ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • অধরহুঁ রোদন মদন-শর জরজর
    অধরহুঁ রোদন মদন-শর জরজর নখর-শকতি হিয়া ফোরি। কঙ্কণ-খরগহি তোড়ি সবহুঁ তনু সরবস লেয়লি মোরি।। শুন সহচরি হেরলু কিয়ে নঠ-চাঁদ রস-ঔখদ দেই মোহে সন্তায়বি পুন দেয়সি পরিবাদ।। পুন ভুজ-পাশে বান্ধি হিয়ে তাড়লি দুহু কুচ-পর্ব্বত-ঘাতে। রতি অতি দূবরি কয়ল কলেবর ইথে ঘুমলু পরভাতে।। মুরছলুঁ হেরি তবহুঁ নাহি ছোড়ল পুছহ মনমথ ঠাম। কর দেই রাই নাহ-মুখ ঝাঁপল হেরব […] keyboard_arrow_right
  • অনধিগতাকস্মিক-গদ-কারণ-
    অনধিগতাকস্মিক-গদ-কারণ- মর্পিত-মন্ত্রৌষধি-নিকুরম্বম্। অবিরতরুদিত-বিলোহিত-লোচন মনুশোচতি তামখিল-কুটুম্বম্।। দেব হরে ভব করুণাশালী। সা তব নিশিত-কটাক্ষ-শরাহত- হৃদয়া জীবতু কৃশতনুরালী।। হৃদি বলদবিরল-সংজ্বর-পটলী- স্ফুটদুজ্জ্বল-মৌক্তিক-সমুদায়া। শীতল-ভূতল-নিশ্চল-তনুরিয়- মবসীদতি সংপ্রতি নিরুপায়া।। গোষ্ঠ-জনাভয়-সত্র-মহাব্রত- দীক্ষিত ভবতো মাধব বালা। কথমর্হতি তাং হন্ত সনাতন- বিষম-দশাং গুণ-বৃন্দ-বিশালা।। keyboard_arrow_right
  • অনুখণ অরুণ নয়ন ঘন ঘূরত
    অনুখণ অরুণ নয়ন ঘন ঘূরত ঢরকত লোর বিথার। কিয়ে ঘন করুণ-বরুণালয় সঞ্চরু অমিয়া বরিখে অনিবার।। নাচত রে নিতাই বর-চাঁদ। সিঞ্চই প্রেম-সুধারস জগ-জনে অদভুত নটন-সুছান্দ।। পদ-তল-তাল-খলিত মণি-মঞ্জির চলতহি টলমল অঙ্গ। মেরু-শিখর কিয়ে তনু অনুপামরে ঝলমল ভাব-তরঙ্গ।। রোয়ত হসত চলত গতি-মন্থর হরি বলি মুরছি বিভোর। খেণে খেণে গৌর গৌর বলি ধায়ই আনন্দে গরজত ঘোর।। পামর পঙ্গু অধম […] keyboard_arrow_right
  • অনুখন গৌর প্রেম-রসে গরগর
    অনুখন গৌর প্রেম-রসে গরগর ঢর ঢর লোচনে লোর। গদ গদ ভাষ হাস খনে রোয়ত আনন্দে মগন সঘনে হরি-বোল।। পহু মোর শ্রীশ্রীনিবাস। অবিরত রামচন্দ্র পহু বিহরত সঙ্গে নরোত্তম দাস।। ধ্রু।। ব্রজপুর চরিত সদত অনুমোদই রসিক ভকতগণ পাশ। ভকতি-রতন ধন যাচত জনে জন পুন কি গৌর পরকাশ।। ঐছে দয়াল কবহুঁ নাহি হেরিয়ে ভুবন চতুর্দ্দশ মাঝে। দিন হিন […] keyboard_arrow_right
  • অনুপম মন অভিলাষ
    অনুপম মন অভিলাষ। সঙ্কেত-কুঞ্জহিঁ শেজ বিছায়ই কানু মিলব প্রতিআশ।। মৃগমদ চন্দন গন্ধ-সুলেপন বিকসিত-চম্পক-দাম। কর্পূর তাম্বুল সম্পুট ভরি রাখয়ে পূরব মনরথ কাম।। মঙ্গল-কলস পর দেই নব পল্লব রম্ভা শোভে তছু ঠাম। রতন-প্রদীপ সমীপহিঁ জারল চামর-বিজন অনুপাম।। কত উপহার কুঞ্জ মাহা করলহি কানু মিলব প্রতিআশ। ঘর বাহির কত আয়ত যায়ত কি কহব বলরাম দাস।। keyboard_arrow_right
  • অনুরাগে রাধা বেথিত অন্তরে
    অনুরাগে রাধা বেথিত অন্তরে পাইয়া বিষম জ্বালা। ক্ষেণে কত শত উঠে অনুরথ দেখিয়া কদম্ব-তলা।। সেই সে যমুনা জলকেলি-পথ ঘাটের মাঝারে গিয়া। পূরব পীরিতি যেখানে করিল দেখি পড়ে মূরছিয়া।। যেখানে বসন হরণ করিল রসিক নাগর কান। তা দেখি কিশোরী সকল বিসরি উঠিল দারুণ মান।। যেখানে সঙ্কেত দেখিল বেকত ধরিয়া মাধবীডাল। বিষম বিরহ তাহে উপজিল নয়নে বহয়ে […] keyboard_arrow_right
  • অনুরাগে রাধা বেথিত অন্তরে
    অনুরাগে রাধা বেথিত অন্তরে পাইয়া বিষম জ্বালা। ক্ষেণে কত শত উঠে অনুরথ দেখিয়া কদম্বতলা।। সেই সে যমুনা জল-কেলিপথ ঘাটের মাঝারে গিয়া। পূরব পীরিতি যেখানে করিল দেখি পড়ে মূরছিয়া।। যেখানে বসন হরণ করিল রসিক নাগর কান। তা দেখি কিশোরী সকল বিসরি উঠিল দারুণ মান।। যেখানে সঙ্কেত দেখিল বেকত ধরিয়া মাধবী-ডাল। বিষম বিরহ তাহে উপজিল নয়নে বহয়ে […] keyboard_arrow_right
  • অনেক তপের ফলে বিহি আনি দিল মোরে
    “অনেক তপের ফলে বিহি আনি দিল মোরে সে হেন আদর-নটরায়। কোন অপরাধ হল জননী ছাড়িয়ে গেল হেনক আমার ভায়।। সে হেন নবীন তনু যেন পদ কর ভানু হিঙ্গুলে গঞ্জিত বিষধরে। নবঘন তনুখানি অঞ্জনে দলিত শ্রেণী নয়নকমল-শশধরে।। কিবা সে মধুর হাসি মধু ঝরে রাশি রাশি নবীন কোকিল জিনি বোলে। করি শুণ্ড হল জিনি বাহুর সে সুবলনী […] keyboard_arrow_right
  • অনেক তপের ফলে বিহি আনি দিল মোরে
    অনেক তপের ফলে বিহি আনি দিল মোরে সে হেন আদর নটরায়। কোন অপরাধ হল জননী ছাড়িয়ে গেল হেনক আমার ভায়।। সে হেন নবীন তনু যেন পদ কর ভানু হিঙ্গুলে গঞ্জিত বিষধরে। নবঘন তনুখানি অঞ্জনে দলিত শ্রেণী নয়ন কমল শশধরে।। কিবা সে মধুর হাসি মধু ঝরে রাশি রাশি নবীন কোকিল জিনি বোলে। করিশুণ্ড হল জিনি বাহুর […] keyboard_arrow_right
  • অনেক যতনে কৃষ্ণ না হয় চেতন
    অনেক যতনে কৃষ্ণ না হয় চেতন। কৃষ্ণ-মুখ পানে চায়্যা করয়ে রোদন।। ভাবাবেশ দেখি সুবল ভাবে মনে মনে। রাধা রাধা বলিয়া ডাকয়ে ঘনে ঘনে।। রাধানাম শুনি কৃষ্ণ চেতন হইলা। কান্দিতে কান্দিতে সুবল কহিতে লাগিলা।। অতি যতনের নিজ হার দেহ মোরে। তুরিতে গমন করি রাধার মন্দিরে।। এতেক শুনিয়া কৃষ্ণ আনন্দ হইলা। খসাইয়া নিজ হার সুবলেরে দিলা।। কৃষ্ণহার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ