পড়িল গিআ
    “হাতে হইতে পিছলিআ কুথারে পড়িল গিআ কোন খানে দেখিতে না পাই।” আকুল হইআ চিত্তে– “গেলা শিশু কোন ভিতে মাঝ পথে তুমারে হারাই।।” কান্দে উচ্চ সুরএ– “পরাণ বের‍্যাতে চাএ শিশু হয়া এমত বঞ্চনা। মোথুরা জাইতে সাধ দিলে এত বিসম্বাদ মাঝ দরিআতে দিলে হানা।। কি বলিব ঘরে গিআ হেন পুত্র হারাইআ দৈবকীরে কি বোল বলিব। মাঝ-পথ জমুনাতে […] keyboard_arrow_right
  • হাম সে অবলা হৃদয় অখলা
    হাম সে অবলা হৃদয় অখলা ভাল মন্দ নাহি জানি। বিরলে বসিয়া পটেতে লিখিয়া বিশাখা দেখাল আনি।। হরি, হরি, এমন কেনে বা হল। বিষম বাড়ব অনল মাঝারে আমারে ডারিয়া দিল।। বয়সে কিশোর অতি মনোহর অতি সুমধুর রূপ। নয়ন যুগল করয়ে শীতল অমিয়া রসের কূপ।। নিজ পরিজন সে জন আপন বচনে বিশ্বাস করি। চাহিতে তা পানে পশিল […] keyboard_arrow_right
  • হামারি যতেক দুখ বিরহ-হুতাশ
    হামারি যতেক দুখ বিরহ-হুতাশ। সবহি কহবি তুহুঁ বিরহিণি পাশ।। দুয় এক দিবসে মিলিব হাম যাই। যতনহি তুহুঁ পরবোধবি রাই।। কহবি সজনি মঝু আরতি-বাণী। তাকর মুখ হেরি বিছুরহ জানি।। শুনি দুতি ধাই চললি ধনি পাশ। গদ গদ কহতহিঁ বলরাম দাস।। keyboard_arrow_right
  • হায় রে দারুণ বিধি
    হায় রে দারুণ বিধি। ছাড়াইলে গুণনিধি।। যে এত দিল তাপ। তারে ধরু বহু পাপ।। এত কি সহিতে পারি। বিরহে এ তনু মরি।। তিলেক দিবার সাধ। এ সুখে দিলে কি বাদ।। কবে পাপ তার মেলি। পুন সে কবর রস-কেলি।। আর কি হেরব মুখচন্দ্র। ভাঙ্গব সকল দন্দ।। পুন হরি মিলব মোর। পিয়ারে করব নিজ কোড়।। পুন কি […] keyboard_arrow_right
  • হায় রে দারুণ বিধি
    হায় রে দারুণ বিধি। ছাড়াইলে গুণনিধি।। যে এত দিল তাপ। তারে ধরু বহু পাপ।। এত কি সহিতে পারি। বিরহে এ তনু মরি।। তিলেক দিবার সাধ। এ সুখে দিলে কি বাদ।। কবে পাব তার মেলি। পুন সে করব রস কেলি।। আর কি হেরব মুখচন্দ্র। ভাঙ্গব সকল দ্বন্দ্ব।। পুন হরি মিলব মোর। পিয়ারে করব নিজ কোড়।। পুন […] keyboard_arrow_right
  • হাসি কহে তবে সব গোপনারী
    হাসি কহে তবে সব গোপনারী “আর কিবা দিতে আছে। এ নব যৌবন কুল সমাপন দিয়াছি তোমার কাছে।। কায়মনচিতে বিধির বিধান শরণ লইয়াছি । আর কিবা চাহ আগে তাহা লহ আমরা জানিয়াছি।। তুমি তরু-লতা মোরা ফল-পাতা তুলিয়া লইতে কি। নহে অতি দূর বড় পরিশ্রম তোমারে বলিব কি।। এ তিল-তুলসী তোমার চরণে সঁপিয়াছি জাতি-কুল। তোমা বিনে আর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ