• শুন গো মরম সই
    শুন গো মরম সই মোর মনের দুখ। শ্যামবন্ধু না দেখিয়া বিদরিছে বুক।। হাস্যা হাস্যা আস্যা কভু দাঁড়াইত নাছে। সেই অভি- লাষে ওগো থাক্‌তাম গৃহ মাঝে।। যে দিন হৈতে বেণু নিলে ননদ বিড়ালী। সেই দিন হৈতে নন্দের পোয়ে আইসে নাকো বাড়ী।। পাশ পড়শীর বাড়ী আইসে অম্‌নি অম্‌নি যায়। পথে ঘাটে দেখা হৈলে ফিরিয়া না চায়।। লোচন […] keyboard_arrow_right
  • শুন গো মরম সই
    শুন গো মরম সই। যখন আমার জনম হইল নয়ন মুদিয়া রই।। দিতে ক্ষীর সর জননী আমার নয়ন মুদিত দেখি। জননী আমার করে হাহাকার কহিল সকলে ডাকি।। শুনি সেই কথা জননী যশোদা বঁধুরে লইয়া কোরে। আমারে দেখিতে আইল তুরিতে সূতিকা-মন্দির ঘরে।। দেখিয়া জননী কহিছেন বাণী এই কি ছিল কপালে। করিয়া সাধনা পেলাম অন্ধ কন্যা বিধি এত […] keyboard_arrow_right
  • শুন গো মরম সই, কি রূপ দেখিনু ওই
    “শুন গো মরম সই, কি রূপ দেখিনু ওই * বেশ কি দিব তুলনা। হেন মোর মনে লয় কি আর কুলের ভয় মনে রহে বড়ই ঘোষণা।। হেন মনে করি সাধ যদি রহে পরমাদ গুরুজনে কতহুঁ ডরাই। হিয়া ফাড়ি যথা তনু রাখিতে কালিয়া কানু সেইখানে করিতাম ঠাঁই।। নারীজন্ম করে বিধি নহে এই গুণনিধি নিশি দিশি রাখিমু সম্মুখে। […] keyboard_arrow_right
  • শুন গো মরম সখি
    শুন গো মরম সখি। ঐ শুন শুন মধুর মুরলী ডাকয়ে কমল আঁখি।। ধৈরজ না ধরে প্রাণ কেমন করে ইহার উপায় বল। আর কিয়ে জীব গোপের রমণী বৃন্দাবনে যাব চল।। এই অনুমান করে গোপীগণ শুনি সে বাঁশীর গীত। শুধু তনু দেখ এই তনু মোর তথায় আছয়ে চিত।। মুগধ রমণী কুলের কামিনী না জানে আনহু পথ। যেনক […] keyboard_arrow_right
  • শুন গো মরম সখি কালিয়া কমল আঁখি
    শুন গো মরম সখি কালিয়া কমল আঁখি কিবা কৈল কিছুই না জানি। কেমন করয়ে মন সব লাগে উচাটন প্রেম করি খোয়ালুঁ পরাণি।। শুনিয়া দেখিলুঁ কালা দেখিয়া হইলুঁ ভোলা নিবাইতে নাহি পাই পানী। অগুরু চন্দন আনি দেহেতে লেপিনু ছানি না নিবায় হিয়ার আগুনি।। বসিয়া থাকিয়ে যবে আসিয়া উঠায় তবে লইয়া যায় যমুনার তীর। কি কহিতে কি […] keyboard_arrow_right
  • শুন গো মরম-সই কি রূপ দেখিনু ওই
    শুন গো মরম-সই কি রূপ দেখিনু ওই বেশ কি দিব তুলনা। হেন মোর মনে লয় কি আর কুলের ভয় মনে রহে বড়ই ঘোষণা।। হেন মনে করি সাধ যদি নহে পরমাদ গুরু জনে কতহুঁ ডরাই। হিয়া ফাড়ি যথা তনু রাখিতে কালিয়া কানু সেইখানে করিতাম ঠাঁই।। নারী জন্ম করে বিধি নহে এই গুণবিধি নিশি দিশি রাখিনু সম্মুখে। […] keyboard_arrow_right
  • শুন গো মরম-সখি
    শুন গো মরম-সখি। কানুর পীরিতি পরাণ না রহে বড় পরমাদ দেখি।। কিবা সে কুদিন দেখিল সেহনে নয়ান পসারি দুটি। সেই দিন হতে আন নাহি চিতে পীরিতি-আনলে ছুটি।। আন সে আনল বারি ঢালি দিলে তখনি নিবায়ে যায়। মনের আগুন নিবাইব কিসে দ্বিগুণ জ্বলিয়ে তায়।। বন পোড়ে বলে বনে আগুনি দেখয়ে জগৎ লোকে। এ বড়ি বিষম শুন […] keyboard_arrow_right
  • শুন গো মরমসখি তোরা
    “শুন গো মরমসখি তোরা । নিশি অবশেষে কালে ঘুমে অচেতন ভালে সপনে দেখিল চিতচোরা।। একে নবঘনস্যাম পিতবাস অনুপাম বান্ধা চূড়া নানা ফুল দিয়া। হাসিয়া নাগর রায় আসিয়া বৈঠল ঠায় দুটি করে কর আরোপিয়া।। একে হাম বিরহিনি কহিল কঠিন বানি কোপে দিল কর ছাড়াইয়া। পুনরপি করে ধরি সেই না রসিক হরি বসাইলা জতন করিয়া।। সুতল চতুর […] keyboard_arrow_right
  • শুন গো সখি ললিতে মন মজিল তোর পিরিতে
    শুন গো সখি ললিতে মন মজিল তোর পিরিতে। ধু তোমার সনে ফুল বাগানে যাব আমি প্রেম খেলিতে। তুমি আমার অন্তর্যামী, প্রেম খেলিব তুমি আমি। কটাক্ষেতে পার তুমি মুনির মন ভুলাইতে । রূপের ঝলক দেখাইয়া, প্রাণি নিলায় ভুলাইয়া কুলমানের ভয় ছাড়িয়া করবো খেলা তোমার সাথে। ছাবাল আকবর আলী বলে, পিরিতে পাগল করিলে। তোমার আমার মিলন হব […] keyboard_arrow_right
  • শুন গো সজনি সই কি বুদ্ধি করিব
    “শুন গো সজনি সই কি বুদ্ধি করিব। কালিয়া কানুর লাগি আনলে পশিব।। যাহার লাগিয়ে হল এত পরমাদ। সে জন করিল সুখ-সম্পদেতে বাদ।। সকল গোপিনী বলে “আর কিবা দেখ। সে শ্যাম নৈরাশ হল কি আর উপেখ।। যে জন করিত দয়া সে হল নিঠুর। তেজিয়া বিমুখ ভেল, কৈল অতিদূর।। যমুনাতে গিয়ে চল মরিব ডুবিয়া। এ ছার জীবন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ