• প্রেমসিন্ধু গোরা রায় নিতাইতরঙ্গ তায়
    প্রেমসিন্ধু গোরা রায় নিতাইতরঙ্গ তায় করুণাবাতাস চারি পাশে। প্রেম উথলিয়া পড়ে জগত হাফান ছাড়ে তাপ তৃষ্ণা সভাকার নাশে।। দেখ দেখ নিতাই চৈতন্য দয়াময়। ভক্তহংসচক্রবাকে পিব পিব বলি ডাকে পাইয়া বঞ্চিত কেন হয়।।ধ্রু।। ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন যতনে গাঁথিয়া তার মালা। ভক্তিলতাসূত্র করি লেহ জীব কন্ঠ ভরি দূরে যাবে শমনের জ্বালা।। লীলারসসংকীর্ত্তন বিকসিত […] keyboard_arrow_right
  • বলাই দাদা এই বার আমার
    বলাই দাদা এই বার আমার আঁখি বান্ধি ধররে। লুকাগ রে রাখালগণে করি আমি অন্বেষণে ধরে এনে দিব তোমার করে রে।। আমি একবার যারে ছোঁব তার সঙ্গে পোস লিব একে একে চড়িব সব কান্ধে রে। শুনরে কানাই ভাই রাখালে ধরতে পারিবে নাই ভুলিয়া যাই বা কোন খানে রে।। পথ ভুলিবরে যখন বাঁশিতে গাইব তখন এইবার দাদা […] keyboard_arrow_right
  • ভুবন আনন্দকন্দ বলরাম নিত্যানন্দ
    ভুবন আনন্দকন্দ বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হৈলা কলিকালে। ঘুচিল সকল দুখ দেখিয়া ও চাঁদমুখ ভাসে লোক আনন্দ হিলোলে।। জয় জয় নিত্যানন্দ রাম। কনক চম্পক কাঁতি আঙ্গুলে চান্দের পাঁতি রূপে জিতল কোটি কাম।।ধ্রু।। ও মুখমণ্ডল দেখি পুর্ণচন্দ্র কিসে লেখি দীঘল নয়ান ভাজু ধনু। অজানুলম্বিত ভূজ করতল থলপঙ্কজ কটি ক্ষীণ করিঅরি জনু।। চরণকমলতলে ভকতভ্রমর বুলে আধ বাণী অমিয়া […] keyboard_arrow_right
  • রাঢ়দেশে নাম একচক্রা গ্রাম
    রাঢ়দেশে নাম একচক্রা গ্রাম হারাই পণ্ডিতঘর। শুভ মাঘমাসি শুক্লা এয়োদশী জনমিলা হলধর।। হাড়াই পণ্ডিত অতি হরষিত পুত্রমহোৎসব করে। ধরণীমণ্ডল করে টলমল আনন্দ নাহিক ধরে।। শান্তিপুরনাথ মনে হরষিত করি কিছু অনুমান। অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজ রাম।। বৈষ্ণবের মন হৈল পরসন্ন আনন্দ-সাগরে ভাসে। এ দীন পামর হইবে উদ্ধার কহে দুখী কৃষ্ণদাসে।। keyboard_arrow_right
  • শরতচান্দ জিনি গোরা-মুখ চান্দ
    শরতচান্দ জিনি গোরা-মুখ চান্দ। শারদনিশাকর হেরি হেরি কান্দ।। সময় শরদ সুখ সোঙরি সোঙরি। কান্দয়ে গৌরাঙ্গ পহুঁ ফুকরি ফুকরি।। বিদরিয়া যায় হিয়া সে মুখ দেখিতে। মূঢ় যেহো নারে সেহো ধৈরজ ধরিতে।। কান্দিয়া আকুল যত প্রিয় অনুচর। কৃষ্ণদাস কহে মুঞি বড়ই পামর।। keyboard_arrow_right
  • শ্রীবৃন্দাবন নাম রত্নচিন্তামণি ধাম
    শ্রীবৃন্দাবন নাম রত্নচিন্তামণি ধাম তাহে কৃষ্ণ বলরাম পাশ। সুবলচন্দ্র নাম ছিল এবে গৌরীদাস হৈল অম্বিকা নগরে যার বাস।। নিতাই চৈতন্য যার সেবা কৈল অঙ্গীকার চারি মূর্ত্তি ভোজন করিল। পুরুবে সুবল জনু বশ কৈল রাম কানু পরতেক এখন রহিল।। নিতাই চৈতন্য বিনে আর কিছু নাহি জানে কে কহিবে প্রেমের বড়াই। সাক্ষাতে রাখিল ঘরে হেন কে করিতে […] keyboard_arrow_right
  • সোঙরো নব গৌরচন্দ্র
    সোঙরো নব গৌরচন্দ্র নাগর বনয়ারি। নদীয়া ইন্দু করুণাসিন্ধু ভকতবৎসলকারী।।ধ্রু।। বদনচন্দ অধর রঙ্গ নয়নে গলত প্রেম-তরঙ্গ চন্দ্র কোটি ভানু কোটি শোভা নিছয়ারি। কুসুমশোভিত চিকুর চাঁচর ললাটে তিলক নাসিকা উজোর দশন মোতিম অমিয়া হাস দামিনি ঘনয়ারি।। মকরকুণ্ডল ঝলকে গণ্ড মণিকৌস্তুভদীপ্ত কন্ঠ অরুণ বসন করুণ বচন শোভা অতি ভারি। মাল্যচন্দন চর্চ্চিত অঙ্গ লাজে লজ্জিত কোটি অনঙ্গ অঙ্গদ বলয়া […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ