• শীতল সমীর বহত অতি মৃদুতর
    শীতল সমীর বহত অতি মৃদুতর অলিকুল ফুলদলে চলি গেল। অণ্ডজ সবহু কবহু ঘন বোলত শচিপতি দীগ অরুণ রুচি ভেল।। সখি হে দারুণ বিহিক বিধান। এ হেন নেহ সিরজি পুন অনুচিত রজনি শেষ নিরমাণ।।ধ্রু।। দুলহ সুমীলন বিবিধ বিলাসহি দুহুঁ তনু দুহুঁ নাহি তেজে। রসভরে সো পুন অতি অবশায়িত অবহি নিধারল শেজে।। অলসক আধ ভোগ নাহি পুরণিত […] keyboard_arrow_right
  • শ্যামর চন্দ উতাপিত অঙ্গ
    শ্যামর চন্দ উতাপিত অঙ্গ। হেরি বরনাগরি অতিহুঁ সশঙ্ক।। কঠিন মানি হিয়ে কাঁচুলি ডারি। তাহিঁ নিধারল ভূধর ধারি।। সুকঠিন দরপক দুরতর কাজ। মানি সুকামিনি পরিহরু লাজ।। কর দেই ঠেলই নয়নক বারি। অধরে অধর দেই চুম্বই অপারি।। পাই পরমরস অতিহুঁ উদণ্ড। শ্যাম সিতকারই পুলকিত গণ্ড।। দুহুঁ মন মনোভব তরঙ্গ বিথার। দুহুঁজন ভূলল সহজ বিচার।। কো কি কর […] keyboard_arrow_right
  • সমুখে সুনাগর হেরি রহু রাধা
    সমুখে সুনাগর হেরি রহু রাধা। চীর দেই ঝাঁপল মুখশশি আধা।। ও বর নাগর বিধুমুখি হেরি। লোল দৃগঞ্চল তছু পর দেলি।। বিহসি সুধামুখি নাহ মুখ চাই। থোরহি দূরে রহল ঠমকাই।। আজুক অপরূপ মীলন অঙ্গ। পহিলহি দরশনে উপজল রঙ্গ।। অতিহু তিয়াসে পাশে মিলু কান। কি করব অব ধনি কছুই না জান।। অঙ্গহি অঙ্গ পরশ রসে ভোর। সরস […] keyboard_arrow_right
  • সহচরি চাতুরি সেবন অশেষ
    সহচরি চাতুরি সেবন অশেষ। বিবিধ ভুঞ্জায়ল সরস বিশেষ।। খলিত শিখণ্ড চূড় কবরি বিথার। সবহুঁ সমারল গলিত শিঙ্গার।। মৃগমদ কুঙ্কুম চন্দনপঙ্ক। কুসুমক হার সাজাওল অঙ্গ।। কিয়ে কিয়ে এ দুহুঁ প্রেমক রীত। আন আন হেরি আন ভেল চীত।। রসিক সুনাহ কতহুঁ রস জান। লালস ভরি হেরূ ধনিক বয়ান।। রাধা রমণি রমণ মতি হেরি। আলিক জালে বুঝায়ল ফেরি।। […] keyboard_arrow_right
  • সহচরি সঙ্গে পন্থে হাম যাতি
    সহচরি সঙ্গে পন্থে হাম যাতি। তব হরি হেরহুঁ মনোহর ভাতি।। কো জানে কৈছন মঝু হিয় চায়। আপক অদখিণ পাণি উচায়।। আজু নেহারলুঁ যৈছন কাম। কৈছন সঙ্কেত না বুঝলুঁ হাম।। সো হেন রূপ সো বৈদগধি রঙ্গ। মনহি লাগি অথির করু অঙ্গ।। অব সখি শূনহ বেণুক গান। গোবর্দ্ধন পর ইহ অনুমান।। কৃষ্ণকান্ত কহ ইথে কি বিচার। হরি […] keyboard_arrow_right
  • সহজহি ভূধর পরম মনোহর
    সহজহি ভূধর পরম মনোহর তাহিঁ নিকুঞ্জবর সাজ। কুসুম সুশোহন পরিজন লোচন- রোচন তলপক মাঝ।। দেখ সখি যুগল কিশোর। অতিতর রাতি সুমাতি নটন রসে ছরমহি বৈঠল ভৈ অতি ভোর।। মদভরে লোচন লহু লহু ঘূরত অন অন অপঘন করু অবলম্ব। দুহুঁজন কন্ধরে দুহুঁ ভুজ বল্লরি বিগলিত কেশ বেশ নিবিবন্ধ।। শ্যামরু বাম কপোল বিরাজিত নাগরি দখিণ কপোল। কাঞ্চন […] keyboard_arrow_right
  • সহজে অনুপ সুন্দরি রাই
    সহজে অনুপ সুন্দরি রাই। বিবিধ সুভাতি পদ বাঢ়াই।। কবহিঁ অঙ্গকে আধ প্রকাশ। কবহিঁ ঝাঁপই জনু তরাস।। যবহুঁ চলত অতি সুমন্দ। তবহিঁ হোয়ত খঞ্জন বন্ধ।। ঐছন সুঘড় নাগর রায়। সুষম বিষম গমক গায়।। হেরি সুরঙ্গিণি সঙ্গিনি চীত। বিহসি কহত ইহ্নিক জীত।। উলাসে রসিক সো সব সাথ। ফিরি ফুকরত ঐছন বাত।। কিয়ে অদভুত রসবিলাস। সহচরিগণ অতি উলাস।। […] keyboard_arrow_right
  • সহজে শিঙ্গারক সার কলেবর
    সহজে শিঙ্গারক সার কলেবর রতিরণপণ্ডিত যোই। সো হরি রাইক পাই পরশ রস ধৃতি মতি সঙ্গতি সগরহি খোই।। সখি হে কিয়ে ইহ কেলি নিধান। বিদগধ নাহক কিয়ে ইহ বৈদগধি প্রেমক কিয়ে পরিণাম।।ধ্রু।। পরিসর বক্ষ দক্ষ পরিরম্ভণে কামিনি ধৈরজ বিনাশ। রাই উরোজ সরোজ ঘন ঘরষণে সো ভেল অচল বিলাস।। নিরবধি রাই অধর রস লালসে রদনহি করু খণ্ড […] keyboard_arrow_right
  • হেম সরোরুহ গোরিক কাঁতি
    হেম সরোরুহ গোরিক কাঁতি। প্রেম পরাক্রমে লোহিত ভাতি।। অঞ্জন গঞ্জন নীলিম ভাস। অরুণোদর ঘন কানু পরকাশ।। এ দুহুঁ অন্তর আনন্দ ধূমে। বিছুরল বাহির রহল নিঝুমে।। এ সখি ইহ খণ কহ না বিচারি। কৈছনে শুতায়বি বিনি উপচারি।। তুহুঁ সে সেয়ানি রচহ পরবন্ধ। ছরম বিরম করু নব যুব দ্বন্দ্ব।। রজনিক আধ অধিক বহি যায়। নরতনে ভুলি তাম্বুল […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ