শুন গো সখি ললিতে মন মজিল তোর পিরিতে। ধু তোমার সনে ফুল বাগানে যাব আমি প্রেম খেলিতে। তুমি আমার অন্তর্যামী, প্রেম খেলিব তুমি আমি। কটাক্ষেতে পার তুমি মুনির মন ভুলাইতে । রূপের ঝলক দেখাইয়া, প্রাণি নিলায় ভুলাইয়া কুলমানের ভয় ছাড়িয়া করবো খেলা তোমার সাথে। ছাবাল আকবর আলী বলে, পিরিতে পাগল করিলে। তোমার আমার মিলন হব […]
keyboard_arrow_right