শুন শুন ধনি, রমণীর মণি, না কর এতহু রোষ। নিদে অচেতন, দেখেছ স্বপন, নহে ত কানুক দোষ।। সবহু সঙ্গিনী, আছিনু ততহু, কৈছন সেই নাহ। তোমার এমন, না বুঝি কারণ, কাননে কাতব সেহ।। শয়ন তেজিয়া, বিবহে ভেজায়ে, চলি আইলে পুরজনে। তোমার এসব, দেখিয়া তাহার, চমক লাগয়ে মনে।। আকাশ ভাঙ্গিল, আশা না পূরল, সকলি হইল বৃথা। হিয়ার […]
keyboard_arrow_right