• তোমার মহিমা সিন্ধু কি বুঝিতে পারি
    তোমার মহিমা সিন্ধু কি বুঝিতে পারি, মাঠে থাক ধেনু রাখ বাজাও মুররী। গগনের সূর শশী রূপের সাগর, সমস্ত নগরে হরি প্রতি ঘরে ঘর।। অতুল মহিমা মাধুরী পূরই মূররী, আলাপনে গৃহ ছাড়ে কুলবতী নারী।। ষোলশত গোপিনী সাজিয়া একবারে, মাঠে গিয়া ভক্তিমনে পূজিল হরিরে। আলিরাজা গাহে প্রেম রস ভক্তি-ভাষ, মাঝে হরি করি গোপী নাচে চারি পাশ।। keyboard_arrow_right
  • দেখ দেখ সুন্দর শচীনন্দনা
    দেখ দেখ সুন্দর শচীনন্দনা। আজানুলম্বিত বাহু সুবলনা।। ময়মত্ত হাতীভাতি গতি চলনা। কিয়ে মালতীমালা গোরাঅঙ্গে দোলনা।। শরদচাঁদ জিনি সুন্দরবয়না। প্রেম আনন্দবারি পূরিত নয়না।। সহচর লই সঙ্গে অনুখন খেলনা। নবদ্বীপ মাঝে গোরা হরি হরি বলনা।। অভয় চরণারবিন্দে মকরন্দ লোভনা। কহয়ে শঙ্কর ঘোষ অখিললোক তারণা।। keyboard_arrow_right
  • দেখরে মাই সুন্দর শচীনন্দনা
    দেখরে মাই সুন্দর শচীনন্দনা। আজানুলম্বিত ভুজ বাহু সুবলনা।। ময় মত্ত হাতি ভাতি গতি চালনা। কিয়েরে মালতী মালা গোরা অঙ্গে দোলনা।। শরদ ইন্দু নিন্দি সুন্দর বয়না। প্রেম আনন্দে পরিপূরিত নয়না।। পদ দুই চারি চলত ডগমগীয়া। নাচত প্রভু মোর প্রেমে গরগরিয়া।। বলরাম দাস চিতে গোরা নট রঙ্গিয়া। বলিহারি যাই প্রভুর সঙ্গের অনুসঙ্গিয়া।। keyboard_arrow_right
  • ধনি ধনি রাধা শশী বদনী
    ধনি ধনি রাধা শশী বদনী। লোচন অঞ্চল চকিত চলত মণি কুণ্ডল অলগনি ঝলক বনি।। মন্দ সুগন্দ সুশীতল মারুত ঘুংঘট অঞ্চল নটত রসে। নাসা মোতিম উড়ু জনু খেলত বিম্বাধর পর হসনি লসে।। উর মণিহার তরঙ্গিণী সঙ্গত কুচযুগ কোক সদা হরিষে। রাজহংসসম গমন মনোরম বল্লভ লোচন সুখ বরিষে।। keyboard_arrow_right
  • ধনি ধনী রাধা আওয়ে বনি
    ধনি ধনী রাধা আওয়ে বনি ব্রজ-রমণীগণ-মুকুট-মণি। অধর সুরঙ্গিণী রসিক-তরঙ্গিণী রমণী-মুকুট-মণি বর-তরুণী। ফুল-ধনু-ধারিণী পীন-কুচ-ভারিণী কাঁচলি পর নীলমণি-হারিণী।। কনক-সুদীপ মণি বরণ বিজুরী জিনি জলধর-বাসিনী রূপ-শোহিনী। কেশরী ডমরু জিনি অতিশয় মাঝা ক্ষীণী রশনা-কিঙ্কিণী-মণি মধুর ধ্বনি।। গুরুয়া নিতম্বিনী বিলোলিত বরবেণী উরু-যুগ সুবলনী ছবি-লাবণি। মরাল-গমনী ধনী বৃষভানু-নৃপ-তনী গোবিন্দদাস-পহুঁ-মন-মোহিনী।। keyboard_arrow_right
  • নাগর বিলসই গোপী সমাজ
    নাগর বিলসই গোপী সমাজ। নবঘনমালে তড়িত কিয়ে মরকত হেমমণি মাঝে বিরাজ।।ধ্রু।। কাহুক অংস বাহু অবলম্বন আরতি রভস আরম্ভে। কাহু চিবুক গহি চুম্বই পুন পুন প্রেমঅবশে পরিরম্ভে।। কাহুক কঞ্চুক বসন উতারই শিথিল কবরি নিবিবন্ধ। কাহু অঙ্গ গহি রসভরে নাচত গাওত পরম আনন্দ।। কাহুক শিরপর করপঙ্কজ ধর বিহরই আনন্দকন্দে। রায় বসন্ত পঁহু লুবধল চকোর রঙ্গিণিগণ মুখচন্দে।। keyboard_arrow_right
  • নাচত গৌরবর রসিয়া
    নাচত গৌরবর রসিয়া। প্রেম-পয়োধি অবধি নাহি পাওত দিবস রজনী ফিরত ভাসি ভাসিয়া।।ধ্রু।। সোঙরি বৃন্দাবন শ্বাস ছাড়ে ঘন ঘন রাই রাই বোলে হাসি হাসিয়া। নিজমন মরম ভরম নাহি রাখত ত্রিভঙ্গ বাজাওত বাঁশিয়া।। মত্ত সিংহ সম ঘন ঘন গরজন চঞ্চল পদনখ-শশিয়া। কটিতটে অরুণ- বরণ বর অম্বর খেনে খেনে উড়ত পড়ত খসি খসিয়া।। পুলকাঞ্চিত সব গৌরকলেবর কাটত অখিল […] keyboard_arrow_right
  • পূর্ণিমা রজনী চাঁদ গগনে উদয়
    পূর্ণিমা রজনী চাঁদ গগনে উদয়। চাঁদ হেরি গোরাচাঁদের হরিষ হৃদয়।। চাঁদ দে মা বলি শিশু কাঁদে উভরায়। হাত তুলি শচী ডাকে আয় চাঁদ আয়। না আসে নিঠুর চাঁদ নিমাই ব্যাকুল। কাঁদিয়া ধূলায় পড়ে হাতে ছিঁড়ে চুল।। রাধাকৃষ্ণচিত্র এত মিশ্রগৃহে ছিল। পুত্র শান্তাইতে শচী তাহা হাতে দিল।। চিত্র পাঞা গোরাচাঁদের মনে বড় সুখ। বাসু কহে পটে […] keyboard_arrow_right
  • ভাণ্ডীর কাননে চলে ধেনুগণে
    ভাণ্ডীর কাননে চলে ধেনুগণে সকল রাখাল মেলি। নানামত খেলা সকল রাখালে দিয়ে উঠে করতালি।। আর যত লীলা বিস্তার আছয়ে ভাগবত-সুখ-কেলী। সংক্ষেপে-রচনা কিছু কিছু আছে কেবল ফুটক বলি।। আর পরমাদ পড়িল সংশয় গোকুলে নন্দের ঘরে। এ কথা না জানে কৃষ্ণ বলরাম গোঠের লীলাতে ভোলে।। নানামত খেলা সকল রাখাল খেলয়ে মনের সনে। অবসান কাল আসিয়া হইল জানিল […] keyboard_arrow_right
  • ভাণ্ডীর কাননে চলে ধেনুগণে
    ভাণ্ডীর কাননে চলে ধেনুগণে সকল রাখাল মেলি। নানামত খেলা সকল রাখালে দিয়ে উঠে করতালি।। আর যত লীলা বিস্তার আছয়ে ভাগবত সুখ কেলি। সংক্ষেপ রচনা কিছু কিছু আছে কেবল ফুটক বলি।। আর পরমাদ পড়িল সংশয় গোকুলে নন্দের ঘরে। এ কথা না জানে কৃষ্ণ বলরাম গোঠের লীলাতে ভোলে।। নানামত খেলা সকল রাখাল খেলয়ে মনের সনে। অবসান-কাল আসিয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ